Advertisement
Milk ATM Business Plan (নতুন ব্যবসার আইডিয়া)
Advertisement

দুধের ATM বা Milk ATM Business করেই লাখপতি যুবক, আপনিও ভেবে দেখতে পারেন।
ব্যবসা করতে তো চান অনেকেই, ব্যবসায় সফল হতে পারেন কত জন? তবে সঠিক প্ল্যান এবং কঠিন অধ্যাবসায় থাকলে ছক ভাঙা ব্যবসা করেও সফল হওয়া যায়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিহারের ভাগলপুরের বাসিন্দা বিনয় কুমার৷

Advertisement

Milk ATM Business Plan:

বিহারের একটি বিমা সংস্থায় ম্যানেজার পদে কর্মরত ছিলেন বিনয়। তবে বরাবরই স্বপ্ন দেখতেন নতুন কিছু করার। এই ইচ্ছে থেকেই মাথায় আসে নিজের একটি স্টার্ট আপ শুরু করার। প্ল্যান বানিয়ে নেন সেই ভাবেই। তারপরে চাকরি থেকে ইস্তফা দেন। বাঁধা চাকরি ছেড়ে অনিশ্চিত পথ বেছে নেওয়া স্বভাবতই সহজ ছিল না। তবে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন বিনয়।

Advertisement

এখন খাঁটি দুধের নিয়মিত যোগান পাওয়া যায় না। ফলত, বাধ্য হয়েই ভেজাল দুধ পান করতে হয় জনগণকে৷ এই সমস্যা দূর করতে বিনয় চালু করেন খাঁটি মিল্ক এটিএম (Milk ATM Business). এই ব্যবসা যাতে মসৃণভাবে চলে তার জন্য একটি সংস্থা থেকে প্রশিক্ষণও নেন তিনি। বিহারে চালু হওয়া এই এটিএমের প্রথম ১০০ ক্রেতাকে ছাড় দিয়েছিলেন বিনয়। এই এটিএমে কেবল দুধ নয়, পাওয়া যায় টক দই, পনির এবং মাখনও।

Advertisement

মধ্যবিত্তের মুখে হাসি, দাম কমলো ভোজ্য তেলের, দেখে নিন নতুন দাম।

বর্তমানে, আঞ্চলিক ৩৫ টি কৃষক সংস্থার সঙ্গে আলোচনা করে তাদের সাহায্যে এই ভ্রাম্যমাণ মিল্ক এটিএমের মাধ্যমে ভাগলপুর শহরের সর্বত্র দুধ সরবরাহ করা হয়ে থাকে। বিনয়ের এই উদ্যোগের ফলে হাতের কাছে সুলভে তাজা দুধ ও দুগ্ধজাত জিনিসের যোগান পেয়ে বিনয়কে অভিনন্দন এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিহারবাসী।

সকল পোস্ট অফিসের গ্রাহকদের জরুরী নির্দেশ, 31শে মার্চের মধ্যে এই কাজ না করলে একাউন্টের টাকা তোলা যাবে না।

আপনি কিভাবে এই Milk ATM Business ব্যবসায় অংশ নেবেন?
এই ব্যবসা শুরু করতে হলে আপনাকে সর্বপ্রথম ISO সার্টিফিকেট এবং FSSAI সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এরপর আপনি যদি নিজেই দুধ প্রক্রিয়া করতে চান তবে দুধ পাস্তুরাইজেসন প্রক্রিয়া জানতে হবে। কিম্বা আপনি বিভিন্ন কোম্পানীর দুধ ও সংগ্রহ করতে পারেন।
Written by Antara Banerjee.

EK24 News
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement