Advertisement
LIC New Policy Dhan Varsha Plan (এলআইসি ধন বর্ষা পলিসি)
Advertisement

আদানী গোষ্টীর বিপর্যয়ের আবহে ও ভারতীয় জীবন বীমা নিগম নতুন পলিসি বা LIC New Policy বাজারে এলো। যেখানে এককালীন বিনিয়োগে পাবেন সর্বাধিক রিটার্ন। আর যারা পুরনো টাক্স অনুযায়ী রিটার্ন জমা করবেন, তাদের জন্য রয়েছে ট্যাক্স ছাড়। কত টাকা বিনিয়োগ করতে হবে, কি কি সুবিধা পাবেন, কিভাবে বিনিয়োগ করবে বেশি সুবিধা পাবেন, এক নজরে দেখে নিন।

Advertisement

উপার্জন করা টাকা বিনিয়োগ করতে চান প্রায় সকলেই। ব্যাংক (Bank), পোস্ট অফিস (Post Office), এলআইসি (LIC), বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে একাধিক স্কিমে বিনিয়োগ করার জন্য অধিকাংশ দেশবাসী আগ্রহী হন। বিনিয়োগের ক্ষেত্র খোঁজার সময় এমন কোনো স্কিমের খোঁজ করেন সবাই, যেখানে রিটার্ন পাওয়া যায় একটা মোটা টাকা। আর সেই বিষয়ে খোঁজ করতে গেলে, আর্থিক নিরাপত্তা, মেয়াদপূর্তির পরে নিশ্চিত সুদ সমেত টাকা পাওয়া, এই বিষয়গুলির উপরেই গুরুত্ব দেওয়া হয়।

Advertisement

এক্ষেত্রে এলআইসির (LIC New Policy) কোনো পলিসিতে বিনিয়োগ করা সবচেয়ে ভালো উপায়। কারণ একদিকে যেমন এলআইসিতে বিনিয়োগ করলে সেই টাকার নিরাপত্তা, মেয়াদপূর্তির পরে নিশ্চিত প্রদানের সুবিধা থাকবে, ঠিক অন্যদিকে পলিসি হোল্ডারের হঠাৎ মৃত্যু হলে তার পরিবার বিমাকৃত টাকার সঙ্গে গ্যারান্টি যুক্ত সুদ ফেরত পাবেন। ফলে বিনিয়োগের কথা মাথায় আসলে এলআইসি এর যে কোনো স্কিম দেখে নেওয়া যেতে পারে।

Advertisement

সম্প্রতি এলআইসি ধন বর্ষা প্ল্যান LIC New Policy Dhan Varsha Plan নামের একটি LIC New Policy পলিসি রয়েছে। এই পলিসিতে বিনিয়োগ করলে খুব অল্প সময়ের মধ্যেই মোটা পরিমাণের টাকা সুদ সমেত পেয়ে যাবেন পলিসি হোল্ডার Policyholder। আবার সেই পলিসি হোল্ডারের আচমকা কোনো কারণে মৃত্যু হলে, তার পরিবার বিমাকৃত টাকা এবং তার সঙ্গে গ্যারান্টি যুক্ত সুদ পেয়ে যাবেন।
তবে এলআইসি ধন বর্ষা প্ল্যান LIC Dhan Varsha Policy এর দুটি বিকল্প রয়েছে। সেক্ষেত্রে পরপর দুটি বিকল্পে কিছু নিয়ম একটু দেখে নেওয়া যাক।

LIC New Policy Dhan Varsha Policy:

প্রথমেই বিকল্প ১ অনুযায়ী,
কোনো ৩০ বছর বয়সী ব্যক্তি যদি জিএসটি GST সমেত ৯ লক্ষ ২৬ হাজার ৬৫৪ টাকা যদি এককালীন প্রিমিয়াম জমা দেন, তাহলে তিনি নিশ্চিত রিটার্ন পাবেন ১১ লক্ষ ৮ হাজার ৭৫০ টাকা। তিনি যদি ১৫ বছর মেয়াদের জন্য এই পলিসি গ্রহণ করেন, তাহলে তিনি পাবেন ২১ লক্ষ ২৫ হাজার টাকা। পলিসি নেওয়ার প্রথম বছরে যদি ওই পলিসি হোল্ডারের মৃত্যু হয়, তাহলে তার পরিবার পাবেন ১১ লক্ষ ৮৩ হাজার ৪৩৮ টাকা। আবার ওই ব্যক্তি যদি ১৫ বছরে মারা যান, তাহলে পাওয়া যাবে ২২ লক্ষ ৩৩ হাজার ৪৩৮ টাকা।

EK24 News

আবার দ্বিতীয় বিকল্প অনুযায়ী,
যদি ১০ লক্ষ টাকা বেসিক অ্যাসিওরড টাকার পরিমান হয়, তাহলে নির্দিষ্ট বীমার মেয়াদের মধ্যে মৃত্যু হলে ৭৯ লক্ষ ৮৭ হাজার টাকা পাওয়া যাবে।
এলআইসি ধনবর্ষা পলিসির ক্ষেত্রে ১৫ বছর মেয়াদের পলিসির জন্য সর্বনিম্ন বয়স ৩ বছর এবং ১০ বছরের মেয়াদের পলিসির জন্য সর্বনিম্ন বয়স ৮ বছর হতে হবে।

Advertisement
LIC PAN Link

এলআইসির এই LIC New Policy পলিসির বিকল্প ১ অনুযায়ী, বিনিয়োগের সময় সর্বাধিক বয়স ৬০ বছর হতে হবে। আবার ১৫ বছর মেয়াদের পলিসির জন্য সর্বাধিক বয়স ৩৫ বছর এবং ১০ বছর মেয়াদের পলিসির জন্য সর্বাধিক বয়স ৪০ বছর হতে হবে।
ম্যাচুরিটির ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে।

আরও পড়ুন, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ালো এই ব্যাংক, দেখে নিন বিস্তারিত।

বিকল্প ১ অনুযায়ী ম্যাচুরিটির ক্ষেত্রে সর্বাধিক বয়স ৭৫ এবং
বিকল্প ২ অনুযায়ী সর্বাধিক বয়স ৫০ বছর হতে হবে।
পলিসির মেয়াদ ১০ এবং ১৫ বছর রাখা হয়েছে।
এলআইসি ধনবর্ষা পলিসিতে LIC New Policy Dhan Varsha Policy এককালীন প্রিমিয়াম জমা দিতে হবে।
এই বিষয়ে আরও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন।
এবং অর্থনৈতিক আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
Written by Rajib Ghosh.

আরও পড়ুন, মহিলা সম্মান প্রকল্প – মা বোনেদের জন্য দারুন সুযোগ সরকারের।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement