Advertisement
Unlimited Jio Free Data Recharge Plan (Jio ফ্রী রিচার্জ অফার)
Advertisement

২০১৬ সালে Unlimited Jio Free Data and Unlimited calling সুবিধা নিয়ে যাত্রা শুরু করে জিও। আর ২০১৭ সালে সকলের জন্য jio free data দেওয়া শুরু করে রিলায়েন্স। টানা ২ বছর ফ্রি দেওয়ার পর রিচার্জ প্ল্যান আনে বাজারে। ৯৮ টাকার রিচার্জ এখন ১৯৯ টাকায় এসে দাড়িয়েছে।
বর্তমানে লাগামছাড়া মূল্যবৃদ্ধির বাজারে যদি মোবাইল ফোনে ফ্রি রিচার্জ প্ল‍্যানের অফার কোনো টেলিকম সংস্থা দিয়ে থাকে, তাহলে তার চেয়ে চমকপ্রদ খবর আর কিছু হতে পারে না। হ্যাঁ, এইরকম অফার দিচ্ছে জিও।

Advertisement

এখনো পর্যন্ত দেশের অধিকাংশ গ্রাহক Jio Network ব্যবহার করেন। জিও কোম্পানির গ্রাহকের সংখ্যা অন্যান্য সমস্ত টেলিকম সংস্থাগুলোর থেকে বহু গুণ বেশি। এর আবার কারণও রয়েছে। প্রথম জিওই jio free data দিয়ে মোবাইল ফোনের জগতে এক বিপ্লব এনে দেয়। একেবারে নামমাত্র মূল্যে হ্যান্ডসেট (Handset) দেওয়া থেকে শুরু করে রিচার্জ প্ল্যান jio free data এর অফার শুরু করে দিয়েছিল Reliance Jio আর তার ফলে দেশবাসী খুব সহজেই মোবাইল ফোন হাতের কাছে পেয়ে যান। ব্যবহার শুরু করে দেন।

Advertisement

শুধু তাই নয়, ইন্টারনেট যখন সহজলভ্য হতে শুরু করলো স্মার্টফোনের দৌলতে, যখন হাতে হাতে নেট পরিষেবা একেবারে পৌঁছে গেল, ঠিক সেই সময়ও ডেটা খরচের মূল্য এক ধাক্কায় নিচে নামিয়ে দিয়ে দেশবাসীকে সুবিধা পৌঁছে দিল এই জিও। বর্তমানে 5G পরিষেবা প্রায় ৩০০ টি শহরে পৌঁছে দিয়েছে জিও। 4G পরিষেবায় একেবারে রমরমিয়ে চালানোর পরে 5G পরিষেবাতেও অধিকাংশ বাজার দখল করতে চাইছে Jio সেই লক্ষ্যে প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। আর নিত্যনতুন রিচার্জ প্ল‍্যানের অফার দিয়ে দেশবাসীকে নিজেদের সংস্থার দখলে রাখার চেষ্টা চলছে।

Advertisement

এবার জিওর তরফে এমন একটি Jio free data Recharge Plan-এর অফার দেওয়া হয়েছে, যা যথেষ্টই চমকপ্রদ। কি সেই অফার? ৩০ দিনের রিচার্জ প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে Jio মোবাইলে ফোনে ২৩ দিনের জন্য Internet Data, Unlimited Calling, SMS, Jio Apps Free Subscription সহ সম্পূর্ণ পরিষেবাই ২৩ দিনের জন্য বিনামূল্যে দিচ্ছে Jio তবে যে সমস্ত জিওর গ্রাহকরা এই ২৩ দিনের ফ্রি রিচার্জ প্ল্যান নিতে চাইবেন, তাদের দীর্ঘমেয়াদি একটি রিচার্জ প্ল্যান নিতে হবে। তবেই ২৩ দিনের ফ্রি রিচার্জ এর সুবিধা পেতে পারবেন গ্রাহকেরা।

Best Recharge Plans (মোবাইল রিচার্জ প্ল্যান)

Unlimited Jio Free Data Recharge Plan:

যে রিচার্জ প্ল্যানটি নিলে গ্রাহকরা ২৩ দিনের সম্পূর্ণ ফ্রি পরিষেবা পাবেন তার মূল্য হল ২৯৯৯ টাকা। এই প্ল্যানটি জিওর গ্রাহকরা কিনলে তবেই পাবেন ২৩ দিনের ফ্রি রিচার্জ এর সুবিধা। এবার এটা সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক:
জিওর ২৯৯৯ টাকার রিচার্জ প্ল‍্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এতে প্রতিদিন 2.5 GB Data, Unlimited Calling, প্রতিদিন ১০০ টি করে SMS, Jio Apps-এর jio free data Subscription সহ সমস্ত পরিষেবাই পাওয়া যাবে।

EK24 News

চলতি সপ্তাহে 5টি চাকরীর ফর্ম ফিলাপ চলছে, আবেদন করতে ক্লিক করুন।

এবার এই রিচার্জ প্ল‍্যানে ৩৬৫ দিনের মেয়াদের সঙ্গে ২৩ দিন ফ্রী পরিষেবা পাওয়া যাবে। তাহলে ৩৬৫+২৩ দিন এই রিচার্জ প্ল‍্যানের সুবিধা পাবেন গ্রাহকেরা। এর সঙ্গে ৭৫ জিবি ইন্টারনেট ডেটা অতিরিক্ত পাবেন গ্রাহকেরা।
এই মুহূর্তে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। আর তার ফলে বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করছে সংস্থা।
Written by Rajib Ghosh.

Advertisement

10 টি সেরা ফেসবুক টিপস ও ট্রিকস যা সকলের জেনে রাখা প্রয়োজন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement