TET Scam – সুপ্রিমকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রায় হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ। অভিযোগ প্রমাণিত।

আবারো উঠে এলো এক চাঞ্চল্যকর খবর সুপ্রিমকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রায় হাজার শিক্ষকের চাকরি বাতিলের (TET Scam) নির্দেশ। দীর্ঘদিন ধরে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা চলছে আদালতে। এবার এই মামলাতেই যুক্ত হল নতুন দিক। এতদিন রাজ্যের অন্যান্য সরকারি স্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে বেশকিছু নিয়ম ভঙ্গ হয়েছিল। স্বজন পোষণের পাশাপাশি ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ ছিল শাসক দলের বেশকিছু নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও হয়েছে নিয়ম ভঙ্গ। যার জেরে চাকরি যেতে পারে বহু শিক্ষকের। এই ব্যাপারে কী রায় দিল সুপ্রিম কোর্ট? কতজন শিক্ষকের চাকরি যেতে পারে? জেনে নিন।

Advertisement

Jobs of 558 Teachers Canceled in TET Scam

পেশ হয়েছে সুপ্রিম কোর্ট কমিটির তৈরি করা সিদ্ধান্ত। এবার বাতিল হয়ে যাবে ৫৫৮ জন অবৈধ শিক্ষকদের চাকরি! ওই শিক্ষকদের মাদ্রাসা শিক্ষা দপ্তর ও মাদ্রাসা কমিটি নিযুক্ত করেছিল। মাদ্রাসা পরিচালন সমিতি দ্বারা ৯৫৭ জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল। এবার তার মধ্যে থেকেই ৫৫৮ জন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই বিষয়ে মামলা করেছিলেন ১০ জন শিক্ষক। এই ব্যাপারে তদন্ত করতে সুপ্রিম কোর্ট কমিটি গঠন করে দিয়েছিল। কমিটির সদস্যদের বলা হয়েছে সমস্ত নথিপত্র সহ হাজির হতে।

Advertisement
Govt hikes LPG subsidy

মোট ৯৫৭ জন শিক্ষকদের এদিন সুপ্রিম কোর্টে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু মাত্র ৫৫৮ জন শিক্ষক হাজির হয়েছিলেন। সমস্ত নথি দেখার পর সুপ্রিম কোর্ট ওই শিক্ষকদের চাকরি বাতিলের (TET Scam) নির্দেশ দিয়েছে। অপরদিকে নির্দেশ পাওয়া সত্ত্বেও বহু শিক্ষক এদিন হাজিরা দেননি। তাঁদের আদালতের নির্দেশ অবমাননা আর তদন্ত করার পর বেশকিছু গড়মিল থাকায় চাকরি বাতিল হবে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে ওই শিক্ষকদের চাকরি শূন্যপদে হয়নি।

আরোও পড়ুন » Ration Items List – পুজোর মাসে পাবেন ডবল রেশন। কোন রেশন কার্ডে কত পরিমান রেশন পাবেন জেনে নিন।

এই সম্পর্কে মাদ্রাসা নবান্নে রিপোর্ট জমা করবে। ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন আবিদ হোসেন বলেছেন, খুব তাড়াতাড়ি ডি আই সহ অন্যান্য শিক্ষকেরা হতে চিঠি পেয়ে যাবেন।

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!