Advertisement
Madhyamik Result 2022 date
Advertisement

Madhyamik Result – এবারের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় কেমন লিখেছে।

আর কিছুদিন পরই প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result)। আর ক্লাস না করে এবারের মাধ্যমিক পরীক্ষায় কেমন লিখেছে পরীক্ষার্থীরা, সেই নিয়ে জল্পনা, প্রায় সকলের মধ্যেই। আর ক্লাস না হওয়ায় এবারে অনেকেই তার সেরাটা দিতে পারেনি।

Advertisement

এবারের পরীক্ষায় (Madhyamik Result) পরীক্ষার্থীরা কি লিখেছে কিম্বা কেমন লিখেছে, সেই বিষয়ে ইতিমধ্যেই জানা গেছে। যেখানে খুবই নেগেটিভ বার্তা পাওয়া গেছে। যেমন মাধ্যমিকের খাতায় পুস্পা ডায়লগ, ফ্রি ফায়ার, পাব্জি প্রভৃতি। কিন্তু এই প্রথম জীবন বিজ্ঞানের খাতা নিয়ে যথেষ্ট ভালো তথ্য পাওয়া গেল।

Advertisement

বিভিন্ন স্কুলের জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষকেরাই এবার মাধ্যমিক জীবন বিজ্ঞানের খাতা দেখছেন। কিন্তু অন্যান্য বিষয়ের চেয়ে এই বিষয়ে একটু আলাদা ফিডব্যাক পাওয়া গেছে। ব্যারাকপুর মন্মথনাথ স্কুলের জীবন বিজ্ঞান শিক্ষকও এবার প্রায় ৩০০ খাতা দেখেছেন, এবারের খাতার কোয়ালিটি একটু নিম্নমানের। তবে পড়ুয়ারা দুই বছর কোনও ক্লাস করেনি সেই বিষয়টাও ভাবতে হবে।

Advertisement

যতই অনলাইন ক্লাস হোক, দুধের সাদ কি ঘোলে মেটে! শিক্ষকদের বরং উচিৎ ওরা যা লিখেছে তাই নিয়েই একটু মানবিকতার বিষয়টা ভেবেই নম্বর দেওয়া উচিত। অনেকেরই পরিবারই খুবই সংকট্ময় মুহূর্ত কাটিয়েছে এই সময়ে। অনেকেই পরিবারের প্রিয়জন হারিয়েছে।

আরও পড়ুন, মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় খবর, খাতা দেখা কেমন হচ্ছে?

একটু বেশী নম্বর দিলে ক্ষতি কি? মনে করছেন অনেক শিক্ষকই। তবে এই বিষয়ে একাধিক শিক্ষকই বলেছেন, জীবনবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র একটু সহজ হওয়ায় অনেকেই ভালো লিখেছে। তবে সামগ্রিকভাবে এবারের লেখার কোয়ালিটি একটু খারাপ। তবে বাচ্চাদের কথা ভেবে এইটুকু আডজাস্ট করা যেতেই পারে। Madhyamik Result

EK24 News

এই বিষয়ে আপনার কি মত, খাতা কি একটু সহজ করে দেখা উচিৎ? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result) নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আসছে, সঙ্গে থাকুন।

Advertisement

আরও পড়ুন, মাধ্যমিকের খাতা দেখা প্রায় শেষ

Advertisement
Advertisement
5 thoughts on “Madhyamik Result 2022 – এবারের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় বাজিমাত, সবাই ভালো নম্বর পাচ্ছে Good News।”
  1. ঠিক সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক। জীবন বিজ্ঞান পরীক্ষার ভালো হয়নি। তাই শিক্ষক ভালো সিদ্ধান্ত নিয়েছেন।

  2. আমারা সবাই ই করোনা পরিস্থিতির জন্য ভালো ভাবে পড়াশোনা করতে পারিনি। স্কুল,কলেজ এমনকি টিউশনি পড়াও আমরা পরতে পারিনি। আর যেহেতু অনলাইন ক্লাস হতো কিন্তু অনলাইন ক্লাস করার চর্চা আমাদের কারোরই ছিল না ‌। বর্তমানে করোনা পরিস্থিতির জন্য আমাদের অনলাইন ক্লাস করা এটা আমাদের বেছে নিতে হয়েছে কিন্তু অনলাইন ক্লাস করাটা আমাদের চর্চা ছিল না বলে অনেকে সেটাও পারিনি। আমাদের স্কুল যদি বন্ধ না হতো তাহলে হয়তো আমরা অনেকেই একটু ভালো রেজাল্ট করতে পারতাম। আর প্রত্যেকেরই ইচ্ছা থাকে পরিক্ষায় একটু ভালো রেজাল্ট করার। তাই করোনা পরিস্থিতির জন্য আমরা
    কেউ ই দায়ী নই। সেই জন্য আপনাদের কাছে আমারা সবাই অনুরোধ করছি দয়া করে মাধ্যমিক পরীক্ষায় আমাদের সবাই পাশ করিয়ে দিন।

    1. স্যার আমরা lockdown এর ছাত্র। অনেক দুর্লভ পরিস্থিতির মধ্যে দিয়ে পড়াশুনা করেছি তাই হয়তো পরীক্ষার খাতায় সবকিছু সঠিক ভাবে উপস্থাপন করতে পারিনি এর জন্য আমরা দুঃখিত।তবুও আমরা সাধ্য মতো চেষ্টা করেছি আমাদের পরিস্থিতির কথা ভেবে দয়া করে একটু সহজ করে খাতা কাটবেন sir। শিক্ষক মহাশয় দের কাছে এটা আমাদের একান্ত অনুরোধ।

  3. Joto sohoj kore khata dekhte parbe Toto sohoj kore khata dekhte bolen sir . Sobari Biology exam vlo hoea6e and amar Biology exam tai ektu kharab hoea ge6e . Tai bol6i joto sohoj kore dekhte parbe Toto sohoj korei khata dekhuk vloi hobe .

  4. Advertisement
  5. ektu sohoj vabai dekha uchit koranar jonno gramer odikanso chele raj mistri koreche amar chokhe dekha ovabe na kheye tader ki vabe sonssar choleche, tara je exjame bosese etai onek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement