Madhyamik Result – মাধ্যমিকের খাতায় কেমন লিখছে পড়ুয়ারা, খাতা দেখা শেষ কবে, রেজাল্ট কবে বেরোবে?

Madhyamik Result – মাধ্যমিকের রেজাল্ট কবে, খাতা দেখার শেষের দিন কী?

এবছর রাজ্যে ৭ই এপ্রিল থেকে শুরু হয়েছিল মাধ্যমিক (Madhyamik Result) এবং শেষ হয়েছিল ১৬ই এপ্রিল। একগুচ্ছ সমস্যার ভিতর দিয়ে গিয়েও নির্বিঘ্নেই শেষ হয় পরীক্ষা। সব মিলিয়ে বর্তমানে কি পরিস্থিতি?

Advertisement

পরীক্ষা শুরু হওয়ার আগে থেকেই দাবি ছিল উচ্চমাধ্যমিকের মতো হোমসেন্টারে পরীক্ষা করানোর। আবার পরীক্ষার মাঝে ইতিহাস প্রশ্ন শক্ত হওয়ায় নতুন করে পরীক্ষা (Madhyamik Result) করার দাবি ওঠে সোশ্যাল মিডিয়াতে। সংসদ সেই দাবি খারিজ করে দেয়।

Advertisement

এদিন রাজ্যের বিভিন্ন জেলা মধ্যশিক্ষা দপ্তরের অফিস থেকে বাংলা এবং ইংরেজী খাতা শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। বলা হয়েছে ১২ ই এপ্রিলের মধ্যে খাতা জমা দিতে। আর বাকি খাতাগুলিও ১৫ই এপ্রিলের মধ্যে জমা দিতে। Madhyamik Result

আর সাধারন নিয়ম অনুযায়ী সমস্ত খাতা জমা হয়ে গেলে রেজাল্ট প্রস্তুত করতে আরও মাস খানেক টাইম লাগে। সেইমতে রেজাল্ট বেরোনোর সম্ভাব্য তারিখ ও ধারনা করা যায়। এছাড়া যে সমস্ত শিক্ষক মাধ্যমিকের খাতা দেখছেন, তাদের মতে এই দুটো বছর পড়ুয়াদের অনেক ক্ষতি করে দিয়েছে। পরীক্ষার খাতায় তার প্রতিফলন ঘটছে।

উচ্চ মাধ্যমিকের সাজেশন পেতে এখানে ক্লিক করুন

মে এর শেষ অথবা জুনের শুরুতে কী বেরোতে পারে রেজাল্ট?
খাতা দেখার পর স্ক্রুটিনি হয়ে গেলে কম্পিউটারাইজ করা হবে। তারপর সম্ভবত মে মাসের শেষ সপ্তাহে এবছর মাধ্যমিকের রেজাল্ট বেরোবে।

Advertisement

অন্যদিকে উচ্চ মাধ্যমিক নিয়ে নয়া নিয়ম চালু করেছে শিক্ষা সংসদ। নিজের স্কুলে পরীক্ষা হলেও, যে দিন জেই বিষয়ের পরীক্ষা হবে। সেই দিন সেই বিষয়ের শিক্ষক অরীক্ষার কাজে অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়া নকল রোধে একাধিক ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

জিও-র খেলা শুরু! ৭ টাকায় বাজিমাত! আনলিমিটেড ফ্রি!

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment