Mamata Banerjee Is Invited To Rome

বাংলার মুখ্যমন্ত্রী এবার পাড়ি দেবেন রোমে। দ্য সান্তএগিদিও’র প্রেসিডেন্ট প্রফেসর মার্কো ইম্পাগ্লিয়াজো ওই আমন্ত্রণপত্র পাঠিয়েছেন মমতাকে। আমন্ত্রণপত্রের শুরুতে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ইম্পাগ্লিয়াজো। বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তিনি লিখেছেন, সামাজিক ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার অবদানকে কুর্ণিশ জানাই। পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য যে অঙ্গীকার আপনি করেছেন, তা পূরণের লক্ষ্যে গত ১০ বছর ধরে নিরলস সংগ্রাম করে চলেছেন।

Advertisement

আন্তর্জাতিক মঞ্চে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর নিরলস সংগ্রামের স্বীকৃতি হিসেবেই ইতালির রোমের ‘কমিউনিটি দ্য সান্তএগিদিও’ আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। আগামী ৬ এবং ৭ অক্টোবর সান্তএগিদিও শহরে অনুষ্ঠিত ‘বিশ্ব শান্তি সম্মেলনে’ অংশ নেওয়ার ওই আমন্ত্রণপত্র মঙ্গলবারই নবান্নে এসে পৌঁছেছে। মমতার সঙ্গেই ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ওই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন পোপ ফ্রান্সিস, মিশরের আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়ুব, জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল, ইতালির শীর্ষ রাজনৈতিক কর্তা সহ বিভিন্ন ধর্মীয় প্রধানরা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আমন্ত্রণ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

 

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment