Advertisement
Lottery Winning Tricks
Advertisement

Lottery Winning Tricks – এই নম্বরের টিকিটটি কাটুন, তাহলেই কেল্লাফতে, জিতবেন কোটি টাকার পুরস্কার।

আপনি কি নিয়মিত লটারি কাটেন, আর বার বার টিকিট কেটেও পুরস্কার পাচ্ছেন না? কিম্বা হয়তো কয়েকবার ১০০ কি ২০০ টাকা পেয়েছেন, কিন্তু জ্যাকপট পাননি। তাহলে এই নিয়ম গুলি ফলো করে একবার ট্রাই করে দেখুন। তবে মনে রাখবেন, লটারি জেতায় ভাগ্যের ও হাত রয়েছে, আর অতিরিক্ত লটারি কাটা নেশায় পরিণত হতে পারে, তাই সাবধান থাকবেন।

Advertisement

প্রচুর টাকার মালিক হতে কে না চায়? কিন্তু চাইলেই তো আর হবে না। কারণ সাধারণ কোনো চাকরি বা ব্যবসা করে মোটা টাকার মালিক হওয়া সম্ভব নয়। তাই এইরকম একটা জায়গা থেকেই মানুষ লটারি কাটতে শুরু করেন। যদি লটারিতে কখনো কোনো ভাবে মোটা টাকার পুরস্কার জিতে যাওয়া যায়, তাহলেই কেল্লাফতে। কিন্তু লটারি কাটার কৌশল (Lottery Winning Tricks) যদি আপনি সঠিকভাবে না জানেন, তাহলে নিয়মিত টিকিট কেটে গেলেও খুব সহজে যে পুরস্কার জিততে পারবেন, সেটা বলা যায় না।

Advertisement

অনলাইনে লটারি কিভাবে জিতবেন?
লোটো ওয়ার্ল্ড ডট কম ওয়েবসাইটে লগিন করে সারা পৃথিবীর বিভিন্ন দেশের লটারি অনলাইনে কিনতে পারবেন। এবং সেখান থেকে জ্যাকপট পেলে টাকা ও অনলাইনে ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।

Advertisement

আবার লটারির যে কৌশলের (Lottery Winning Tricks) কথা বলা হচ্ছে, সেটা প্রয়োগ করলেই যে আপনি মোটা টাকার মালিক হয়ে যাবেন বা আপনি পুরস্কার জিতে যাবেন, সেটাও আবার নিশ্চয়তার সঙ্গে বলা সম্ভব নয়। কারণ যে যাই বলুক না কেন, লটারি সম্পূর্ণ ভাগ্যের খেলা। যারা লটারি খেলা পরিচালনা করেন, তারাও বলতে পারবেন না, কিভাবে, কখন, কোন নম্বরে পুরস্কার লেগে যেতে পারে।

তবুও লটারি টিকিট (Lottery Winning Tricks) কাটার বিষয় নিয়ে যারা চর্চা করেন, তারা মনে করেন, টিকিট কাটার সময় কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখলে হয়তো পুরস্কার জেতা যায়। এবার দেখে নেওয়া যাক, কোন কোন ট্রিকসের উপর নজর দিতে দেওয়া যেতে পারে।

EK24 News

লটারি টিকিট কাটার আগে আগের 7 দিনের ফলাফলের (Lottery Winning Tricks) উপর একটু নজর দেওয়া প্রয়োজন। যদি দেখা যায়, কোনো নম্বরে খুব বেশি পুরস্কার লেগেছে, তাহলে সেই নম্বরটিকে টিকিট কাটার সময় সরিয়ে রাখতে পারেন। আবার লটারি টিকিটের ক্ষেত্রে ফার্স্ট নম্বর, মিডল নম্বর এবং লাস্ট নম্বর যথেষ্ট গুরুত্বপূর্ণ।

Advertisement

লটারি জেতার উপায় ও গোপন পদ্ধতি, এই নতুন নিয়মে লটারি কাটলেই পুরষ্কার নিশ্চিত

আগের বেশ কিছুদিনের ফলাফলে দেখা গেল যে মিডল নম্বরে বেশি পুরস্কার লেগেছে, সেই মিডল নম্বরটাকে না নিয়ে যে নম্বরে সেইভাবে পুরস্কার (Lottery Winning Tricks) লাগেনি, সেটাকে বেছে নিতে পারেন। ধরুন, 14 Middle নম্বরে আগের কয়েকদিনের খেলায় বেশ কয়েকবার পুরস্কার পাওয়া গিয়েছে। আবার 13 মিডলে পুরস্কার লাগেনি। ফলে টিকিট কাটার সময় এই দিকে একটু নজর দিয়ে 14 Middle বাদ দিয়ে 13 Middle-এর টিকিট কেটে দেখতে পারেন।

