Madhyamik History Suggestion 2022 PDF – শেষ মুহূর্তের মাধ্যমিক ইতিহাস চটজলদি সাজেশন Free Download

WBBSE Madhyamik History Suggestion 2022 PDF Free Download – লাস্ট মিনিট মাধ্যমিক ইতিহাস সাজেশন

WBBSE Madhyamik History Suggestion 2022 PDF – ১০০% কমন মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 PDF

Advertisement

WBBSE Madhyamik History Suggestion 2022 – শেষ মিনিটের চটজলদি সাজেশন দেখে নিন মাধ্যমিকের ইতিহাস।

Advertisement

মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। স্নায়ুর চাপ ধরে রেখে জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসেছে লক্ষাধিক ছাত্রছাত্রী। অঙ্ক যেমন ভীতির বিষয় ঠিক তেমনই ইতিহাস (WBBSE Madhyamik History Suggestion 2022)! এই বিষয় নিয়ে মাথাব্যাথা থাকে নাম্বার তোলা নিয়ে। অনেকের মধ্যেই সাধারণ ধারণা ইতিহাসে নাম্বার ওঠেনা। কিন্তু সে ধারাও সঠিক অনুশীলনে অতি সহজে পাল্টে ফেলা যায়। শেষ মিনিট সাজেশন দিচ্ছে যোধপুর পার্ক বয়েস স্কুলের শিক্ষক সুজিত সাহু।

অনুশীলন পদ্ধতি (WBBSE Madhyamik History Suggestion 2022):
১) পাঠ্যবই খুঁটিয়ে পড়তে হবে।
২)পাঠ্যবই দেখে প্রশ্ন উত্তর লিখে লিখে অনুশীলন করতে হবে।
৩) ঘড়ি ধরে উত্তর লিখতে হবে।

৪) মাল্টিপেল চয়েস উত্তর এর ক্ষেত্রে খুব সতর্ক হয়ে উত্তর লিখতে হবে।
৫) ছাত্রছাত্রীদের এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর অন্য প্রশ্নের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা থাকে। এই বিষয়ে খেয়াল রাখতে হবে।
৬) হাতের লেখার গতি বাড়ানোর জন্য ঘড়ি ধরে বড়ো প্রশ্নের উত্তর লিখতে হবে।
৭) খাতা সঠিক ভাবে স্টেপল করতে হবে এই স্টেপলের গন্ডগোলের জন্য শিক্ষকরা অনেক সময় দুটো প্রশ্নের একসাথে নাম্বার দিয়ে দেয়।

Advertisement

বড়ো প্রশ্ন যেগুলো আসতে পারে:
১)নীল বিদ্রোহের কারণ ও ফলাফল।
২) রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার বিষয়ে চিন্তা।
৩) শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে ছাপাখানার ভূমিকা এবং ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগগুলি।

৪)নবজাগরতের চরিত্র অথবা ঊনিশ শতকের ঘটনাগুলিকে কী নবজাগরণ বলা যায়।
৫)পাশ্চাত্য শিক্ষার প্রসার। (WBBSE Madhyamik History Suggestion 2022)

আরও পড়ুন, মাধ্যমিক পরীক্ষা নিয়ে আদালতে মামলা হলো

এছাড়াও যেগুলো আসার সম্ভাবনা আছে:

১) সিপাহি বিদ্রোহের চরিত্র।
২)ডিরোজিও।
৩) বিদ্যাসাগর।
৪)রামকৃষ্ণ।

৫)বিবেকানন্দ।
৬)রামমোহন।
৭)সারাভারত বিজ্ঞানসভা।
৮)বসুবিজ্ঞান মন্দির।

৯)ভারতসভা।
১০)সারাভারত বিজ্ঞানসভা।
১১)কোল বিদ্রোহ।
১২) বেঙ্গশ টেকনিক্যাল ইনন্সিটিউট।

১৩)ওয়াহাবী আন্দোলন।
১৪) ফরাসী আন্দোলন ।
১৫)মুন্ডা বিদ্রোহ। WBBSE Madhyamik History Suggestion 2022

মাথা ঠান্ডা থেকে লেখার উপায়-
একদম ঘাবড়ে যাবেনা ভাববে নিজের স্কুলে পরীক্ষা দিচ্ছো তাহলেই হবে। শিক্ষকদের তরফ থেকে সবধরনের সাহায্য পাবেই। কোনো প্রশ্নের উত্তর প্রথম মনে না পড়লে ভেঙে পড়বেনা যেটা মনে পড়ছে সেটা লিখতে শুরু করে দেবে পরে পরে মনে পড়তে থাকবে। মজা করে উত্তর লিখবে কোনো চাপ হবেনা। প্রশ্ন সহজ হবে। পরিষ্কার করে হাতের লেখা করবে তাহলেই হবে।

অনলাইনের জন্য হাতের লেখার গতি কমে যেতে পারে। তাই আগে থেকেই এ বিষয়ে অনুশীলন করে রাখলে কোনো সমস্যাই হবেনা। ঘড়ি ধরে প্রথম থেকেই উত্তর লিখবে। টু দ্য পয়েন্ট লিখলেই নাম্বারও বেশি আসবে।

সম্পূর্ণ ইতিহাস সাজেশন পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

মাধ্যমিক বাংলা ও ইংরাজী সাজেশন পিডিএফ লিংক

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খুশির খবর

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment