LIC New Policy – দিনে মাত্র 30 টাকা জমিয়ে, পান 4 লাখ টাকা, বাম্পার পলিসি এলআইসির।

LIC New Policy: ফাটাফাটি অফার! জমা দিন 30 টাকা, পেয়ে যান 4 লাখ টাকা।

টাকা উপার্জন করার সাথে সাথে সঞ্চয় করতে চান অনেকেই, আর এলআইসি এর নতুন পলিসি দিচ্ছে সেই সুযোগ (LIC New Policy). নতুন এই পলিসিতে কম কম করে জমিয়ে বড় অঙ্কের একটি ফান্ড করতে পারবেন। কিভাবে, দেখে নেওয়া যাক।

Advertisement

বিভিন্ন ধরনের বিনিয়োগের পথ থাকলেও যেরকম, শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ড, ক্রিপ্টোর মতো ক্ষেত্র, তার পরেও মানুষ ব্যাংক এবং পোস্ট অফিসের সঙ্গে LIC-কেই নির্ভর করতে শুরু করেন। LIC পড়ুয়া, মহিলা, বৃদ্ধ, প্রত্যেকের জন্যই আলাদা আলাদা বেশকিছু পলিসি নিয়ে আসে। এরকমই একটি পলিসি হল, LIC Aadhaar Shila Policy, LIC New Policy.

Advertisement

এই পলিসিটি শুধুমাত্র মহিলা এবং অল্পবয়সী মেয়েদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি একটি নন-লিঙ্কড ব্যক্তিগত লাইফ ইনস‍্যুরেন্স প্ল্যান। এর বিশেষত্ব হলো একদিকে যেরকম ইনস‍্যুরেন্স তেমনি অন্যদিকে সেভিংস। LIC Aadhaar Shila Policy করা হলে যেকোনো সময় পলিসিধারীর দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে তার পরিবার আর্থিক সাহায্য পায়। LIC New Policy

পোষ্ট অফিসের নতুন স্কীমে এককালীন মাত্র ৫০ হাজার টাকা দিয়ে মিলবে আজীবন পেনশন।

সে দিক থেকে দেখা গেলে এটি একটি ইনস‍্যুরেন্স। আবার অন্যদিকে পলিসিধারক বেঁচে থাকলে মেয়াদপূর্তির সময়ে পলিসিধারক মোটা টাকা পান। পলিসির ম্যাচুরিটির শেষে 4 লাখ টাকা পেতে পারেন। প্রতিদিনে মাত্র 29 টাকা করে জমা করতে হবে। টাকার প্রয়োজন হলে পলিসির বিপরীতে লোন পাবেন। নিজের গাড়ির কভারও পেতে পারেন। LIC New Policy

Advertisement

কোনো ব্যক্তি যদি প্রতিদিন 30 টাকা করে জমা করছেন, তাহলে বছরে 10 হাজার 950 টাকা জমা করা হয়। এই ভাবেই যদি 20 বছর তিনি টাকা জমা করেন, সে ক্ষেত্রে মোট 20 বছরে 2 লাখ 19 হাজার টাকা জমা হবে। তাহলে ম্যাচিউরিটির ক্ষেত্রে মোট টাকা পাওয়া যাবে 3 লক্ষ 97 হাজার টাকা। LIC New Policy

Advertisement

মাঝখানে LIC Policy বন্ধ করলেও লস নেই, ফালতু ফাইন লাগবে না, গ্রাহকদের সুবিধার্থে LIC

এই পলিসির ম্যাচিউরিটি 10 থেকে 20 বছরে হয়। প্রতিমাসে, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বাৎসরিক ভাবে পলিসিতে যে কোনো ব্যাক্তি বিনিয়োগ করতে পারেন। সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। 8 থেকে 55 বছরের যে কোনো মহিলা এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন। LIC New Policy
Written by Rajib Ghosh.

Advertisement

দিনের-পর-দিন লটারি টিকিট কেটে হতাশ? এই নম্বর বাছুন আর ম্যাজিক দেখুন।

Leave a Comment