এবার আসা যাক, লাস্ট নম্বরের কথায়। মিডল নম্বরের মত লাস্ট নম্বরেও লক্ষ্য দিতে হবে। Last Number (Lottery Winning Tricks) ঠিক করার পদ্ধতি হল, মিডল নম্বরের দ্বিতীয় সংখ্যার সঙ্গে 3 যোগ বা বিয়োগ করলে যে ডিজিটটি পাওয়া যাবে, সেটাকেই লাস্ট নম্বর হিসেবে নির্ধারণ করা যেতে পারে। ধরা যাক, 14 Middle- এর চারের সঙ্গে 3 যোগ বা বিয়োগ করলে সংখ্যাটি দাঁড়ায় 7.1 এবার লটারি টিকিট কাটার সময় লাস্ট নম্বরের Last Digit 7 বা 1 নির্ধারণ করে দেখা যেতে পারে। যদি পুরস্কার লেগে যায়।

এ তো গেল লাস্ট ডিজিটের (Lottery Winning Tricks) কথা। শুধু এটা করলেই হবে না, এবার লক্ষ্য দিতে হবে লাস্ট নম্বর এর First ডিজিটের দিকে। সেটা কি রকম? Last নম্বরের First Digit 0 থেকে 9 এর মধ্যে যেকোনো সংখ্যা হতে পারে। এই ডিজিটটি ঠিক করার আগে আগের বেশ কিছুদিনের লটারির ফলাফলের (Lottery Result) দিকে নজর দিতে হবে। কোন সময়ে টিকিট কাটা হচ্ছে, দুপুর 1টা, সন্ধ্যা 6টা নাকি রাত্রি 8 টা। সেটাও দেখে নিতে হবে। কোন সময় এর কোন খেলায় কোন নম্বরে পুরস্কার লেগেছে।

Advertisement

যে মিডল নম্বরকে টার্গেট করা হচ্ছে, তার কোন লাস্ট নম্বরের কোন পার্টে সবচেয়ে বেশি পুরস্কার (Lottery Winning Tricks) খেলেছে এবং কোন পার্টে একেবারেই পুরস্কার পাওয়া যায়নি, গুরুত্ব দিয়ে এটাও লক্ষ্য দিতে হবে। ধরা যাক, Middle নম্বর 14 আগের ফলাফলগুলোতে 1-এর পার্টে সবচেয়ে বেশি পুরস্কার লেগেছে, আবার 4-এর পার্টে একেবারেই পুরস্কার জেতেনি। এবার ট্রিকস হিসেবে 1-এর পার্টকে বেছে নিতে হবে। তার সঙ্গে আবার যে পার্টে পুরস্কার একেবারেই লাগে নি, সেই 4-এর পার্টকেও নির্ধারণ করতে হবে।

তবে এত কিছু কৌশল জানার পরেও একটা বিষয় মনে রাখতে হবে, লটারির কৌশল (Lottery Winning Tricks) সম্বন্ধে যেখানে যা কিছুই বলা হোক না কেন, কোনো Tricks-এই লটারিতে পুরস্কার জেতার গ্যারান্টি দেওয়া যায় না। এই সমস্ত কৌশল ব্যবহার করার পরেও লটারির পুরস্কার জেতা সম্ভব নাও হতে পারে। আবার কোনো কৌশল প্রয়োগ না করেই প্রথমবার টিকিট কেটেই অনেকে মোটা টাকার পুরস্কার জিতে যান। ফলে লটারি সম্পূর্ণই ভাগ্যের খেলা।
Written by – Rajib Ghosh.

লটারি কাটার চানক্যনীতি, এই টেকনিক কাজে লাগালে জিত নিশ্চিত।

Advertisement
Advertisement
Advertisement
6 thoughts on “Lottery Winning Tricks – লটারি জেতার মোক্ষম দাওয়াই, এই নম্বরের টিকিটটি কাটুন, তাহলেই জিতবেন কোটি টাকার পুরস্কার।”
  1. Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement