Advertisement
গ্যাস বুকিং (LPG Gas Booking Number)
Advertisement

চলতি মাসের শুরুতেই গ্যাস বুকিং থেকে ব্যাংক পরিষেবা, জীবন বিমা থেকে GST রিটার্ন কোড আমূল বদলে যাচ্ছে সবকিছু। জরিমানা কিম্বা হয়রানি এড়াতে দেখুন আগেভাগেই।

নভেম্বর মাসে বেশ কয়েকটি জিনিসে আসতে চলেছে বদল। দেখে নিন কীসে।

Advertisement

গ্যাস বুকিং ও ব্যাংকের নিয়ম বদলঃ

১. গ্যাস সিলিন্ডারের দাম
 প্রতি মাসের প্রথম তারিখের মতো ১ নভেম্বর এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে পেট্রোলিয়াম কোম্পানিগুলো নতুন দর জারি করবে বলে খবর। প্রতিবার গ্যাস বুকিং এর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। কোম্পানিগুলো প্রতি মাসের শুরুতে ১৪ কেজি গার্হস্থ্য এবং ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম সংশোধন করে। পয়লা অক্টোবর, সংস্থাগুলি স্বস্তি দিয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৫.৫ টাকা কমিয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এলপিজির দাম এই নভেম্বর মাসে বাড়ানো হতে পারে বলে ধারণা।

Advertisement

২. সিলিন্ডারের জন্য OTP- 
নভেম্বরের ১ তারিখ থেকে গ্যাস সিলিন্ডার ডেলিভারির প্রক্রিয়াতেও আনা হচ্ছে বদল। ওয়ান টাইম পাসওয়ার্ডের (OTP) মাধ্যমে গ্যাস সঠিক স্থানে ডেলিভারি করা হচ্ছে কিনা, তা যাচাই করা হবে। গ্যাস বুকিং করার পর গ্রাহকের মোবাইল নম্বরে একটি OTP যাবে। সেটি ডেলিভারি পার্সনকে জানালে এবং তিনি সেটি যাচাই করার পরেই গ্যাস মিলবে। তাই গ্যাস বুকিং পর অবশ্যই OTP-টি হাতের কাছে কোথাও লিখে রাখুন।

Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে 200 কোটি টাকা খরচে নতুন পরিষেবা চালু। রাজ্যবাসী আনন্দে আত্মহারা!

৩. বিমায় KYC- 
বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI এর তরফে নভেম্বরের প্রথম দিনেই একটা বড় পরিবর্তন দেখা যাবে। পয়লা নভেম্বর, ২০২২ থেকে বীমাকারীদের KYC বিশদ প্রদান করা বাধ্যতামূলক করা হতে পারে। এখনও পর্যন্ত, নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেনার সময় KYC বিশদ প্রদান করা বাধ্যতামূলক করা যেতে পারে।

এখন পর্যন্ত, নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেনার সময় KYC বিশদ প্রদান করা স্বেচ্ছামূলক ছিল, তবে মঙ্গলবার থেকে এটি বাধ্যতামূলক করা হতে পারে। এর সহজ অর্থ হল যদি বীমা দাবির সময় KYC নথিগুলি না দেখান হলে, তাহলে আপনার দাবিটি বাতিল করা যেতে পারে।

EK24 News

মাত্র 10 টাকার মোবাইল রিচার্জে আজীবন ইনকামিং ফ্রি, কতদিনের মধ্যে রিচার্জ করবেন?

৪. ট্রেনের টাইম টেবিলের বদল- 
ভারতীয় রেলওয়ে মাসের প্রথম তারিখ অর্থাৎ ১ নভেম্বর থেকে ট্রেনের টাইম টেবিল পরিবর্তন করতে চলেছে। আগে এসব পরিবর্তন ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এখন ১ নভেম্বর থেকে তা কার্যকর হবে বলে রেল মন্ত্রণালয় জানিয়েছে। আজ থেকে ট্রেনের নতুন সময়সূচি কার্যকর হবে। এতে  ১৩ হাজার যাত্রীবাহী ট্রেন, ৭ হাজার পণ্যবাহী ট্রেন এবং প্রায় ৩০টি রাজধানী ট্রেনের সময় পরিবর্তন করা হবে। বিস্তারিত জানতে রেলের IRCTC অ্যাপটি দেখুন।
Written by Antara Banerjee.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement