Madhyamik exam 2022 – পরীক্ষা দিতে যাওয়া থেকে খাতা জমা দেওয়া পর্যন্ত পরীক্ষার্থীদের যেসমস্ত জিনিস করতে হবে।

Madhyamik exam 2022 – মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ টিপস।

জীবনের প্রথম বোর্ড পরীক্ষা (Madhyamik exam 2022)। আর ক্লাস না হওয়ায় কনফিডেন্স লেভেলটাও নড়বড়ে। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে থেকে পরীক্ষার খাতা জমা দেওয়া পর্যন্ত কি কি করতে হবে, এক নজরে দেখে নেওয়া যাক।

Advertisement

১) প্রথমেই পরীক্ষা না পেছনোর আক্ষেপ, নিজের স্কুলে পরীক্ষা না হওয়ার আক্ষেপ কিম্বা অনলাইনে পরীক্ষা না হওয়া এসব মাথা থেকে ঝেড়ে ফেল। পরীক্ষা দিতে হবে, এবং সম্পূর্ণ মার্কস এর উত্তর দিতে হবে সেটাই একমাত্র লক্ষ্য। এটা ভেবেই আজ ফ্রি ফায়ার পাব্জি এর কথা ভুলে গিয়ে রাত এগারোটার মধ্যেই ঘুমিয়ে পড়ো।

Advertisement

২) কাল সকালে ঘুম থেকে উঠে নিত্য কর্ম সেরে সর্বোচ্চ দুই ঘন্টা পড়বে। আর দশটার মধ্যে বাড়ি থেকে বেরনোর প্রস্তুতি নেবে। বেড়ি থেকে বেরোনোর আগে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, দুটো পেন, পেন্সিল, ইরাজার, জলের বোতল নিয়ে অবশ্যই বাড়ী থেকে বেরোবে। Madhyamik exam 2022

৩) পরীক্ষার হলে ব্যাগ নিয়ে ঢুকবে না। তোমার সিটের আশেপাশে কোনও কাগজ আছে কিনা বসার আগে দেখে নেবে। থাকলে স্যার কে বলে সেগুলো সরানোর ব্যাবস্থা করো
৪) উত্তরপত্র ও প্রশ্নপত্র হাতে পেয়ে মা বাবা ও সৃষ্টিকর্তার নাম স্মরন করবে। এতে মন শান্ত হবে, এবং সাইকোলজি অনুযায়ী কনফিডেন্স লেভেল ৫% বেড়ে যাবে। খাতায় রোল নম্বর সহ অন্যান্য তথ্যগুলো নির্ভুল ভাবে লিখবে। এরপর আবার মিলিয়ে দেখবে। Madhyamik exam 2022

৫) প্রথমেই পুরো প্রশ্ন পড়ে নেবে, এবং সবচেয়ে ভালো পারবে, সেরকম তিনটি প্রশ্ন বাছাই করে আগে লিখবে। সেই তিনটি প্রশ্ন যেন সবচেয়ে ভালো লেখা হয়। এবং পরিস্কার করে লিখবে, কোনও কাটাকুটি করবে না। এতে পরীক্ষক খাতা দেখার সময়ে তোমার উপর একটি ভালো ইম্প্রেশন এর ধারনা করবেন। এতে নম্বর বেশী পেতে সাহায্য করবে। Madhyamik exam 2022

Advertisement

৬) ভুলেও তোমার সামনের জনকে কিছু দেখাবে না। কেন দেখাবে না, সেটা এর আগের আর্টিকেলে বলেছি। Madhyamik exam 2022
৭) পরীক্ষার হলে তোমার টার্গেট থাকবে পুরো প্রশ্নের উত্তর দেওয়া। যদি কমন না ও পড়ে, নিজের মতো করে লিখে দেবে। কোনও ভাবেই ছেড়ে আসবে না।

৮) পরীক্ষা হয়ে গেলে, সমস্ত উত্তর পত্র ও দাগ নম্বর মিলিয়ে দেখবে। মনে রাখবে বানান ভুলের জন্য ও নম্বর কাটা যায়। পরীক্ষার খাতায় নিজের নাম, ফোন নম্বর লিখবে না।

মাধ্যমিক পরীক্ষার সমস্ত সাজেশন PDF পেতে ক্লিক করো

উপরোক্ত কাজ গুলো একের পর এক করে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিয়ে সাবধানে বাড়ি আসবে। পরীক্ষা খারাপ হলেও, বাড়ি এসে মন খারাপ করবে না। মনে রাখবে পরের পরীক্ষাটা ভালো দিতে হবে। আশাকরি অতিমারির ভয় কাটিয়ে সকলেই ভালো করে পরীক্ষা দিতে পারবে। ভালো রেজাল্ট করে নিজে প্রতিষ্ঠিত হও, সেই কামনাই রইলো। ভালো থেকো সকলে। Best of Luck.

মাধ্যমিক নিয়ে জরুরী বৈঠক, আবার কি হলো?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment