Advertisement
LIC New Policy in 2022 Jeevan Labh Plan all details
Advertisement

LLIC New Policy : প্রতিদিন মাত্র ৮ টাকা বিনিয়োগে মিলবে ১৭ লক্ষ টাকা, জানুন বিস্তারিত

আপনি কি প্রতিদিন একটু একটু করে টাকা জমিয়ে বড় অঙ্কের একটি রিটার্ন পেতে চান? তাহলে সরকারী এই LIC New Policy টি আপনার জন্য বেস্ট চয়েস। দিনে মাত্র ৮ টাকা জমিয়ে হাতে পাবেন ১৭ লাখ টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি, দেখুন কিভাবে।

Advertisement

আজকালকার দিনের মানুষ বিচক্ষণতার সাথে জীবনকালে একটি হলেও বীমা করান। এই মুহূর্তে দেশে অনেকগুলি বীমা সংস্থা থাকলেও মানুষের সবচেয়ে ভরসার জায়গা হিসেবে এখনো LIC সেটি দখল করে আছে। LIC New Policy নিয়ে এসেছে আরো একটি দুর্দান্ত বীমা স্কিম। যাতে প্রতিদিন মাত্র ৮ টাকা বিনিয়োগে মিলবে ১৭ লক্ষ টাকা।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে। LIC-র তরফে জানানো হয়েছে, স্টক মার্কেটে শেয়ারের উত্থান-পতনের সাথে এই স্কিমে কোন সম্পর্ক নেই। সুতরাং বলা যায়, এই প্রকল্পে কোনরকম ঝুঁকি ছাড়াই বিনিয়োগকারীর অর্থ সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে (LIC New Policy)।

Advertisement

সংস্থার তরফে প্রকল্পে বিনিয়োগকারীর সর্বনিম্ন বয়স রাখা হয়েছে ৮ বছর এবং সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ৫৯ বছর। অর্থাৎ বলা হয়েছে আমানতকারী এক্ষেত্রে ১৬ থেকে ২৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। আরও জানানো হয়েছে, এটিতে সর্বনিম্ন ২ লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে। যদিও নির্ধারণ বিনিয়োগের কোন উর্ধ্বসীমা রাখা হয়নি।

পলিসিতে বিনিয়োগের সাথে সাথে আমানতকারীরা পেয়ে যাবেন লোনের সুবিধাও। আরও আছে, প্রিমিয়াম কেনার সাথে সাথে গ্রাহকরা পেয়ে যান ট্যাক্স ছাড়ের সুবিধাও। এমনকি যিনি এই পলিসিটি কিনেছেন তার মৃত্যুর পর নোমিনি মূল বিনিয়োগের অর্থ পাওয়ার সাথে সাথে বোনাসেরও সুবিধা পাবেন। LIC New Policy

EK24 News

আসল বিনিয়োগকারীর পলিসির মেয়াদ শেষের আগে মৃত্যু ঘটলে, মারা যাওয়ার আগে যদি তার সমস্ত প্রিমিয়াম শোধ করে থাকেন নমিনি মূল বিনিয়োগের অর্থ পাওয়ার সাথে সাথে বোনাস ও ডেট বেনিফিটেরও সুবিধা পাবেন। যেহেতু এটি স্বাধীনতার পরে উত্থাপিত হয় এবং দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা, তাই দেশের মানুষ এই সংস্থাটির উপর অগাধ বিশ্বাস এবং ভরসা রেখে চলেছে এখনো পর্যন্ত।

Advertisement

আরও পড়ুন, SBI এর ফিক্সড ডিপোজিটকে টেক্কা দিতে পোস্ট অফিসের এই নতুন স্কিম, জানুন বিস্তারিত

বিনিয়োগকারীরা যদি প্রতিদিন নিয়মিতভাবে বয়স অনুযায়ী ৮ থেকে ১৮ টাকা করে বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে মিলবে ১৭ লক্ষ টাকা। আপনারাও যদি ভেবে থাকেন এই স্কিমে বিনিয়োগ করবেন তাহলে ঝটপট তৈরি হয়ে যান এবং যত তাড়াতাড়ি সম্ভব স্কিমটিতে (LIC New Policy) বিনিয়োগ করুন।

এলআইসি এর এই পলিসির নাম জীবন লাভ পলিসি ২ (LIC New Policy Jeevan Labh policy 2). এই পলিসি করতে আপনার পছন্দের এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। এবং প্রথম প্রিমিয়ামে ৫০% ছাড় পেতে নিচে নিজের মোবাইল নম্বর দিয়ে কমেন্ট করুন। এবং অর্থনীতি বিষয়ক এমন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।
Written By Manisha Basak

আরও পড়ুন, নিজের বৃদ্ধ মা বাবাকে পাইয়ে দিন মাসে ৯৫০০ টাকা সরকারী পেনশন,

Advertisement
Advertisement
2 thoughts on “LIC New Policy – প্রতিদিন মাত্র ৮ টাকা জমিয়ে ১৭ লাখ টাকা রিটার্ন দিচ্ছে এলআইসি এর এই বাম্পার প্ল্যান, সাথে ট্যাক্স ছাড় Best Tax Free Plan।”
  1. 8981888692
    আমি এই পলিসি করতে চাই। এর জন্য আমাকে কি করতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement