Advertisement
Jio Recharge offer for 1 years (জিও রিচার্জ অফার)
Advertisement

চমকপ্রদ অফার জিওর। Jio Recharge Offer এ রিচার্জ করতে হবে না ১ বছরের উপর তার সাথে পাবেন আরও 87GB ডেটা, আরও কত কি। কিভাবে পাবেন এই সুবিধা, কাদের জন্য এই অফার, জেনে নিন বিস্তারিত।

Advertisement

গ্রাহকদের ধরে রাখতে একের পর এক অফার দেওয়ার প্রতিযোগিতা চলছে টেলিকম কোম্পানিগুলোর মধ্যে। আর সেই জায়গায় দাঁড়িয়ে রিলায়েন্স জিও (Reliance Jio Recharge Offer) পর পর এরকম ধরনের রিচার্জ প্ল্যান অফার করেই চলেছে। যাতে কোনোভাবেই গ্রাহকরা কোম্পানির হাতছাড়া না হয়। এবার ১০ ফেব্রুয়ারি থেকে রিলায়েন্স জিও নতুন ধামাকাদার Jio Recharge Offer রিচার্জ প্ল্যান অফার করেছে।

Advertisement

Jio Recharge Offer for special customers:

যেখানে মোট ৮৭ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে সব মিলিয়ে। তাছাড়া আনলিমিটেড কলিং, মেসেজিং সহ অন্যান্য সুবিধা তো থাকছেই। তবে সমস্ত জিও গ্রাহকরা এই সুবিধা পাবেন না। এর জন্য আপনাকে মাই জিও অ্যাপ (MyJio App) বা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই অফার রিলায়েন্স জিওর তরফে ভ্যালেন্টাইন ডে (Valentine Day) উপলক্ষে দেওয়া হচ্ছে। এবার একবার দেখে নেওয়া যাক, সেই সমস্ত রিচার্জ প্ল্যান এর অফার গুলি কি কি:

Advertisement

My Jio ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান
(My Jio Recharge Offer)– এই প্ল‍্যানের বৈধতা ২৩ দিন। এতে ২ জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। তাছাড়া আনলিমিটেড কলিং এবং SMS এর সুবিধা পাবেন গ্রাহকরা।
Jio ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল‍্যানের বৈধতা আবার ৩০ দিন অর্থাৎ এক মাস। জিওর এই প্ল‍্যানে গ্রাহকেরা প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং, মেসেজিং এবং জিও অ্যাপসের সুবিধা পাবেন।

আধার কার্ডের অফিসে সহযোগী কর্মী নিয়োগ, ছেলে মেয়ে সবাই আবেদন করুন।

Jio ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল‍্যানের বৈধতা ৩ মাস অর্থাৎ ৯০ দিন। এই প্ল‍্যানে গ্রাহকরা ২.৫ GB করে Internet Data পাবেন। এছাড়াও Unlimited Calling, SMS এবং Jio Apps- এর সুবিধা পাবেন।
Jio ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান
জিওর এই প্ল্যানে গ্রাহকেরা ২.৫ জিবি করে ইন্টারনেট ডেটা পাবেন। এছাড়াও আনলিমিটেড কলিং (Unlimited Calling) মেসেজিং (Messaging) জিও অ্যাপসের (Jio App) সমস্ত সুবিধা পাবেন গ্রাহকরা। এই প্ল‍্যানের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এর ভ্যালিডিটি ৩৮৮ দিন অর্থাৎ এক বছরের বেশি। এতে ইউজাররা অতিরিক্ত ৮৭ জি বি ডেটা পাবেন।

EK24 News
Minimum Balance in Savings Account (ব্যাংকে মিনিমাম ব্যাল্যান্স)

ফ্রি রিচার্জ অফার পেতে এখানে ক্লিক করুন

তবে ২৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে তবেই ৮৭ জিবি অতিরিক্ত ডেটা পাবেন গ্রাহকেরা। My Jio App এ ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা ১২ই মার্চ পর্যন্ত এই অফারটি নিতে পারবেন। এছাড়াও Ixigo থেকে ৪৫০০ টাকা বা তার বেশি মূল্যের ফ্লাইট বুকিং করলে ৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এরকম ধরনের একাধিক My Jio Recharge Offer অফার দেওয়া হয়েছে জিওর তরফে।
Written by Rajib Ghosh.

Advertisement

আরও পড়ুন, Online Income করতে 5টি সহজ পদ্ধতি জেনে নিন, মাসে আয় দেখলে চমকে যাবেন!

Advertisement
Advertisement
8 thoughts on “Jio Recharge Offer – একদম বিনামূল্যে 1 বছর ভ্যালিডিটি ও 87GB ডেটা দিচ্ছে জিও, সীমিত সময়ের অফার।”
  1. Advertisement
  2. Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement