Advertisement
Jio Recharge Offer 100 Rs discount
Advertisement

Jio Recharge Offer : হাতে মাত্র ৯ দিন, আজই ক্যাশব্যাকের সুবিধা নিন

ট্রাই এর নির্দেশ অনুসারে জিও (Jio Recharge Offer) গ্রাহকদের ৩০ দিনের মেয়াদ যুক্ত রিচার্জ প্ল্যান বাজারে লঞ্চ করেছিল। এবার গ্রাহকদের পকেট বাঁচাতে ক্যাশব্যাক এর সুবিধা দিল জিও। রিচার্জ করতে আর লাগবেনা ৩৯৯ টাকা।

Advertisement

গ্রাহকদের সুবিধা দিতে জিও ৩০ দিন, ৫৬ দিন, ৮৪ দিন এমনকি ১ বছরের রিচার্জ প্ল্যানও লঞ্চ (Jio Recharge Offer) করেছে বাজারে। এই প্ল্যান গুলিতে দৈনিক নির্দিষ্ট সীমা শেষ হয়ে যাওয়ার পরেও ব্যবহারকারীরা কম গতি সম্পন্ন ডেটা ব্যবহার করার সুযোগ পেয়ে থাকেন। এবার রিচার্জ শেষ হয়ে গেলে নতুন ভাবে রিচার্জ করতে গেলে পাওয়া যাবে ক্যাশব্যাকের সুবিধা।

Advertisement

কিভাবে পাওয়া যাবে এই ক্যাশব্যাকের (Jio Recharge Offer) সুবিধা-
১) রিলায়েন্স জিওর অফিশিয়াল ওয়েবসাইট বা Jio.Com এ যেতে হবে।
২) ব্র্যান্ড অফারস অপশনে ক্লিক করে নতুন পেজে এন্টার করতে হবে।
৩) রিচার্জ অফারর্স অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপরে দেখা যাবে ক্যাশব্যাকের সুবিধাটি।
উল্লেখ্য, অফারটি কেবলমাত্র ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বৈধ হবে।

Advertisement

কারা ক্যাশব্যাক এর সুবিধা পেতে পারেন-
একমাত্র মোবিকুইক -এর নতুন ইউজাররাই ক্যাশব্যাক এর সুবিধা পেয়ে যাবেন। একই সুবিধা পেতে হলে কমপক্ষে ৩৯৯ টাকার রিচার্জ (Jio Recharge Offer) করতে হবে। তার বেশি হলে কোনো অসুবিধে নেই। তবেই পাওয়া যাবে রিচার্জের উপর ১০০ টাকার ক্যাশব্যাক অফার। ওয়েবসাইটে অফার সম্পর্কিত বিশদ বর্ণনা করা থাকবে।

আরও পড়ুন, Jio Recharge – গ্রাহক বাড়াতে ৭৫ টাকার নতুন প্ল্যান আনলো জিও, এক রিচার্জেই সারা মাস আনলিমিটেড

একমাত্র My Jio বা jio.Com থেকে রিচার্জ করলেই ক্যাশব্যাক এর সুবিধা পাওয়া যাবে। কমপক্ষে ৩৯৯ টাকার রিচার্জ (Jio Recharge Offer) করালে ২৯৯ টাকা খরচ করতে হবে একজন ইউজারকে। রিচার্জের উপর একবার ক্যাশব্যাক এর সুবিধা পাওয়া গেলে দ্বিতীয়বার রিচার্জ করতে গেলে আর সেই সুবিধা পাওয়া যাবে না।

EK24 News

তাহলে দেরি কিসের! আপনিও একজন jio সিম গ্রাহক হয়ে থাকলে, এই সুবিধা পেতে পারেন। অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Advertisement

আরও পড়ুন, মাত্র ২০ টাকার কমে ৩০ দিনের ভ্যালিডিটি, এই রিচার্জ প্ল্যান চিন্তায় ফেলে দিলো জিও এয়ারটেলকে।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement