Advertisement
WB Madhyamik Result 2022 Check online
Advertisement

WB Madhyamik Result 2022 : কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে রেজাল্ট, বিশদে জানুন

আর কয়েক ঘন্টা পরই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট (WB Madhyamik Result 2022). এবার মোবাইল থেকেই সহজেই মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। কিভাবে দেখবেন, কখন থেকে দেখতে পাবেন, দেখে নেওয়া যাক।

Advertisement

এবছর অতিমারির আবহেও অফলাইনে নেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা। গত ৭ মার্চ থেকে শুরু হয়েছিল পরীক্ষা। গত ১৬ মার্চ পর্যন্ত চলেছিল পরীক্ষা। এবার অপেক্ষা রেজাল্ট প্রকাশের। তবে ইতিমধ্যেই পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে কবে রেজাল্ট প্রকাশ (WB Madhyamik Result 2022) করা হবে তা জানানো হয়েছে।

Advertisement

অন্যান্য বারের মতো এবারেও মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। বলা হয়েছিল পরীক্ষার্থীরা যেন মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ না করে। এবছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ছিল প্রায় ৫ লক্ষ ৫৯ জন। ছাত্রীর সংখ্যা ছিল প্রায় ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। (WB Madhyamik Result 2022)

Advertisement

কবে ও কিভাবে দেখবেন মাধ্যমিকের রেজাল্ট?
আগামী ৩ জুন, ২০২২ তারিখে প্রকাশ হতে চলেছে এবছরের মাধ্যমিকের রেজাল্ট, ৩ জুন সকাল ৯ টায় ফল ঘোষণা করা হবে। এরপর সকাল ১০ টায় নির্দিষ্ট ওয়েবসাইট থেকে দেখা যাবে রেজাল্ট। (WB Madhyamik Result 2022)

কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে রেজাল্ট, একনজরে দেখে নেওয়া যাক-
১) https://wbresults.nic.in/
২) http://wbbse.wb.gov.in/
৩) http://m.indiaresults.com/
৪) https://www.exametc.com/
৫) https://www.anandabazar.com/

EK24 News

৬) http://abpananda.abplive.in/
৭) https://www.results.shiksha/
৮) http://www.news18bangla.com/
৯) https://www.fastresult.in/
১০) https://www.indiatoday.in/education-today

Advertisement

১১) https://bangla.hindustantimes.com/
১২) http://www.schools9.com/
১৩) https://www.vidyavision.com/
১৪) https://m.jagranjosh.com/

আরো পড়ুন, আগামী সপ্তাহেই খুলতে পারে স্কুল, গরমের ছুটি বাতিল

এছাড়া EK24 News website থেকে ও রেজাল্ট দেখতে পাবেন। যেকোনো লিঙ্কে ক্লিক করে নিজের রোল নাম্বার ও জন্ম তারিখ দিয়েই সাবমিট করলে রেজাল্ট দেখা যাবে। উল্লেখ্য, মাধ্যমিকের রেজাল্ট SMS -এর মাধ্যমেও জানতে পারা যাবে।
রেজাল্ট বের SMS করতে হবে এই প্রক্রিয়ায়-
WB10 পরীক্ষার্থীর রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 5676570 নম্বরে। (WB Madhyamik Result 2022)

 মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ নিয়েও বড় আপডেট

পরীক্ষা শেষ হয়েছে প্রায় অনেক দিন। কিন্তু পরীক্ষার্থী থেকে অভিভাবক প্রায় সকলের মনেই রেজাল্ট নিয়ে একটা উদ্বিগ্নতা তো রয়েছেই। হাতে মাত্র কয়েকদিন দিন। আগামী ৩ জুন পরীক্ষার্থীরা রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন। কেবলমাত্র লগইন করে পরীক্ষার্থীর রোল নাম্বার, জন্মতারিখ এবং ক্যাপচা লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই পরীক্ষার রেজাল্ট জানা যাবে।
শিক্ষাসংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Advertisement

মাধ্যমিকে সবাই পাশ নয়, বহু পরীক্ষার্থীর রেজাল্ট আটকে, জানিয়ে দিল পর্ষদ।

Advertisement
Advertisement
2 thoughts on “Madhyamik Result 2022 – মোবাইল থেকে মাধ্যমিকের রেজাল্ট সবার আগে কিভাবে দেখবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement