LPG Gas Price : LPG Gas Subsidy এর ভর্তুকি দিচ্ছে কেন্দ্র, জানুন ভর্তুকি পাওয়ার সহজ কৌশল।
দেশজুড়ে আকাশছোঁয়া বাজারদরের নেপথ্যে বহু কারণ রয়েছে। তবে তার একটি অবশ্যই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের (LPG Gas Price) দাম বৃদ্ধি। যার ফলে আমজনতার ঘরে যেন আগুন জ্বলছিল। দীর্ঘদিন ধরে একনাগাড়ে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে বাজারের প্রতিটি জিনিসের দাম আকাশছোঁয়া। সেই অর্থে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছিল না। LPG Gas Subsidy
তবে এই পরিস্থিতির মধ্যেও কিছুটা হলেও স্বস্তির খবর রয়েছে। কেন্দ্রীয় সরকারের (Central Government) পক্ষ থেকে পেট্রোল এবং ডিজেলের উপর বড় অঙ্কের শুল্ক ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পেট্রোল এর ওপর 8 টাকা শুল্ক কমানো হচ্ছে। ডিজেলের ওপরেও 6 টাকা শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে পেট্রোলের (Petrol) দাম কমবে লিটার প্রতি 9 টাকা 50 পয়সা এবং ডিজেলের (Diesel) দাম (LPG Gas Price) কমবে লিটার প্রতি 7 টাকা। নতুন এই দাম কার্যকর করা শুরু হয়ে গিয়েছে।
কম খরচে রিচার্জ করে হিরো হতে আজই বেছে নিতে পারেন এই প্ল্যানটি
কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Central Finance Minister) নির্মলা সীতারামন জানান, উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাসের ক্ষেত্রে 200 টাকা ভর্তুকি বাড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যারা উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রান্নার গ্যাস নিয়েছেন, তারা সিলিন্ডার প্রতি 200 টাকা ছাড় পাবেন। তবে অবশ্যই বছরে 12 টি সিলিন্ডারের ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হবে। LPG Gas Subsidy
ব্যবসা করার সুযোগ দিচ্ছে কেন্দ্র! হাতছাড়া করবেন না, শুরু করার পদ্ধতি দেখুন
এই বিষয়ে প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, আমাদের কাছে সবার আগে মানুষ। এই সিদ্ধান্তে পেট্রোল, ডিজেলের মূল্য হ্রাস (LPG Gas Price) ধনাত্মক প্রভাব ফেলবে। যাদের উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন নেওয়া রয়েছে তাদের মাসিক খরচে কিছুটা স্বস্তি ফিরতে চলেছে। LPG Gas Subsidy
কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে একনাগাড়ে পেট্রোপণ্যের এই মূল্যবৃদ্ধির ফলে যে বাজারদর চূড়ায় পৌঁছে গিয়েছে, সেখান থেকে কি বাজারদর আর নিচে নামতে পারে? সাধারণ মানুষ তবেই একটু স্বস্তি পেতে পারেন।
Written by Rajib Ghosh.
কলকাতা হাইকোর্টে হারের পর, ডিএ দিতে কত খরচ হবে, হিসাব চাইলো নবান্ন, অল্প কিছু ঘোষণা হতে পারে
P M MODIJI said 2Gand 3G mobile systems are paralyzed system. BSNL state undertaking is using only 2G and 3G mobile technology. So modiji’s got Isakson a paralyzed govt.
I want Rs.200 less then normal prices.
Sir if you give subsidy of Rs 200
If is great blessing to us for
The middle class Indian jai Hind
From west bengol
Hi I am Samir before lockdown we getting subsidy , but now 0,
Now going days everything GST ,could you please lell me now why not get subsidy and all please think about it ……….
I want to LPG subsidy.
I want 200/- subsidy. Please Dear sir grant my request.
I unorganised labour, want subsidy . please allow me.
Sir if you give subsidy of Rs 200, It is great blessing to us for the middle class Indian Jai Hind
From west bengal
Please I request of my LPG Subsidy 200/.