Live! WB School Reopen – কেমন গেল আজ স্কুলের প্রথম দিন দেখুন লাইভ ছবি।

দীর্ঘ ২০ মাস পর রাজ্যে আজ খুললো স্কুল (WB School Reopen)। ২০২০ এর ২১ মার্চ অতিমারী আবহে বন্ধ হয় শিক্ষা প্রতিষ্ঠান। আর এতদিন পর বন্ধুদের পেয়ে পড়ুয়াদের প্রতিক্রিয়া কেমন হলো, সেই নিয়ে রইলো বিস্তারিত আপডেট।

Advertisement

অতিমারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল খুলতে দেখা গেল পুরনো বন্ধুকে ফিরে পাওয়ার ছবি। শারীরিক দূরত্ব থাকলেও পুরনো বন্ধুদের কাছে পেয়ে আত্মহারা পড়ুয়ারা। এত দিন পর স্কুলে আসতে পেরে তারা কতটা খুশি, তা তাদের কথাতেও ফুটে উঠেছে। (WB School Reopen)

Advertisement

স্কুল খুলতেই দেখা গিয়েছে শ্রেণিকক্ষের পুরনো ছবি। ক্লাস শেষ করে শিক্ষক বা শিক্ষিকারা বেরিয়ে যেতেই নিজেদের মধ্যে আড্ডায় মেতেছে পড়ুয়ারা। কেউ কেউ আবার ক্লাসের মধ্যেই শুরু করেছে খেলা। যতই থাকুক অতিমারীর ভয়, দুরন্ত কৈশোরের কাছে সবই হার মানে।WB School Reopen

এত দিন অনলাইনে ক্লাস হয়তো হয়েছে। কিন্তু সামনাসামনি বন্ধুদের সঙ্গে গল্প করার সুযোগ মেলেনি অধিকাংশ পড়ুয়ার। তা ফিরে পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি তারা। বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ হচ্ছে বলেই হয়তো অনলাইন থেকে অফলাইন ক্লাস করতে তারা বেশি আগ্রহী।

Advertisement

Breaking News রাজ্যে এবার খুলছে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী, শিক্ষামন্ত্রীর ঘোষণা, ক্লিক করুন

Advertisement

দশম শ্রেণির এক ছাত্র বলেছেন, অনলাইন ক্লাস করতে করতে একঘেয়ে লাগছিল। বন্ধুদের সঙ্গেও দেখা হত না। স্কুল খুলে সবাইকে দেখতে পেয়ে খুব ভাল লাগছে। অফলাইন ক্লাস হওয়া বেশি ভাল। অপর এক ছাত্র বলেছেন, বাড়িতে বসে ক্লাস করতে ভাল লাগে না। ক্লাসে আমি পড়ায় মন দিতে পারি।

Advertisement

অন্যদিকে সংবাদসূত্রে জানা গেছে, সারা রাজ্যেই কঠোর ভাবেই দুরত্ববিধি মানা হয়েছে, তবে দীর্ঘদিন পর স্কুলে এসে কোথাও স্যানিটাইজারের বোতল, কোথাও লজেন্স, কোথাও কলম, দিয়ে পড়ুয়াদের স্কুলে স্বাগত জানানো হয়েছে।

১) বারাসত গার্লস স্কুলে তাপমাত্রা মেপে ঢোকানো হয়েছে ছাত্রীদের। ঢোকানোর সময় প্রত্যেক ছাত্রীর হাতে একটি করে স্যানিটাইজারের বোতল তুলে দেওয়া হয়েছে।
২) মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক এবং বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানানো হয়।

Advertisement

৩) হুগলির কলেজিয়েট স্কুলেও ছাত্রদের উপস্থিতি নজর কেড়েছে। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে স্কুলচত্বরেই আড্ডায় মেতেছে ছাত্ররা।
৪) আসানসোলের ধাদকা নারায়ণ চন্দ্র লাহিড়ী বিদ্যামন্দিরে সকাল থেকে দেখা গিয়েছে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি। দূরত্ববিধি বজায় রেখে স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের লজেন্স দিয়েছেন শিক্ষকরা।

আরও পড়ুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সাজেশন 2022 PDF

Advertisement

৫)আসানসোলের ধাদকা নারায়ণ চন্দ্র লাহিড়ী বিদ্যামন্দির খুলেছে মঙ্গলবার। স্কুল খুলতেই ছাত্র-ছাত্রীরা এসেছে স্কুলে। তবে স্কুলে ঢোকার মুখে দূরত্ববিধি মেনে দাঁড় করানো হয়েছিল পড়ুয়াদের। সকলের মুখেই ছিল মাস্ক।
৬) দক্ষিণ কলকাতার মহাঋষি বিদ্যামন্দিরের বাইরে দেখা গেল স্কুলের মাঠে নির্দিষ্ট দূরত্ববিধি মেনে চলছে প্রার্থনা। স্কাস ঘরে ফিরতে পেরে খুশি পড়ুয়ারাও।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment