Madhyamik Result 2022 – ভবিষ্যৎ অন্ধকার, প্রচুর মাধ্যমিক পরীক্ষার্থীর খাতায় পাশ নম্বর নেই, দেখুন রিপোর্ট।

Madhyamik Result 2022 : মাধ্যমিকের খাতায় অক্ষর চিনতে হিমসিম খেতে হচ্ছে পরীক্ষকদের

মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগেই রেজাল্ট (Madhyamik Result 2022) নিয়ে জানা গেল আগাম বার্তা। পরীক্ষকেরা খাতা দেখছেন, আর এরই মধ্যে এবারের পরীক্ষকেরা জানিয়ে দিলেন এখন পর্যন্ত যেসব খাতা দেখেছেন তাদের অনেকেই পাশ করতে পারছে না, এমনকি তাদের অক্ষর চিনতে হিমসিম খেতে হচ্ছে পরীক্ষকদের, এই মুহূর্তে পাশ নম্বর না দিয়েই অনেক খাতা পাঠাতে হয়েছে।

Advertisement

অতিমারির আবহেও এবছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result 2022) গত ৭ মার্চ থেকে শুরু হয়েছিল। চলেছিল ১৬ মার্চ পর্যন্ত। এ বছরের মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র নিয়ে নানান নজিরবিহীন ঘটনা ইতিমধ্যেই সকলের নজরে এসেছে। আবারও মাধ্যমিকের উত্তপত্র দেখতে গিয়ে হিমসিম খেতে হল পরীক্ষকদের।

Advertisement

পরীক্ষার খাতা দেখতে গিয়ে অনেকক্ষন ধরে চোখ রাখার পর পরীক্ষার্থীর লেখা অক্ষরটি আসলে কি তা বুঝতে পেরেছেন পরীক্ষক। কোনও পরীক্ষার্থী খাতায় লিখেছেন উল্টো ‘দ’। কেউবা ‘ই’ কারের মাথায় চিহ্ন দেওয়ার বদলে তা দিয়েছেন তলায় (Madhyamik Result 2022).

এর আগেও উত্তরপত্র দেখতে গিয়ে পরীক্ষকেরা তাদের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘খাতা খুলে দেখি অধিকাংশই একটি অক্ষরও লেখেননি। ফাঁকা খাতা জমা দিয়েছেন। কেউবা হুবহু টুকে দিয়েছেন বাং প্রশ্নপত্রটি’

Advertisement

একজন ইংরেজি শিক্ষক এ বিষয়ে তাঁর অভিজ্ঞতা থেকে সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে জানান, ‘নিজের নামের বানান ইংরেজিতে লিখতে গিয়ে কেউ ‘ডি’, ‘এল’, ও ‘বি’ অ্যালফাবেট উল্টো করে লিখেছে’।

Advertisement

এ প্রসঙ্গে, পরীক্ষকেরা জানান, অতিমারী আবহে দু বছর স্কুল বন্ধ থাকার জন্য পরীক্ষার্থীরা অনেকেই অক্ষর ভুলে গেছে। একটা বা দুটো নয়। এমন অনেক খাতাই আছে যেখানে অক্ষর চেনা যাচ্ছে না। মনোবিজ্ঞানের ভাষায় অক্ষর উল্টো লেখাকে বলে ‘টেম্পোরারি ডিস্লেক্সসিয়া’।
যেটি আমির খানের জনপ্রিয় হিন্দি সিনেমা ‘তারে জামিন পার’ এ দেখানো হয়েছিলো।

Advertisement

আগামী বছর মাধ্যমিক কবে থেকে, সিলেবাস কতটা, জানালো পর্ষদ,

মাধ্যমিকের খাতা দেখার দায়িত্বে থাকা একজন বাংলা শিক্ষক সংবাদ মাধ্যমকে জানান, একজন পরীক্ষার্থী পুরো খাতায় বহুবার ‘দ’ ও ‘গ’ ভুল্ভাবে লিখেছে। অর্থাৎ দুটি অক্ষরই উল্টো লিখেছে। এবার জীবনের এত গুরুত্বপূর্ন পরীক্ষায় পরীক্ষার্থীকে পাশ করাবেন কিকরে সেই ভেবেই চিন্তায় পড়েছেন তিনি (Madhyamik Result 2022).

অন্য একজন পরীক্ষক এ বিষয়ে জানান, একজন পরীক্ষার্থী তার খাতায় অনেকগুলি প্রশ্নেরই উত্তর লিখেছেন। তবে সেই লেখা পড়া সম্ভব হয়নি। পরীক্ষক খাতায় স্পষ্ট ভাবে লিখে দিয়েছেন, ‘এই লেখা পড়া সম্ভব নয়’। অন্য একজন পরীক্ষার্থী সাদা খাতাতে কিছুই লেখেনি। ছবি আঁকার প্রচেষ্ঠা করেছে। কেউবা ‘তালব্য শ’ লিখতে ভুলে গিয়েছে। Madhyamik Result 2022

Advertisement

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করলেই পাবেন এই স্কলারশীপ, এখুনি আবেদন করুন

সংবাদমাধ্যম সূত্রের খবর, জলপাইগুড়ির একটি স্কুলের প্রধান শিক্ষক জানান, যে সকল পড়ুয়াদের বাড়িতে গৃহ শিক্ষক বা স্মার্ট ফোন ছিল না, তাদের দু বছর পড়াশোনা করাই হয়নি। তারা এই সময়ে একটা লাইনও লেখেনি। তাই অক্ষর ভোলাটা অস্বাভাবিক কিছু নয়। জলপাইগুড়ির মাধ্যমিকের দায়িত্বে থাকা শিক্ষক সুব্রত রায় অবশ্য সকল বিষয় পর্ষদকে জানানোর কথা বলেন। Madhyamik Result 2022

তবে পরীক্ষার্থীরা উত্তরপত্রে এমন লেখার ফলে তাদের ভবিষ্যতের কি হবে ? বর্তমানে এটাই ভাবনার বিষয়। এবার কি মানবিকতার বিষয়টি বিবেচনা করে সকলকে পাশ (Madhyamik Result 2022) করানো উচিত? প্রশ্ন উঠছে। এই বিষয়ে আপনার কি মত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এ সম্পর্কিত খবর আগে পেতে হলে অবশ্যই এ ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written By Manika Basak.

Advertisement

গল্প নয় সত্যি, মাত্র 45 টাকাতে ঘুরে আসুন দীঘা। কিভাবে যাবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment