রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2023). গতকাল বাংলা আর আজ ইংরাজি পরীক্ষার মাধ্যমে ২টি পরীক্ষা (WBBSE Madhyamik Exam 2023) শেষ হলো। জীবনের প্রথম বড়ো পরীক্ষার প্রথমদিন গোটা রাজ্যজুড়ে প্রায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। রাজ্যজুড়ে কেন্দ্রগুলিকে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল। বিগত বেশ কিছু বছর পরীক্ষা শেষ হওয়ার আগেই প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে চলে আসছিল। সে নিয়ে রাজ্যের শিক্ষামহলে সমালোচনার ঝড় বয়ে গেছে। তাই রাজ্য এবারে অতিরিক্ত সতর্ক ছিল।
মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা, মুখ্যমন্ত্রীরঃ
এদিন রাজ্যের প্রাশাসনিক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী সকল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তিনি জানান মাধ্যমিক পরীক্ষা খারাপ হলে দেখে নেবেন। তিনি আরো বলেন সব বিষয়ে নলেজ সমান থাকবে এমনটা ঠিক নয়। তারা দেখে নেবে।
এই মন্তব্যের পরই শিক্ষকমহলে বিতর্ক শুরু হয়েছে। খারাপ রেজাল্ট হলে কি সবাইকে পাশ করানো হবে? তাহলে পরীক্ষার কি মানে? প্রশ্ন তুলছে বিরোধীরা।
এই বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী বলতে কী চাইলেন। মুখ্যমন্ত্রীর দাবি তিনি প্রত্যেক ছাত্রছাত্রীকে ভালোবাসেন এবং তাদের ভবিষ্যত পথ যাতে সুগম হয় সেটা দেখে নেবেন। সবধরনের সুবিধা দিতে রাজ্য প্রস্তুত। সবাই ভালো রেজাল্ট করতে পারেনা, তার মানে এই নয় যে তারা কর্মক্ষেত্রে পিছিয়ে থাকবে। ভালো রেজাল্ট না করেও ব্যবসা কিম্বা হাতের কাজে অনেক উন্নতি করেছে, এমন উদাহরন প্রচুর রয়েছে।
যদিও বিগত বেশ কিছু বছর ধরে দেখা দিচ্ছে রাজ্যের অকৃতকার্য ছাত্ররা পাশ করিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে অনৈতিকভাবে।
সরকার প্রায় সকল ছাত্রছাত্রীকে পাশ করিয়েও দিচ্ছে এবং অন্যান্য বোর্ডের সঙ্গে পাল্লা দিতে নাম্বারও দিচ্ছে ঢেলে। কিন্তু প্রশ্ন একটাই আদৌ কতটা মানোন্নয়ন ঘটছে শিক্ষাব্যাবস্থায়। নাম্বার বেশি দেওয়াতে ছাত্ররা কতটা কাজে লাগাচ্ছে সেটা। এবছর প্রায় সাড়ে চার লক্ষ্য কমেছে পরীক্ষার্থী রাজ্য জুড়ে। যেখানে রাজ্য সরকার মেয়েদের শিক্ষার হার বাড়াতে কন্যাশ্রী , রূপশ্রীর মতো প্রকল্প এনেছে সেখানে এই উলটাপূরাণ কেন।
অটল বিহারী বাজপেয়ী স্কলারশিপে আবেদন করলেই মিলবে পড়াশোনার সব খরচ, জেনে নিন খুটিনাটি।
মেয়েদের পাশাপাশি, ছেলেদের জন্যও একাধিক স্কলারশিপ চালু করেছে রাজ্য সরকার তাই শিক্ষকদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী দেখে নেবেন মানে কী বোঝাতে চাইলেন। শিক্ষার কাঠামোর উপর জোর দেওয়া হোক তার পরিবর্তে। কিন্তু এদিকে শুধু একাধিক ছাত্রছাত্রীকে জোর করে একের পর এক ক্লাস তুলে দিচ্ছে রাজ্য।
তাদের বিকাশ না ঘটলেও নিয়মের গেরোয় পাশ ফেল না থাকায় সকলে পাশ করছে, এবার মাধ্যমিকেও তাই হলে বিরূপ প্রতিক্রিয়া পড়বে, বলে মনে করছেন শিক্ষকদের একাংশ।
এদিকে পড়ুয়াদের উপরে মুখ্যমন্ত্রীর স্নেহ স্বরূপ দৃষ্টিভঙ্গি রয়েছে, তাই সকলকে শুভেচ্ছা জানানোর জন্যই একথা বলেছেন বলে মনে করছেন অনেকেই।
Written By Soumee Ghosh.
মাধ্যমিক পরীক্ষায় সকল ছাত্র ছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
কারন তারা মাধ্যমিক পাশ করে হাতের কাজ শিখে রুজি রোজগার করতে পারবে।
সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হবেনা।
তাই সবাইকে পাশ করিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
I love 💕 you 😘 mukhomukhi momota banarje l love 💕 you 😘 mukhomukhi momota banarje
মাধ্যমিক পরীক্ষায় সকল ছাত্র ছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
কারন তারা মাধ্যমিক পাশ করে হাতের কাজ শিখে রুজি রোজগার করতে পারবে।
সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হবেনা।
তাই সবাইকে পাশ করিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
একদম ঠিক বলেছেন