Advertisement
LIC Pension Plus PLIC Pension Plan (এলআইসি পেনশন প্ল্যান)
Advertisement

সারাজীবন কাজ করে শেষ বয়সে স্বাচ্ছন্দ্যে কাটাতে LIC Pension Plus নিয়ে এসেছে দারুন সুযোগ। এককালীন টাকা রেখে সারাজীবন একই হারে পেনশন পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে ভারতীয় জীবন বীমা নিগম। যেখানে ব্যাংক বা পোষ্ট অফিসে ৫ বছর পর পর রিনিউ কোর্টে হয়, সেখানে সুদের হার কমে গেলে একই হারে পেনশন পাওয়া যায় না। কিন্তু LIC Pension Plus এক্ষেত্রে সারাজীবন একই হারে টাকা পাবেন।

Advertisement

LIC Pension Plus বয়স বাড়লে ২০০০০ টাকা পাবেন প্রতি মাসে।

বয়স বাড়ার সাথে সাথে অবসর জীবনে কিভাবে জীবনযাপন করা হবে, তার পরিকল্পনা কর্মজীবন থেকেই করতে হয়। যারা সরকারি চাকরি করেন এখনও পর্যন্ত তাদের বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে পেনশনের বন্দোবস্ত রয়েছে।

Advertisement

তবে যারা বেসরকারি সংস্থায় চাকরি করেন কিংবা ছোটখাটো ব্যবসা করে সংসার প্রতিপালন করেন, তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অবসর জীবন কিভাবে সংসার চালানো সম্ভব হবে, সেই চিন্তাটি চলে আসে। তবে অবসর গ্রহণের আগে যদি এরকম কোনো পরিকল্পনা করে নেন যেখানে প্রতি মাসেই একটা মোটা টাকা পেনশন পেতে পারেন, সেক্ষেত্রে বয়স বাড়লেও সেই সময় সংসার চালিয়ে নিয়ে যাওয়া খুব একটা সমস্যার হবে না। এক্ষেত্রে বিভিন্ন ধরনের পেনশন প্রকল্প বিভিন্ন সংস্থার রয়েছে।

Advertisement

কিন্তু এল আই সির মত বৃহত্তম সরকারি বিমা সংস্থা যে পেনশন প্রকল্প (LIC Pension Plus) নিয়ে এসেছে সেটা যথেষ্টই লাভজনক।
এলআইসির এই জনপ্রিয় পেনশন প্রকল্পের নাম জীবন অক্ষয় পলিসি। এই পলিসিতে একবার বিনিয়োগ করলেই প্রতিমাসে, তিন মাস অন্তর, ছয় মাস অন্তর বা এক বছর অন্তর পেনশন পেতে পারেন।

পোস্ট অফিস এর ফ্রাঞ্চাইজি নিয়ে ঘরে বসে মাসে আয় 30-40 হাজার টাকা।

LIC Jeevan Akshay পলিসিতে বার্ষিক 12000 টাকা পেনশন পেতে পারেন। এই পেনশন মৃত্যুর আগে পর্যন্ত পাবেন। যদি প্রতিমাসে ২০ হাজার টাকা পেনশন পেতে চান তাহলে ৪০ লক্ষ ৭২ হাজার টাকা একবারেই বিনিয়োগ করতে হবে। যদি বিনিয়োগকারীর বয়স ৭৫ বছর হয় তাহলে একবার ৬ লক্ষ ১০ হাজার ৮০০ টাকা বিনিয়োগ করতে পারেন।

EK24 News

সে ক্ষেত্রে LIC Pension Plus বিমা মূল্য ৬ লক্ষ টাকা হবে। বার্ষিক পেনশন পাবেন ৭৬৬৫০ টাকা, ৬ মাসে পেনশন পাবেন ৩৭ হাজার ৩৫ টাকা, ৩ মাসে পেনশন পাবেন ১৮ হাজার ২২৫ টাকা, সেখানে প্রতি মাসে পেনশন পাবেন ৬৮০০ টাকা করে।

Advertisement

ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল নবান্ন, দেখেই ফিরিয়ে দিলেন বিচারক

উপরোক্ত যেকোনো LIC Pension Plus প্ল্যান নিয়ে শুরু কোর্টে পারেন। তবে এত টাকা না থাকলে কম দিয়েও শুরু কোর্টে পারেন। তবে এই LIC Pension Plan এর সবচেয়ে সুবিধা হলো এটায় ডেথ বেনিফিট ও পাওয়া যাবে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
One thought on “LIC Pension Plus – এককালীন টাকা রেখে সারাজীবন প্রতিমাসে 20000 টাকা পেনশন পান, এই অফার কেউ দেবেনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement