LIC Recruitment 2024 – ভারতীয় জীবন বীমা নিগমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। পশ্চিমবঙ্গ থেকে কিভাবে আবেদন করবেন?

ভারতীয় জীবন বীমা নিগমে বিরাট বড় নিয়োগের (LIC Recruitment) ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা (Life Insurance Corparation of India) এর অধীনে বিভিন্ন জায়গায় এ সকল পদে নিয়োগ করা হবে। এলআইসি হল ভারত সরকারের (Government Of India) নিয়ন্ত্রণাধীন দেশের সবচেয়ে বড় বীমা কোম্পানি। প্রতি বছরই এই কোম্পানির পক্ষ থেকে প্রচুর সংখ্যক শূন্য পদে দেশের বিভিন্ন ছেলে মেয়েকে যোগ্য প্রশিক্ষণ দিয়ে নানা রকম কাজে নিয়োগ করা হয়।

Advertisement

LIC Recruitment 2024 Notification Publish.

এবারও সেই কাজের ব্যতিক্রম করেনি এই সংস্থা। নূন্যতম যোগ্যতা থেকে শুরু করে উচ্চশিক্ষার অধিকারী, সকল ব্যক্তিরাই এখানে আবেদনের জন্য মনোনীত হতে পারবেন। আর কেন্দ্রীয় সরকারের অধীনে এই রকম ভালো বেতনে কাজের সুযোগ আশা করি কেউ হাতছাড়া করতে চাইবেন না। তবে আর কথা না বাড়িয়ে চলুন LIC Recruitment সম্পর্কে বিস্তারিত জেনেনি।

Advertisement

LIC Recruitment Online Apply Process

১. এর জন্য সর্বপ্রথম ইচ্ছুক প্রার্থীদেরকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২. হোমপেজের ওপর Career অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর নিয়োগের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে।
৪. পাশে Apply Now বাটন দেখা যাবে। এখানে ক্লিক করে আবেদনের জন্য এগোতে হবে।

৫. প্রথমে সঠিক তথ্য প্রদান করে আবেদন পত্র পূরণ করুন।
৬. এরপর প্রয়োজনীয় নথির স্ক্যানড কপি আপলোড করুন।
৭. আবেদন মূল্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই এর মাধ্যমে জমা করে আবেদন প্রক্রিয়া শেষ করুন। LIC Recruitment আবেদন মূল্য হলো সাধারণ প্রার্থীদের জন্য ১০০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য ১০০ টাকা করে।

LIC Recruitment Apply Documents

১. রঙিন পাসপোর্ট সাইজ ছবি ও সিগনেচার।
২. আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
৩. কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য অক্ষমতা সংক্রান্ত সার্টিফিকেট।
৪. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণসমূহ।
৫. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট ইত্যাদি।
৬. কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।

Advertisement

LIC Recruitment Apply Criteria

১. প্রার্থীদেরকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
২. তাদের যে কোনো সরকার স্বীকৃত বিশ্ব বিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি পাশ হতে হবে।
৩. এই কাজের ক্ষেত্রে কম পক্ষে তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

LIC Recruitment Age And Vacancy

প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়সসীমা হিসাব করার তারিখ হল ১.১.২০২৪। তবে SC , ST দের ক্ষেত্রে ৫ বছর এবং OBC, PWD, EWS ইত্যাদি প্রার্থীদের জন্য ৩ বছর করে বয়সে ছাড় আছে। মুম্বাই সেন্ট্রাল ডিভিশনের এলআইসি অফিস মারফত এই LIC Recruitment বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে, প্রধানত এক ধরনের শূন্য পদে ই কর্মী নিয়োগ করা হবে এখানে।

Double Your Money - কম সময়ে টাকা ডবল করার সেরা উপায়

এর নাম ডিজিটাল প্রসেস ওনার। এখানে সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা রয়েছে ২টি। এই নিয়োগটি হবে একটি চুক্তিভিত্তিক নিয়োগ। যেটি চলবে তিন বছর পর্যন্ত। কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হবার পর প্রার্থীদের কাজের দক্ষতা বিচার করে পুনরায় কাজে নিয়োগ করা হবে। আর এই কাজের মাধ্যমে অনেকটাই বেকারত্ব কমতে পারে বলে মনে করছেন অনেকে।

মাসিক আয় মাত্র 5000 টাকা হলেও কোটিপতি হওয়া সম্ভব। ব্যাংক ঋণ নিয়ে ধনী হবার গোপন সুত্র জেনে নিন।

LIC Recruitment Apply Last Date

এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৮ এপ্রিল ২০২৪ পর্যন্ত। সকল ইচ্ছুক প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে তারা যেন আর দেরি না করে শীঘ্রই আবেদন শুরু করে ফেলেন। এ বিষয়ে আরো জানতে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।
Written by Nabadip Saha.

স্টেট ব্যাংকে একাউন্ট থাকলেই পাবেন টাকা। কারা পাবেন? কিভাবে আবেদন করবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment