LIC on Adani: এলআইসি গ্রাহকদের জরুরি ঘোষণা, আদানি গ্রুপে শেয়ার বিপর্যয়ে পলিসি হোল্ডারদের কি করণীয়, জেনে নিন।

একটানা ঋণের বোঝা LIC on Adani এর। আর সেই ঋণ নিতে গিয়ে সংস্থার শেয়ারকে কাজে লাগানো হয়েছে। এর ফলে সংস্থা ঋণখেলাপি হলে এক ধাক্কায় টলমল হয়ে যেতে পারে পুরো সংস্থা। ধসে পড়তে পারে যেকোনো সময়। মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানি গ্রুপের সমস্ত শেয়ারের দাম পড়তে শুরু করেছে। মার্কিন সংস্থার তরফে জানানো হয়েছে, আদানি গোষ্ঠীর বর্তমান পরিস্থিতিতে যে কোনো সময় অঘটন ঘটতে পারে।

Advertisement

LIC on Adani:

Hindenburg Research Report প্রকাশ্যে আসার পর থেকে আদানি গোষ্ঠীর Adani Group শেয়ার বাজার একেবারেই নিম্নমুখী (LIC on Adani). সোমবার ও মঙ্গলবার সেই পতন একইরকমভাবে অব্যাহত থেকেছে। আদানি গোষ্ঠীর তরফে বিবৃতি দেওয়া হলেও কোনো লাভ হয়নি। স্টক মার্কেটে আদানি গোষ্ঠীর সব মিলিয়ে ৬৬ বিলিয়ন মার্কিন ডলার একেবারে উধাও (LIC on Adani) হয়ে গিয়েছে। আর এই আদানি গোষ্ঠীর সাম্প্রতিক পরিস্থিতিতে এলআইসির একটা বিরাট বিনিয়োগ আদানি গ্রুপের সংস্থাতে রয়েছে, দেশবাসী জানতে পারার পরেই আতঙ্ক এবং আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

তাহলে দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC on Adani) যার ওপরে দেশবাসী এতখানি ভরসা এবং নির্ভর করে, ভবিষ্যতে কি পরিস্থিতি হতে পারে? যারা এলআইসিতে বিনিয়োগ করেছেন, বিভিন্ন ধরনের বীমা প্রকল্প নিয়েছেন, সেই সমস্ত গ্রাহকরা কোন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন? দেশবাসীর মধ্যে এই আশঙ্কা অনুমান করতে পেরে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের তরফে বিবৃতি জারি করা হয়েছে।

LIC on Adani নিয়ে কি বলেছে LIC?
LIC বিবৃতি জারি করে জানিয়েছে, আদানি গোষ্ঠীর সংস্থাতে এলআইসির বিনিয়োগ এর পরিমাণ যথেষ্টই কম। মোট সম্পদের (AUM) ১ শতাংশ কম পরিমাণে বিনিয়োগ রয়েছে আদানি গোষ্ঠীর সংস্থাতে। ফলে খুব একটা বেশি ঝুঁকি নেই এলআইসির।
বিবৃতিতে আরো জানানো হয়েছে, আদানি গ্রুপের অধীনে ৩১ শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত ইকুইটি এবং ঋণের ক্ষেত্রে এলআইসির মোট হোল্ডিং এর অংক ৩৫৯১৭.৩১ কোটি টাকা। আদানি গ্রুপের অধীনে যত পরিমান Equity LIC-র অধীনে নেওয়া হয়েছে, তার মোট ক্রয় মূল্য ৩০২১৭ কোটি টাকা। আদানি গ্রুপের অধীনে যা এলআইসির তরফে বিনিয়োগ করা হয়েছে, তার মোট টাকার পরিমাণ ৩৬৪৭৪.৭৮ কোটি টাকা।

Advertisement

এই বিনিয়োগ এলআইসির তরফে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করা হয়েছে। আদানি গ্রুপের যা ঋণ রয়েছে, তার সিকিউরিটি ক্রেডিট রেটিং (Security Credit Rating) AA রয়েছে, এটা IRDAI- এর নিয়ম অনুযায়ী বিনিয়োগের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ২৭ জানুয়ারি ২০২২ তারিখে বাজার বন্ধ হওয়ার সময় শেয়ারের মোট মূল্য ছিল ৫৬ হাজার ১৪২ কোটি টাকা।

Advertisement
Indian Union Budget 2023 (কেন্দ্রীয় বাজেট ২০২৩)

এলআইসির বিবৃতিতে জানানো হয়েছে, হিসাব অনুযায়ী আদানি গ্রুপে LIC-র মোট এক্সপোজার AUM- এর ০.৯৭৫ শতাংশ। চড়া ভ্যালুয়েশনের কারণে আদানি গ্রুপের শেয়ারের ৮৫ শতাংশ নেতিবাচক প্রভাব রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংস্থা Hindenburg আদানি গোষ্ঠীর বিরুদ্ধে Stock Manipulation এবং বিপুল ঝুঁকিপূর্ণ ঋণের অভিযোগ তুলেছে মার্কিন বাজার গবেষণা সংস্থা Hindenburg.

Advertisement

মাত্র 50 টাকা করে জমিয়ে পান 20 লক্ষ টাকা, বিশ্বাস না হলে ক্লিক করে জেনে নিন।

সহজ কথা হলো, এই ক্ষতির ধাক্কাটা আদানী গ্রুপ সামলে নিতে পারলে এলআইসি এর ক্ষতি নেই। কিন্তু ক্রমাগত আদানি গ্রুপের শেয়ার ভ্যালু কমে গেলে, আদানী গ্রুপে LIC এর যে বিনিয়োগ তা খতিগ্রস্থ হবে। আর এতে স্বভাবতই LIC গ্রাহকদের ক্ষতি। যারা মার্কেট রিস্ক এর সাথে যুক্ত পলিসি করেছেন তাদের বিপুল লসের সম্ভাবনা। তবে গ্রাহকদের আতঙ্কিত না হয়ে পলিসি চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Written by Rajib Ghosh.

আবার দাম বাড়লো পেট্রোল ডিজেলের, নতুন দাম জেনে নিন।

Leave a Comment