Advertisement
madhyamik exam 2022 good news
Advertisement

Madhyamik Exam 2022 Good News : হোম সেন্টারে হতে পারে মাধ্যমিক পরীক্ষা।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে হওয়ার ঘোষণা হতেই মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Exam 2022) ও নিজের স্কুলে পরীক্ষা হওয়ার দাবী উঠেছিল। আর সেই দাবী মত সবকিছু ঠিকঠাক থাকলে এবার মাধ্যমিক পরীক্ষাও (Madhyamik Exam 2022) হবে হোম সেন্টারে।

Advertisement

সংবাদসুত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই এই ব্যাপারে শিক্ষকদের মতামত এবং আবেদন পর্ষদে পাঠানো হয়েছে। সমস্ত প্রকার জল্পনার অবসান ঘটিয়ে শিক্ষকদের তরফ থেকে জানানো হল এই খবর। এই বিষয়ে (Madhyamik Exam 2022) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল রাজ্যের একাধিক শিক্ষক সংগঠন।

এখন ওমিক্রনের থাবা বসেছে রাজ্যে। তাই প্রশ্ন উঠছে, মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) কী হোম সেন্টারে হবে? যদিও এই নিয়ে যদিও এখনও পর্যন্ত কোনও ইতিবাচক সিদ্ধান্ত জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই প্রশ্ন এখন অভিভাবকদের। এমনকী তাঁরা বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিতে চান।

Advertisement

এদিকে রাজ্যের শিক্ষক সমিতির বক্তব্য, সব পরীক্ষাই নিজের স্কুলে অথবা বাড়ি থেকে দেওয়া যাচ্ছে। এই অবস্থায় মাধ্যমিকের মতো জীবনের প্রথম বড় পরীক্ষা কেন অচেনা পরিবেশে দিতে হবে ছাত্রছাত্রীদের, প্রশ্ন তুলেছে তারা। যদিও মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রত্যন্ত গ্রামবাংলায় এমন অনেক স্কুল আছে যেখানে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2022) পরিকাঠামো গড়ে তোলা মুশকিল।

তবে প্রশ্ন উঠছে প্রত্যন্ত এলাকায় তো উচ্চমাধ্যমিক স্কুল ও আছে, তাহলে সেখানে যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে, তবে মাধ্যমিক নয় কেন? যেখানে মাধ্যমিক পড়ুয়াদের চেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বয়সে বড় এবং তাদের যদি নিজের স্কুলে হতে পারে তবে মাধ্যমিক পড়ুয়াদের জন্য ও এই ব্যাবস্থা কেন হবে না? (Madhyamik Exam 2022)

EK24 News

তাই পরীক্ষার্থীদের স্বার্থে এখন মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে নেওয়ার দাবি তুলছেন অভিভাবকরা। তাঁদের দাবি, জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। সেটা এই অতিমারি পরিস্থিতিতে হোম সেন্টারে নেওয়া হোক। উচ্চমাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হতে পারলে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) কেন নয়?

Advertisement

এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ‘হোম সেন্টারে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) কার্যত অসম্ভব। কারণ, প্রতিটি স্কুলের পরিকাঠামো সমান নয়। গ্রামাঞ্চলে আরও সমস্যা। আগামী ৭ মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তাই হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার দাবি উঠলেও বাস্তব–অবাস্তব পরিস্থিতি ভাবতে হবে।

 তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। কারণ কমবেশি ১০ হাজার স্কুলে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষার (Madhyamik Exam 2022) আয়োজন করা অসম্ভব কাজ। সে কারণেই অন্য স্কুলে পরীক্ষার সিট ফেলা হবে। যেখানে আরও অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরাও পরীক্ষা দেবে। এর ফলে অনেক কম কেন্দ্র নিয়েই পরীক্ষার আয়োজন করা যেতে পারে।

তিনি আরও জানিয়েছেন যে যদি হোম সেন্টারে পরীক্ষা (Madhyamik Exam 2022) নেওয়া হয় তাহলে এই ১১ লক্ষ স্টুডেন্টদের প্রশ্নপত্র তাদের হোম সেন্টারে সময় মত পাঠিয়ে দাওয়াটাও কঠিন কাজ। তাই হোম সেন্টারে মাধ্যমিক পরীক্ষা হবে কি না তাই নিয়ে কিন্তু অন্ধকারের ছাপ থেকেই যাচ্ছে। হোম সেন্টারে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) নেওয়া নিয়ে আপনাদের কি মতামত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরীক্ষার্থী এবং অবিভাবকেরা কি চাইছেন, এই ব্যাপারে জনমত অবশ্যই সরকারের নজরে থাকবে। এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত আপডেট পেতে হলে নিয়মিত চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইট EK24 News এ।

Advertisement

তাই পরীক্ষার্থীদের স্বার্থে এখন মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে নেওয়ার দাবি তুলছেন অভিভাবকরা। তাঁদের দাবি, জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। সেটা এই অতিমারি পরিস্থিতিতে হোম সেন্টারে নেওয়া হোক। উচ্চমাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হতে পারলে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) কেন নয়?

এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ‘হোম সেন্টারে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) কার্যত অসম্ভব। কারণ, প্রতিটি স্কুলের পরিকাঠামো সমান নয়। গ্রামাঞ্চলে আরও সমস্যা। আগামী ৭ মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তাই হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার দাবি উঠলেও বাস্তব–অবাস্তব পরিস্থিতি ভাবতে হবে।

 তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। কারণ কমবেশি ১০ হাজার স্কুলে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষার (Madhyamik Exam 2022) আয়োজন করা অসম্ভব কাজ। সে কারণেই অন্য স্কুলে পরীক্ষার সিট ফেলা হবে। যেখানে আরও অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরাও পরীক্ষা দেবে। এর ফলে অনেক কম কেন্দ্র নিয়েই পরীক্ষার আয়োজন করা যেতে পারে।

Advertisement

তিনি আরও জানিয়েছেন যে যদি হোম সেন্টারে পরীক্ষা (Madhyamik Exam 2022) নেওয়া হয় তাহলে এই ১১ লক্ষ স্টুডেন্টদের প্রশ্নপত্র তাদের হোম সেন্টারে সময় মত পাঠিয়ে দাওয়াটাও কঠিন কাজ। তাই হোম সেন্টারে মাধ্যমিক পরীক্ষা হবে কি না তাই নিয়ে কিন্তু অন্ধকারের ছাপ থেকেই যাচ্ছে।

আরও পড়ুন, নতুন ভ্যারিয়েন্টে কমবয়সীদের আশঙ্কা বেশী, পেছতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর

হোম সেন্টারে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) নেওয়া নিয়ে আপনাদের কি মতামত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরীক্ষার্থী এবং অবিভাবকেরা কি চাইছেন, এই ব্যাপারে জনমত অবশ্যই সরকারের নজরে থাকবে। এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত আপডেট পেতে হলে নিয়মিত চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইট EK24 News এ।

ফ্রী ফায়ার ফ্রি ডায়মন্ড পেতে এখানে ক্লিক করুন

Advertisement
Advertisement
51 thoughts on “Madhyamik Exam 2022 Good News : উচ্চমাধ্যমিক এর মতো মাধ্যমিক পরীক্ষাও এবার নিজের স্কুলে!”
    1. ‌‌‌‌‌‌আমরা গ্রামের ছেলে আমাদের স্কুল বন্দ থাকার কারণে আমাদের সিলেবাস সম্পূর্ণ হয় নি তাই আমার সবিনয় নিবেদন যে পরীক্ষার সময় পেছানো হক আমাদের অনলাইনে ক্লাস ও হয়নি তাই পরীক্ষা পেছানো হক আর পরীক্ষা home সেন্টারে হোক

   1. আমরা 99% পরীক্ষার্থী চাই অতিমারি কারণের জন্য আমাদের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাটাও হোম সেন্টারেই নেওয়া হোক🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂।

   1. গনিত শিক্ষক রঞ্জন সাহু নন্দরামপুর,সুতাহাটা,হলদিয়া, পূর্বমেদিনীপুর থেকে বলছি যে মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হলে ভাল হয়।

   2. Aii poristiti te madhymik exam naoua somvob noi please r Nile Amar Mone hoi madhymik exam er 11 Lac porikhattir vot kome jabe because class na hoar jonno kono porikhatti chaicea na ja exam hole ora bolcea ja amra test exam diyaci r dibo na please share this madhymik students thank you so much

 1. HS exam jokhon Home center e ho66e tokhon Madhyamik exam tao home Center e howa uchit…ei situation e sobai onno onno school e giye exam dite naraj students ra,tai tader kothai ekhon gurutto dewa uchit karon exam ta tarai debe r ei eto din school e na giyeo j tara exam dite raji hoye6e etai onk boro byapar tai tdr kotha mathay rekhe tader keu ektu space dewa uchit bolei mone kori.

 2. আমার একটা মতামত রয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছানো হোক। কারণ বেশিরভাগ ছাত্র ছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারেনি, দরিদ্র বাড়িতে যারা বাস করে তাদের ফোন কেনার টাকা নেই তারা অনলাইন ক্লাস টুকু ও করতে পারেনি। জীবনের প্রথম বড় পরীক্ষা আমি দিতে ইচ্ছুক কিন্তু তাদের কথা ভেবে পরীক্ষাটা এক দুই মাস পেছোলে ভালো হবে।

  1. সহমত পোষন করছি। মাধ্যমিক পরীক্ষা আরো অন্ততপক্ষে একমাস পিছিয়ে হোম সেন্টারে নিলে ছাত্র ছাত্রীরা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে। জীবনের প্রথম ডিগ্রি অর্জনের পরীক্ষা যেন ছাত্র ছাত্রীদের ভালো হয় এবং যথেষ্ট ভালো প্রস্তুতি নেওয়ার সময় পায় সেদিকে নজর দেওয়া উচিৎ সরকারের শিক্ষা দপ্তরের এবং হোম সেন্টারে পরীক্ষা হলে নিজের নিজের এলাকার বাইরেও যেতে হবেনা তাদের এবং অবশ্যই নিজের পরিচিত পরিবেশ পাবে।

  2. হোম সেন্টার হলে ছাত্র ছাত্রী জমায়েত কম হবে, অভিভাবক ভিড় কম হবে, সেন্টার গুলোতে,,xi এর পরীক্ষার মতো থানা থেকে প্রশ্ন সংগ্রহ করে নিলেই হবে

 3. Advertisement
 4. যদি উচ্চমাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হয় , তবে মাধ্যমিক নয় কেন ? পরিকাঠামো সর্বত্রই ঠিক আছে । মাধ্যমিক স্কুলগুলোতে যখন পঞ্চম থেকে দশম সব স্টুডেন্টের বসার জায়গা রয়েছে , তখন শুধুমাত্র মাধ্যমিকের স্বল্প সংখ্যক পরীক্ষার্থীদের বসার জায়গা থাকবে না কেন ? আর প্রশ্নপত্রই বা পৌঁছতে পারবেন না কেন ? রাস্তা ঢালাইয়ের কাজে কি দপ্তরগুলো প্রচুর চুরি করেছে ! যথাসময়ে গাড়ি পৌঁছানো যাবে না , পর্ষদ-সভাপতি কল্যাণবাবু ভয় পাচ্ছেন ? সে ব্যাপারটা তো আপনার এক্তিয়ারে নয় , সেটা তৃণমূল সরকারের ডি এম , বি বি ও গণ বুঝবেন ! আমাদের অভিভাবকদের বক্তব্য- উচ্চমাধ্যমিক হোমসেন্টারে হতে পারলে , মাধ্যমিককেও হোমসেন্টার দিতে হবে , অন্যথা চলবে না । আর এই দায়িত্ব মমতা সরকারকে নিতেই হবে ।

  1. হোম সেন্টার এই মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কারন উচ্চমাধ্যামিক যদি হোম সেন্টার এই আয়োজন করা যায় তাহলে মাধ্যমিকের কেন নই ।।মাধ্যমিক এর ছেলেরা বয়সে ছোট তাই মাধ্যমিকের এই হোম সেন্টার বেশি জরুরি ।।।আমাদের guardian দের এই মত।।তাই সরকারের এই ছোটছোট নিস্পাপ ছেলেদের কথা ভেবে , সিদ্ধান্ত পুন‌‌বিবেচনা করা উচিত।। এবং আমরা আসা করবো সরকার বিষয় টা বুঝবে।। এবং হোম সেন্টার এর প্রতিই ‌রায় দেবে।।

  1. Ami nije madhymik er student Amar motamot ja ami Amar poribarer jonno taka poisar ovab er jonno Ami tution portea parini Amar name Aziz molla ATA amr gramer dadar mobile

 5. Advertisement
 6. আমরা চাই মাধ্যমিক পরিক্ষা অন্য স্কুলে হোক।কেননা আমাদের স্কুলে প্রায় 20-30 কিলোমিটার দুর থেকে পড়তে আসে
  ছাত্র ছাত্রিরা, এবং আমাদের স্কুলে মাওএইধ্যমিক পরিক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই। আমাদের যে স্কুলে পরিক্ষা হওয়ার কথা, সেই স্কুলে যদি পরিক্ষি দিতে যাই তাহলে খুব সুবিধা হবে। আমাদের স্কুল টা পুরোটাই অপরিচ্ছন্ন। না আছে রাস্তা ঘাটের ঠিক না আছে টিউবয়েলের ঠিক।একে বারে অপরিস্কার। দয়া করে মাধ্যমিক পরিক্ষা অন্য স্কুলে হোক।

 7. Advertisement
 8. I think Home centre Will be most appropriate in this situation. If situation does not improved MP result may be declared in due time without any fail considering school performances as like as previous year because students are still Child and they are already victimised with the situation. If any dissatisfaction with the result will arised they may only be given chance for offline exam.

 9. Advertisement
 10. সহমত পোষন করছি। মাধ্যমিক পরীক্ষা আরো অন্ততপক্ষে একমাস পিছিয়ে হোম সেন্টারে নিলে ছাত্র ছাত্রীরা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে। জীবনের প্রথম ডিগ্রি অর্জনের পরীক্ষা যেন ছাত্র ছাত্রীদের ভালো হয় এবং যথেষ্ট ভালো প্রস্তুতি নেওয়ার সময় পায় সেদিকে নজর দেওয়া উচিৎ সরকারের শিক্ষা দপ্তরের এবং হোম সেন্টারে পরীক্ষা হলে নিজের নিজের এলাকার বাইরেও যেতে হবেনা তাদের এবং অবশ্যই নিজের পরিচিত পরিবেশ পাবে।

 11. যদি উচ্চমাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হয় , তবে মাধ্যমিক নয় কেন ? পরিকাঠামো সর্বত্রই ঠিক আছে । মাধ্যমিক স্কুলগুলোতে যখন পঞ্চম থেকে দশম সব স্টুডেন্টের বসার জায়গা রয়েছে , তখন শুধুমাত্র মাধ্যমিকের স্বল্প সংখ্যক পরীক্ষার্থীদের বসার জায়গা থাকবে না কেন ? আর প্রশ্নপত্রই বা পৌঁছতে পারবেন না কেন ? রাস্তা ঢালাইয়ের কাজে কি দপ্তরগুলো প্রচুর চুরি করেছে ! যথাসময়ে গাড়ি পৌঁছানো যাবে না , পর্ষদ-সভাপতি কল্যাণবাবু ভয় পাচ্ছেন ? সে ব্যাপারটা তো আপনার এক্তিয়ারে নয় , সেটা তৃণমূল সরকারের ডি এম , বি বি ও গণ বুঝবেন ! আমাদের অভিভাবকদের বক্তব্য- উচ্চমাধ্যমিক হোমসেন্টারে হতে পারলে , মাধ্যমিককেও হোমসেন্টার দিতে হবে , অন্যথা চলবে না । আর এই দায়িত্ব মমতা সরকারকে নিতেই হবে ।

 12. হোম সেন্টার এই মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কারন উচ্চমাধ্যামিক যদি হোম সেন্টার এই আয়োজন করা যায় তাহলে মাধ্যমিকের কেন নই ।।মাধ্যমিক এর ছেলেরা বয়সে ছোট তাই মাধ্যমিকের এই হোম সেন্টার বেশি জরুরি ।।।আমাদের guardian দের এই মত।।তাই সরকারের এই ছোটছোট নিস্পাপ ছেলেদের কথা ভেবে , সিদ্ধান্ত পুন‌‌বিবেচনা করা উচিত।। এবং আমরা আসা করবো সরকার বিষয় টা বুঝবে।। এবং হোম সেন্টার এর প্রতিই ‌রায় দেবে।।

  1. আমার মতে,যেহেতু অতিমারি করোনার কারণে ছাত্র ছাত্রীরা শ্রেণী-শিখণ থেকে বঞ্চিত হয়েছে, তাই পরীক্ষা এক দেড় পিছিয়ে দেওয়া হোক নতুবা home centre এ পরীক্ষা হোক ।আর না হলে বিশেষ করে সাধারণ দরিদ্র গ্রামের ছেলে মেয়েরা নানা কারণে জীবনের প্রথম বড়ো পরীক্ষায় ভীষণ ক্ষতিগ্রস্ত হবে ।

 13. Advertisement
 14. মাধ্যমিক হোমসেন্টারে হলেই ভালো হবে এই অতিমারি পরিস্থিতি তে

 15. হোম সেন্টারে হওয়াই বাঞ্চনীয় ,মূল সেন্টারের অধীনে সব স্কুলেই সেন্টার করে মূল সেন্টার কে দ্বায়িত্ব দেওয়া হোক আগের সাব সেন্টারের মত পরিচালনা করতে ।প্রয়োজনে teacher (যারা হলে guard দেবে)এক্সচেঞ্জ হোক ।

 16. Home cantara naua hok madhyamik exam. Because, sara bochor school bondho thakai students ra kivaba ai prothom ato boro porikkai bostha para apnarai bolun to . Adar ka nia ki chala khala kora jocche.

 17. Advertisement
 18. গনিত শিক্ষক রঞ্জন সাহু নন্দরামপুর,সুতাহাটা,হলদিয়া, পূর্বমেদিনীপুর থেকে বলছি যে মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হলে ভাল হয়।

 19. Madhyamik should be taken into the home centre. In this situation it can be very harmful for the students. In this pandemic situation they have to go to other schools. Isn’t this is a wrong decision?

 20. আরে এ তো সোজা হিসাব যদি কোন স্টুডেন্টের করোনা ধরা পড়ে এবং তার শরীরের ক্ষতি হয় এবং তার ভবিষ্যতের ক্ষতি হয়ে যায় তার দায় কি রাজ্য সরকার এবং স্কুল কর্তৃপক্ষ নেবে আমাদের দাবি মানতে হবে আমরা চাই মাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষার মতো হোম সেন্টারেই হোক।

 21. Advertisement
 22. পরিক্ষা হোম সেন্টারে হওয়া উচিত। আমরা সবাই সেটা চায়। কল্যাণ গঙ্গোপাধ্যায় sir খুবই উল্টো পাল্টা করছেন। কোনো students এর কিছু হলে ওনাকে তো কোনো দায়িত্ব নিতে হবে না তো তাই। ওনার একটু আনন্দ লাগছে

 23. শিক্ষাদপ্তরের কাছে অনুরোধ..উচ্চমাধ্যমিক হোম সেন্টারে হলে মাধ্যমিক ও হোমসেন্টারে হোক।।এই পরিস্থিতি তে বাচ্ছাগুলো কিভাবে অন‍্য স্কুলে যাবে??

 24. Madhyamik exam aktu pichie may month korle khub valo hoi. Ora school e offline class korar sujog ta akdm pai ni last 2 yrs. Tai oder aktu samai dao houk. R home center e houk.

 25. Advertisement
 26. I’m5:13 pm
  আমরা 99% পরীক্ষার্থী চাই অতিমারি কারণের জন্য আমাদের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাটাও হোম সেন্টারেই নেওয়া হোক🙏🙏🙏🙏🙏

 27. Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement