Madhyamik Result 2022 – পাশের হার কত, মেধা তালিকা, কত গ্রেজ দেওয়া হলো, নুন্যতম কত পেয়ে ফেল করলো, Download Link

Madhyamik Result 2022 – মাধ্যমিকের রেজাল্ট নিয়ে জানা অজানা তথ্য।

আজ প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik Result 2022). এবার পরীক্ষার ৭৯ দিন পর রেজাল্ট প্রকাশিত হলো। চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লাখ ৫৯। ছাত্রীর সংখ্যা ছিল ৬ লাখ ২৬ হাজার ৮০৪ জন। ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে এ বছর পরীক্ষা নেওয়া হয়েছে।

Advertisement

এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৬০%। এ বারের মাধ্যমিকেও পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি। সেখানে প্রায় ৯৭.৬৩ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি। এছাড়াও পাশের হারে এগিয়ে রয়েছে কালিম্পং, পশ্চিম মেদিনীপুরও। Madhyamik Result 2022

Advertisement

মাধ্যমিকে দুজন প্রথম – প্রাপ্ত নম্বর – ৬৯৩ – অর্ণব ঘোড়ই (বাঁকুড়া), রৌণক মণ্ডল (বর্ধমান)
মাধ্যমিকে দুজন দ্বিতীয় – প্রাপ্ত নম্বর – ৬৯২ – কৌশিকী সরকার, রৌণক মণ্ডল
মাধ্যমিকে তৃতীয় – প্রাপ্ত নম্বর – ৬৯১ – অনন্যা দাশগুপ্ত
মাধ্যমিকে ৩ জন চতুর্থ – প্রাপ্ত নম্বর – ৬৯০ – অভীক দাস, অভিষেক গুপ্ত, শ্রুতর্ষি ত্রিপাঠী (কলকাতা) Madhyamik Result 2022

মাধ্যমিকে ৬ জন পঞ্চম – প্রাপ্ত নম্বর – ৬৮৯ – দেবদত্ত কুণ্ডু, সুরজিৎ সাহা, আর্জিনি সাহা, অনিন্দ্য সাহা, সামিয়া ইয়াসমিন, পৌলমী বেরা,
মাধ্যমিকে ৫ জন ষষ্ঠ – প্রাপ্ত নম্বর – ৬৮৮ – নিরুপম দাস, সম্পূর্ণা নন্দী, শ্রীজিতা গোস্বামী, সৈকত কুমার গঙ্গোপাধ্যায়, প্রতীক মাইতি Madhyamik Result 2022

Advertisement

মাধ্যমিকে ৮ জন সপ্তম – প্রাপ্ত নম্বর – ৬৮৭ অনন্য দেব, শ্রীজিতা মজুমদার, সৌগত ঘোষ, জ্যোতির্ময় মণ্ডল, সোহম নায়েক, রনিত সাউ, শাশ্বত সেন, সিঞ্চন দত্ত
মাধ্যমিকে ২২ জন অষ্টম – প্রাপ্ত নম্বর – ৬৮৬ – পারভিন, রনি বর্মন, অরুণিমা সিকদার, ব্রাত্য বসু, বৃষ্টি পাল, সৌম্যদিপ্ত কোনার, মৃত্যুঞ্জয় মণ্ডল, মধুরিমা দে, সৌমাল্য নিয়োগী, দেবমাল্য নিয়োগী, শ্রেয়সী ভুঁইয়া, অনিমেষ লায়েক, অভ্র চট্টোপাধ্যায়, ঈশিতা সামন্ত, অনিশ ঘড়াই, সায়ন দেবনাথ, শাশ্বত নাইয়া, সোহম পাল Madhyamik Result 2022

Advertisement

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ নিয়েও বড় আপডেট, দেখুন কবে বেরোবে

মাধ্যমিকে ১৫ জন নবম – প্রাপ্ত নম্বর – ৬৮৫ – বিশ্বজিৎ মণ্ডল, স্বরূপ কর্মকার, সৌরভ দে, অঙ্কুর ঘোষ, সাহেব দাস, সূরয ঘোষ, পার্থিব কোটাল, দ্বৈপায়ন সাহা
মাধ্যমিকে ৪০ জন দশম – প্রাপ্ত নম্বর – ৬৮৪ – সমৃদ্ধি দে, বিতান চক্রবর্তী, রূপম কর্মকার, অমৃতাভ পাল, রিফা তামান্না, প্রত্যুষা কুণ্ডু, সৌমিক ধাওয়াই, মহম্মদ শামিক, সৌনক বন্দ্যোপাধ্যায়, শেখ আজহার, অঙ্কন ঘোষ, নীলাদ্রি মণ্ডল, সোহম কোনার, সানন্দা রায়, আফরিন খাতুন, সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, সৌম্য মণ্ডল, অয়ন কুমার পাল, অরিত্র মণ্ডল, অনুষ্কা পাহাড়ি, প্রত্যুষা মিত্র, অর্ঘদীপ মাইতি, সৌম্যদীপ গিরি, সৌনক প্রামানিক, আলেখ্য বর, তনিষ্ঠা দাস, সৌম্যদীপ সেন, অশোক বিশ্বাস। Madhyamik Result 2022

Advertisement

আরো পড়ুন, আগামী বছরের মাধ্যমিকের রুটিন

সংবাদ সুত্রে জানা যাচ্ছে, এবারে অনেকেই অতিমারীর কারনে ভালো পড়াশোনা করতে পারেনি। তাই এবার সিলেবাসে কাটছাঁট করা হয়েছিল। এছাড়া অনেকেই খাতায় ও ভালো লিখতে পারেনি। যেসমস্ত শিক্ষকেরা খাতা দেখেছেন, তারা মনে করছেন এবার ৮৬.৬০% পাশ করেছে, কিন্তু খাতায় অনেকেই পাশ নম্বর পায়নি। তাই হয়তো মানবিক দিক দিয়ে এবার কিছুটা গ্রেজ নম্বর দেওয়া হয়েছে।

স্যোশাল মিডিয়াতে শোনা যাচ্ছে এবার নাকি কমপক্ষে ১০ নম্বর গ্রেজ দেওয়া হয়েছে, যারা ২০ পেয়েছে তাদের পাশ করানো হয়েছে। কিন্তু যারা কিছুইও লেখেনি তাদের পাশ করাবে কিকরে। যদিও মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে সরকারী ভাবে এইরকম কোনো বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement

মাধ্যমিকের ফল দেখতে এখানে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment