পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ নিয়ে আন্দোলন ও কর্মবিরতির মাঝেই সরকারী কর্মীদের আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee. সরকারী কর্মীদের প্রতি রাজ্য সহানুভূতিশীল এবং সমস্ত বকেয়া ডিএ নিয়ে রাজ্যের মনোভাব কি, সেটা স্পষ্ট করলেন আজ।
Mamata Banerjee Announcement:
প্রসঙ্গত বকেয়া ডিএ ও সমস্ত শূন্যপদে নিয়োগের দাবীতে মোট ৩২টি সংগঠন আন্দোলন করছে। সেই প্রসঙ্গে গত ২৭ শে জানুয়ারী প্রথম কর্ম বিরতি পালিত হয়, এরপর ১৩ই ফেব্রুয়ারী পূর্ণ দিবস কর্ম বিরতিতে কার্যত সরকারী পরিষেবা ব্যহত হয়। আর আজ এবং গতকাল পর পর দুদিন কর্মবিরতিতে রাজ্যের অনেক কর্মী ও শিক্ষক কর্মক্ষেত্রে গেলেও কাজ করেননি বলে অভিযোগ। আর এদিন শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) সরকারী কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন।
এই কদিন বিভিন্ন চ্যানেলে ও মিডিয়ার সামনে আন্দোলনরত সরকারি কর্মীরা সরাসরি মমতার সরকারকে আক্রমণ শানালেও মমতা এদিন কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সরকারি কর্মীরা ভালো বন্ধু।’
এদিন শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘আজকে টাকা নেই, পয়সা নেই, তাও কারও মাইনে বন্ধ হয়নি। সরকারি কর্মীরাও আমার বন্ধু। সরকারি কর্মীরা ভাল থাকলে, আমরাও ভালো থাকব।’
আর এরপরই রাজ্য সরকার কর্মীদের DA না দেওয়ার কারন জানিয়ে Mamata Banerjee, ডিএ ইস্যুতে ঘুরপথে কেন্দ্রের আর্থিক বঞ্চনাকেই তোপ দেগেছেন। এর আগে তৃণমূল নেতৃত্বও দাবি করেছে, কেন্দ্রের আর্থিক বঞ্চনার কারণেই ডিএ আটকে রাজ্য সরকারি কর্মীদের। বর্তমানে সমস্ত বকেয়া ডিএ মেটালে রাজ্যে চরম আর্থিক অবস্থার স্বীকার হবে।
এছাড়াও মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সেন্ট্রাল পেনশন বন্ধ করে দিয়েছে। পেনশন শুধুমাত্র বাংলার সরকারই দেয়, আর সবাই তুলে দিয়েছে। রাজ্যের কাছে টাকা -পয়সা নেই, তারও কারও কি টাকা বন্ধ হয়েছে ? কারো বেতন বন্ধ হয়নি। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, আমরা নিজেদের টাকায় কাজ করছি। আরও বেতন আটকাইনি। রাস্তার টাকাও দিচ্ছে না কেন্দ্র সরকার। মনে রাখবেন লোভেই সর্বনাশ হয়। সরকারি সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প বিনা পয়সায় মেলে। কেউ টাকা চাইলে দেবেন না।’
প্রতিবেদক বকলম।
Airtel এর গ্রাহকরা পেয়ে যান মাত্র 5 টাকায় আনলিমিটেড কলিং, ইন্টারনেট সহ অন্যান্য দারুন সুবিধা।
DA পুরোটা সরকার কখনোই দেবে না। ভোটের আগে চাপে পরে মিথ্যা আশ্বাস দিচ্ছে। ভোট মিটে গেলে আবার নিজের অবস্থানে ফিরে যাবে। এটা আমার ধারণা 👍