Lottery Winning Tricks – জীবনে একবার এইভাবে লটারি কেটে দেখুন, কোটি টাকা ঘরে আসবে।

লটারি জেতা সত্যিই ভাগ্যের ব্যাপার! কিন্তু অনেকের মতে Lottery Winning Tricks জানলে জেতার চান্স অনেকটাই বেড়ে যায়। এছাড়া লাখি নাম্বার বোঝার জন্য অভ্যাসেরও ব্যাপার আছে। লটারির জনপ্রিয়তা আধুনিক সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চোখে পড়ার মতো। কিন্তু এই লটারি কাটারও কিছু গোপন রহস্য আছে বলে অনেকেরই মনে করেন।

Advertisement

তাই ভাগ্য যাচাইয়ের জন্য দুই একবার লটারি কেটে দেখতে পারেন, কিন্তু এটাকে নেশায় পরিনত করবেন না। অনেকেই লটারির পেছনে অনেক টাকা নষ্ট করে। মনে রাখবেন লটারি কাটার Lottery Winning Tricks বা নির্দিষ্ট কোনও সুত্র হয়না।

Advertisement

Lottery Winning Tricks

আপনার যদি লটারি কাটার অভ্যেস থাকে তবে দুই একবার এই পদ্ধতি গুলো প্রয়োগ করে দেখতে পারেন।
১) অনেক সময় দেখা যায় যদি লটারি ১ নাম্বার দিয়ে শুরু হয় তবে সেটা লাকি নম্বর হওয়ার প্রবণতা থাকে। লটারিতে প্রথম বার বিজোড় সংখ্যা (৩, ৫, ৭) ব্যাবহার করে কেউ যদি পুরষ্কার (প্রাইজ) পেয়ে থাকেন তবে পরের বার জোড়া সংখ্যা যেমন ২, ৪, ৬, ৮ নাম্বারে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ৬০% লাকি টিকিটে ১ নাম্বারটি বেশি থাকে।

আগামী সপ্তাহের লাকি নম্বর জানতে এখানে ক্লিক করুন

২) লটারির শেষ পাঁচ নাম্বারের তিন নম্বরটা খুব গুরুত্বপূর্ণ হয় সাধারণত। লটারির মধ্যের সংখ্যা যদি ৭, ৯ হয় তবে শেষ সংখ্যাটিকে এমন ভাবে নির্বাচন করতে হবে যাতে তাদের বিয়োগফল ০,১ হয়।

৩) লটারির শেষ সংখ্যা কখনো ০০ নেবেন না। আপনি কয়েক সপ্তাহের লাকি নম্বর দেখুন, একটাও লাস্টে ০০ পাবেন না।

Advertisement

ফেব্রুয়ারি মাসে রেশন কার্ডে কি পরিমাণে খাদ্যসামগ্রী পাবেন দেখে নিন।

৪) আপনি লটারি কাটারি কিছুদিন আগে থেকে লটারির নাম্বার গুলিতে নজর রাখুন। মিডল নাম্বার শেষ নাম্বারের একটা কম্বিনেশন ভেবে রাখুন। ২৪ ধরুন আপনার মাঝখানে আছে ১, ৫ টার্গেট করুন ৪২৩ প্রথম তিনটি সংখ্যার ভিত্তিতে বাছতে পারেন। এই নিয়ম বুঝতে না পারলে, কয়েক সপ্তাহের লটারি রেজাল্ট দেখুন।

Advertisement

আদানি গ্রূপের ভরাডুবি তে চিন্তায় স্টেট ব্যাংক গ্রাহকেরা, 27000 কোটি টাকা মার।

লটারি জগতে বিপরীত নাম্বার হলো ১ও৬, ০ও৫, ২ও৭,৩ও৮ । এবার গত কয়েকদিনের সিকোয়েন্স দেখে প্রথম আর শেষের তালিকা করুন।
ভাগ্যের চাকা হয়তো আপনারও ঘুরতে পারে! আপনার হাতে কিছুই নেই হয়তো কিছু প্রাথমিক জিনিস মাথায় রেখে যেতেই পারেন। মনে রাখবেন লটারি জেতা ভাগ্যের ব্যাপার, আর EK24 News লটারি কাটাকে অনুপ্রাণিত করে না। বেশি লটারি কেটে অর্থ নষ্ট না করাই শ্রেয়। ভাগ্য যাচাইয়ের জন্য দুই একবার Lottery Winning Tricks মেনে চেষ্টা করতে পারেন।

Advertisement

কাজের পাশাপাশি দুর্দান্ত সাইড বিজনেসের কয়েকটি সুযোগ।

Leave a Comment