LIC New Policy – যা বিনিয়োগ করবেন তার 10 গুন ফেরত পাবেন, LIC এর বাম্পার পলিসি, জানলেই করতে মন চাইবে।

LIC New Policy সম্পর্কে জানেন না? সময় থাকতে তাড়াতাড়ি বিনিয়োগ করুন এই পলিসিতে। বেসরকারিকরণ (Privatisation) চলছে দেশজুড়ে। বহু সংস্থা বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে। আর তার ফলে প্রতিযোগিতার বাজারে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো পিছিয়ে পড়ছে। বিরোধী রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তুমুল বিরোধিতা করছে। কিন্তু একটা জায়গায় মানুষ এখনো পর্যন্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার উপরেই ভরসা করে।

Advertisement

বন্ধ হচ্ছে LIC Policy, আফসোস করার আগে সময় থাকতে দেখুন।

যখন সঞ্চয় বা বিনিয়োগের প্রশ্ন ওঠে, বীমা করার বিষয়টি সামনে আসে, তখন দেশের অধিকাংশ মানুষ এখনও পর্যন্ত বেসরকারি বীমা কোম্পানির তুলনায় রাষ্ট্রায়ত্ত সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের (Life Insurance Corporation) ওপরেই নির্ভর করে থাকে। আর সেই কারণে এলআইসির তরফেও দেশের সর্বস্তরের মানুষের জন্য নিত্যনতুন স্কিম তৈরি করা হয়।

Advertisement

এবার এলআইসির এরকম একটি পলিসির বিষয়ে জানানো হবে, যেখানে বিনিয়োগের পর ১০ গুন রিটার্ন পাওয়া যাবে। পাশাপাশি, ৩টি অতিরিক্ত সুবিধা পাবেন পলিসিহোল্ডাররা। মানিব্যাক (Money back), গ্যারান্টেড বোনাস (Guaranteed Binus) এবং ডেথ বেনিফিট (Death Benefit) এই তিনটি সুবিধাও পাবেন এই পলিসিহোল্ডাররা। এবার দেখে নেওয়া যাক, এলআইসির কোন পলিসি?

LIC New Policy টির নাম Dhan Ratna Insurance Policy.

LIC New Policy টি হল, এলআইসি ধন রত্ন বীমা পলিসি LIC Dhan Ratna Insurance Policy
এলআইসির কোনো পলিসি নেওয়ার চিন্তাভাবনা করলে একবার এই পলিসিটি সম্বন্ধে জেনে নিন।
ধনরত্ন বীমা পলিসিতে বিনিয়োগ করলে ১০ গুণ রিটার্ন পেতে পারেন। তার সঙ্গে মানিব্যাক, গ্যারান্টেড বোনাস এবং ডেথ বেনিফিট পাওয়া যাবে। ন্যূনতম ৯০ দিনের মেয়াদে এই পলিসিতে বিনিয়োগ করা যেতে পারে।

Advertisement

এই LIC New Policy তে বিনিয়োগের জন্য বয়সের উর্ধস্বীমা ৫৫ বছর। ন্যূনতম ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। সেক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক পদ্ধতিতে পলিসিতে টাকা বিনিয়োগ করা যেতে পারে। যদি ৫ লক্ষ টাকা ১৫ বছর মেয়াদের জন্য ধন রত্ন বীমা পলিসিতে (Dhan Ratna Policy) বিনিয়োগ করেন, তাহলে ম্যাচুরিটির পর ৯ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা পাওয়া যাবে।

Advertisement

LIC New Policy তে ১৫ বছরের জন্য বিনিয়োগ করলে ১৩ এবং ১৪ তম বছরে জমা টাকার ২৫ শতাংশ মানিব্যাক পাওয়া যাবে। ২০ বছরের জন্য বিনিয়োগ করলে ১৮ এবং ১৯ তম বছরে মানিব্যাক পাওয়া যাবে। আবার ২৫ বছরের জন্য বিনিয়োগ করলে ২৩ এবং ২৪ তম বছরে মানিব্যাক পাওয়া যাবে।
LIC ধন রত্ন বীমা পলিসিতে প্রথম ৫ বছরে প্রতি হাজার টাকায় ৫০ টাকা বোনাস দেওয়া হয়।

Advertisement

LIC Policy আছে? গ্রাহকেরা শীঘ্রই করুন এই কাজ, না হলে ১ টাকাও পাবেন না, সব টাকা জলে।

পরবর্তী ৫ বছরে ৫৫ টাকা বোনাস দেওয়া হয়। ম্যাচুরিটির সময় প্রতি হাজারে পলিসিহোল্ডার ৬০ টাকা বোনাস পাবেন। তবে যে কোনো বীমা নেওয়ার আগে সেই বীমা কোম্পানির পলিসি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নিয়ে তারপরেই বীমা পলিসি কিনবেন। এখানে বীমার নির্দিষ্ট পলিসি সম্বন্ধে একটা ধারণা দেওয়া হলো।

Leave a Comment