Advertisement
madhyamik math suggestion 2022
Advertisement

Madhyamik Mathematics Suggestion 2022 PDF Free Download – মাধ্যমিক গণিত সাজেশন ২০২২ Last minute suggestion

West Bengal Madhyamik Mathematics Suggestion 2022 PDF Free Download – মাধ্যমিক গণিত সাজেশন ২০২২ এর লাস্ট মিনিট সাজেশন।

Advertisement

পাটি গণিত

যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :- 2×5= 10
i) যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকা দেড় বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে? উঃ-9261 টাকা ও 1261 টাকা।

ii) সুমনের কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য (6)(X) টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে? উত্তর:-4374 টাকা। (Madhyamik Mathematics Suggestion 2022)

Advertisement

iii) একটি শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000 জন। যদি প্রতি বছর 6  2/3% হিসাবে জনসংখ্যা বৃদ্ধি পায়, তবে 2 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল? উঃ- 5,06,250 জন।
(iv) A, B ও C যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। A. B এর থেকে 20,000 টাকা বেশি এবং B C এর থেকে 20,000 টাকা বেশি দিল। লাভের পরিমান 10,800 টাকা তাদের মধ্যে ভাগ করে দাও। উঃ- A- 4,800. B 3,600 & C 2,400 টাকা পাবে।

জ্যামিতি 1×5= 5

(9) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
i) প্রমাণ করো যে, একই বৃত্তাংশষ সকল কোণই সমান। ii) প্রমাণ করো যে, বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবিস্থত। ( EK24 News Madhyamik Mathematics Suggestion 2022)
iii) প্রমান করো যে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। iv) প্রমাণ করো যে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তবে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক

EK24 News

সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। v) প্রমাণ করো যে, ব্যাস নয় এরুপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যা এর ওপর লম্ব হবে।

Advertisement

পরিমিতি  4×4 = 16

12) যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :
i) ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করো। উঃ- 18 লিটার।

ii) একটি ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাংকের ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার এবং উচ্চতা 21 মিটার। ওই ট্যাংকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর। উঃ- 3080 বর্গমিটার। EK24 News (Madhyamik Mathematics Suggestion 2022)

iii) একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 2। মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে? উঃ 866.25 টাকা।
iv) লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরী করতে 77 বর্গ মিটার ত্রিপল লেগেছে। তাবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে ভাবুটির ভূমিতলের ক্ষেত্রেফল কত? উত্তর- 38.5 বর্গমিটার।

Advertisement

v) একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হল। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? উঃ ৪:11
vi) একটি ফাপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহিব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেনি। নলটির সমগ্রতলের ক্ষেত্রফল 1,188 বর্গ সেমি হলে, নলটির দৈর্ঘ্য কত? উঃ- 20 সেমি।

ii) একটি ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাংকের ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার এবং উচ্চতা 21 মিটার। ওই ট্যাংকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর। উঃ- 3080 বর্গমিটার। EK24 News (Madhyamik Mathematics Suggestion 2022)

v) 2.8 ডেসিমি অন্তর্ব্যাসবিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিন্ডিারে 15.015 বিভ্রা গ্যাস থাকলে, প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করো। উঃ- 325 গ্রাম।
v) একটি সমকোণী চৌপলাকৃতি চা এর বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতর অনুপাত 3:21 এবং এর আয়তন 384 ঘনসেমি হলে, বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। উঃ- 352 বর্গসেমি।

Advertisement

vii) একটি ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাংকের ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার এবং উচ্চতা 21 মিটার। ওই ট্যাংকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর। উঃ- 3080 বর্গমিটার। EK24 News (Madhyamik Mathematics Suggestion 2022)

সম্পূর্ণ গণিত সাজেশন পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন, জীবন বিজ্ঞান প্রশ্ন নিয়ে তোলপাড়

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement