Lottery Tips – লটারি কাটার গোপন সুত্র, এই নিয়মে লটারি কিনলে জেতার চান্স বেড়ে যাবে।

Lottery – লটারি জেতার গোপন সুত্র।

বর্তমানে অনেকেই লটারি কাটেন। কেউ Lottery কাটেন শখে, কেউবা ভাগ্য পরিবর্তনের আশায়। কেউ লটারি কাটেন লুকিয়ে, কেউ বা অনলাইনে। লটারি কাটা বা লটারি জেতা কার্যত ভাগ্যের উপর নির্ভরশীল। কিন্তু লাকি নাম্বার কিভাবে সিলেক্ট হয়, এই পরিসংখ্যান জানলে আপনার জেতার চান্স অনেকাংশে বেড়ে যাবে। তাই এই নিয়ম গুলো মেনে চলুন।

Advertisement

অল্প সময় ভাগ্য বদলাতে কে না চান? গোটাটাই ভাগ্যের খেলা। কিন্তু লটারি (Lottery) খেলার আগে বা কাটার আগে কি কোনও বিজ্ঞানসম্মত পদ্ধতি নেওয়া হয় নাকি নিছক লোভের বসেই মানুষ লটারি খেলেন! লটারি জেতার কোনও গ্যারান্টি নেই, এটা ঠিক। কিন্তু কারো কারো লটারি খেলার ধরণটা একটু ভিন্ন। এখানে সেই কথা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করা হল । একে একে পদ্ধতিগুলো বলা হল।

Advertisement

১) আগে যে সংখ্যাগুলো লটারিতে (Lottery) জিতেছে সেগুলি একবার দেখে নেওয়া যাক। তাহলেই হিসাব টা বুঝতে পারবেন। বিগত দিনের জয়ী হওয়া সংখ্যাগুলোর একটা কমন জিনিস আছে, সেক্ষেত্রে একটা হিসাব করে দেখা যেতে পারে। ১৯৯৭ সাল থেকে ২০২১ পর্যন্ত পরিসংখ্যান বলছে মোটামুটি ভাবে দেখা গিয়েছে জেতা লটারির শেষ সংখ্যার মধ্যে মধ্যে যেটি সবচেয়ে বেশি ছিল সেটি ‘১’ সংখ্যা (৬০%)। এক্ষেত্রে এই পদ্ধতি মেনে লটারি কাটলে ‘১’ সংখ্যাটি ভালো।

২) Lottery কাটার ক্ষেত্রে যে নাম্বারটা আপনি বাছতে চান, সবথেকে কম নাম্বারটি বাছতে পারেন। এক্ষেত্রে ‘১’ দিয়ে শুরু করতে পারেন। আরও একটি উল্লেখযোগ্য তথ্য হলো, লটারিতে জেতা সংখ্যার মধ্যে ৬০ শতাংশ ক্ষেত্রে ‘১’ থাকে।
৩) লটারির নাম্বার বাছাই করার সময় আপনি পরপর দুটি নাম্বার রাখতে পারেন। যেমন- ১-২, ৩-৪, ৭-৮ এই রকম। উদাহরন xxxxxx01

Advertisement

৪) ৮ এর আছে পাশের সংখ্যা আপনি রাখতে পারেন Lottery কাটার ক্ষেত্রে। যেমন ৭ বা ৯। অনেকক্ষেত্রেই জেতা লটারির সংখ্যার মধ্যে এমনটি দেখা গেছে। উদাহরন xxxxxxx9
৫) সাধারণত দেখা যায় জেতা লটারির সংখ্যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বিজোড় সংখ্যা বেশি থাকে। সেক্ষেত্রে লটারি কাটার আগে বিজোড় সংখ্যা কে বিশেষ গুরুত্ব দিতে পারেন।

Advertisement

আরো পড়ুন, পুরাতন কয়েন বিক্রয়ের সুবর্ণ সুযোগ, এই অ্যাপে ফটো দিলেই লাখ টাকা

প্রসঙ্গত উল্লেখ্য, লটারি খেলায় কোন পদ্ধতি হয় না। কিন্তু অনেক গবেষণা করে গবেষকরা যে সমস্ত পদ্ধতি তুলে ধরেছেন তারই কয়েকটি এখানে উল্লেখ করা হলো। এগুলো মানলেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন তার কোনো মানে নেই। সেটি সম্পূর্ণ নির্ভর করছে আপনার ভাগ্যের উপর। তবে এই নিয়ম গুলো আপনার জেতার চান্স বাড়িয়ে দেবে।

Advertisement

এই সপ্তাহের লটারির ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment