Jio Free Recharge Offer – দুর্দান্ত অফার, 3 মাসের রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে।
টেলিকম সেক্টরে এখনো পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন মুকেশ আম্বানি (Jio Free Recharge Offer). Reliance Jio প্রথম দিন থেকেই টেলিকম ব্যবসায় নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে। একেবারে বিনামূল্যে নেট পরিষেবা প্রদান থেকে শুরু করে ভারতে 4G ইন্টারনেটের চল বাড়ায়।
ভারতে ইন্টারনেট রেভলিউশন এসেছে জিওর হাত ধরেই।
এই মুহূর্তে দেশের মানুষের কাছে নির্ভরযোগ্য নেটওয়ার্ক হলো Reliance Jio তবে প্রথম দিকে নতুন কোম্পানি হওয়ার কারণে জিওকে অনেকে ভরসা করতে পারেননি। এখন অনেকে আবার Jio Phone ব্যবহার করেন।
আর তাদের জন্যই একটি সুখবর (Jio Free Recharge Offer) রয়েছে। আপনি বিনামূল্যে প্রতিদিন 2GB Data পেয়ে যাবেন।
যারা জিও ব্যবহার করেন তারা জানেন প্রতিদিন 2 GB ডেটার জন্য 3 মাসের সময়সীমায় 749 টাকা দিতে হয়।
এবার যদি সেই 2GB Data আপনি ফ্রি (Jio Free Recharge Offer) পেতে চান। এর জন্য আপনাকে সেরকম কিছু করতে হবে না। 749 টাকার ফ্রি রিচার্জ পাওয়ার জন্য আপনাকে কল করতে হবে 180088999999 এই নম্বরে।
আরও পড়ুন, লটারির টিকিট কেটে এক চান্সে কোটিপতি হতে চান? তাহলে দেখে নিন এই বিশেষ পদ্ধতি।
তবে এই অফার তাদের জন্যই যারা দুই বছর ধরে Jio সিম ব্যবহার করছেন। জিও পুরনো গ্রাহকদের জন্যই এই অফার (Jio Free Recharge Offer) নিয়ে এসেছে। অর্থাৎ আপনার যদি দুই বছরের পুরনো সিম থাকে তাহলে অই নাম্বারে কল করে ভয়েস নির্দেশিকা অনুসরন করুন, এরপর আপনার একাউন্ট বিবেচিত হলে আপনি এই পরিষেবা বিনামূল্যে পেয়ে যাবেন।
প্রথমে গ্রাহক বাড়ানোর জন্য জিও ফ্রি পরিষেবা দিয়েছিল। আর এখন সমস্ত পুরাতন গ্রাহকদের এই পরিষেবা দেওয়ার ঘোষণা হয়েছে। এই অফার (Jio Free Recharge Offer) পেতে হলেম আপনাকে এই নম্বরে (180088999999) কল করতে হবে। তাহলে আপনিও পেয়ে যেতে পারেন জিও ফ্রী রিচার্জ।
Written by Rajib Ghosh.
State bank ছাড়া সমস্ত ব্যাংক কে বেসরকারি করার প্রস্তাব, সব কি বিক্রি হয়ে যাবে?
Maynaguri road ulladbri
Maynaguri road ulladbri
Ulladbri# kanai mandal
No e call e jachhe na..bolche invalid no
Number does not exist
Rechage
Rechag
Apnar protibedon ey deoa number er kono astitwa nei.
180088999999 is not existing. I think that the news is fake.
Calling this number 180088999999 says “You don’t recognize this number, please verify the number”. This number is incorrect.
Hii
Hi
Good news
Free recharge