Mid Day Meal – মিড ডে মিলে চরম দুর্নীতি, 50Kg এর বস্তায় 46Kg চাল! স্কুল শিক্ষকেরা প্রতেক বস্তা ওজন করছেন, দেখুন Video.

মিড ডে মিল এর বস্তায় চাল কম, ধুন্ধুমার কান্ড। পরিদর্শনে Mid Day Meal সুপারভাইজার।
দেওয়ার কথা ছিল ৫০ কেজি চাল। তবে পরে ওজন করে দেখা গেল বস্তায় আছে মাত্র ৪৬ কেজি চাল! মাঝে মাঝে নাকি তার চেয়েও কম থাকে! ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের হামিদপুর গ্রামে। এরকমি নাকি চলছে দীর্ঘদিন। ভিডিও সহকারে জেনে নিন পুরো ঘটনাটি।

Advertisement

অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের (PM Poshan Mid Day Meal) চালের বস্তায় হিসেবের গরমিল ধরা পড়ে।
কম ওজনের চালের বস্তা নিয়ে ঠিক কীভাবে নির্দিষ্ট দিন চালাবেন, তা নিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মী। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘সেলাই করা চালের বস্তা, তাও চালের ওজন কম। আমি কী করে চালাবো বলুন তো! আমি তো সামান্য ৮ হাজার টাকা বেতনের একজন কর্মী মাত্র।’

Advertisement

অভিযোগ পেয়ে কি জানালেন Mid Day Meal আধিকারিক?

ওজনে কম মাল দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্যদ্রব্য সরবরাহকারী ঠিকাদারের বিরুদ্ধে শুরু করা হবে তদন্ত, এমনটাই জানাল প্রশাসন।
তবে স্থানীয় মানুষের ক্ষোভ উগরে পড়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপরও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত সপ্তাহের শুক্রবার ও শনিবার এই দূই দিন PM Poshan Mid Day Meal খাবার দেওয়া হয়নি কেন্দ্রটি থেকে।

তাই সোমবার কেন্দ্রটি খুলতেই স্থানীয়রা সেখানে চড়াও হন। এই প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত ICDS কর্মী দাবি করেন, অনেক সময়েই কম ওজনের জিনিস আসে। ৫০ কেজির বস্তায় অনেক সময়েই ৩০ কেজি চাল থাকে। এর ফলে দেখা দেয় ভাঁড়ারে টান। এবারেও এমনটাই হয়েছিল। ৫০ কেজির বস্তায় চাল ছিল ৪৬ কেজি। জিনিস পর্যাপ্ত পরিমাণে না থাকায় গত দু দিন সেন্টার বন্ধ ছিল, দেওয়া যায়নি PM Poshan Mid Day Meal ও।

Advertisement

গ্রামবাসীদের মাধ্যমে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে, তার জেরে ICDS সুপারভাইজার এবং পাত্রসায়র ব্লকের জয়েন্ট বিডিও ঘটনাস্থলে তদন্ত করতে যান। তাঁদের উপস্থিতিতেই নতুন চালের বস্তার ওজন করা হয়। সেখানে দেখা যায় ৫০ কেজি চালের বস্তায় চাল রয়েছে ৪৬ থেকে ৪৭ কেজি। শুধু চালই নয়, ওজনে গরমিল দেখা গেছে ডালেও। ঘটনাস্থলে উপস্থিত বিডিও জানান, প্রতি বস্তায় এমন ওজনের কমতি থাকার ব্যাপারটি বেশ অস্বাভাবিক।

Advertisement

আরও পড়ুন, রেশন তো পাবেনই, সাথে কার্ড প্রতি আরও 1,000 টাকা নগদ পাবেন!

বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলেও তিনি আশ্বাস দেন। এই ঘটনা প্রসঙ্গে বিষ্ণুপুরের মহকুমা শাসক বলেন, বিডিওকে ঘটনার তদন্ত করে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। রিপোর্ট হাতে এলেই অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এই বিষয়ে স্থানীয় বিরোধী দলের নেতারা বলছেন, এটা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। প্রত্যেক স্কুলে শিক্ষকেরা চালের বস্তা পরিমাপ করে দেখুন, কোথাও ৫ কেজি, কোথাও ১০ কেজি কম পাবেন। এদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি।
Written by Antara Banerjee.

Advertisement

আরও পড়ুন, সপ্তাহের কোনদিন লটারি কাটলে, জেতার চান্স সবচেয়ে বেশি, জানলে অবাক হবেন।

Leave a Comment