Advertisement
Life Insurance Corporation of India
Advertisement

Lic Policy এর বাতিল বলে গণ্য হওয়া বা ল্যাপস হওয়া পলিসি ফের চালু করার জন্য বিশেষ সুযোগ দিচ্ছে ভারতীয় জীবনবিমা নিগম। যে সব গ্রাহক পলিসিগুলি চালিয়ে নিয়ে যেতে পারেননি, তাঁরা যদি ফের সেগুলিকে সচল করতে চান, তাহলে তাঁদের আর্থিক সুবিধা দেওয়া হবে। এলআইসিআই জানিয়েছে, আগামী ২২ অক্টোবর পর্যন্ত তারা লেট ফি মকুব করবে। টার্ম ইনসিওরেন্স এবং বেশি ঝুঁকি আছে, এমন বিমা পলিসিতে অবশ্য এই সুযোগ পাওয়া যাবে না। মাইক্রো ইনসিওরেন্স এবং হেল্থ প্ল্যানের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে বলে জানা গিয়েছে। কয়েকটি নির্দিষ্ট পলিসির ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত প্রিমিয়াম জমা করা না হলেও সেগুলি ফের চালু করার সুযোগ মিলবে। শেষ বার প্রিমিয়াম বকেয়া হওয়ার পর থেকে পাঁচ বছরের হিসেব কষা হবে। এক লক্ষ টাকা পর্যন্ত প্রিমিয়াম বকেয়া হলে ২০ শতাংশ পর্যন্ত লেট ফি মকুব করা হবে। মকুব হওয়া অর্থের সর্বোচ্চ সীমা দু’হাজার টাকা। এক লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত বকেয়া প্রিমিয়ামে ২৫ শতাংশ লেট ফি মকুব করা হবে। ছাড়ের সর্বোচ্চ সীমা আড়াই হাজার টাকা। তিন লক্ষ টাকার উপর প্রিমিয়াম হলে মকুবের হার ৩০ শতাংশ। সেক্ষেত্রে তিন হাজার টাকা সর্বোচ্চ ছাড় মিলবে।

Advertisement
Advertisement
Advertisement
2 thoughts on “LIC Policy – ল্যাপস হওয়া পলিসি ফের চালু করার সুযোগ দিচ্ছে LIC”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement