Jio Free Mobile Phone Offer:
দেশের প্রায় সব জিনিসের বাজার ধরতে একেবারে ঝাঁপিয়ে পড়েছে রিলায়েন্স (Reliance) শুধুমাত্র টেলিকম সেক্টর নয়, কোনো কিছুতেই পিছিয়ে থাকতে রাজি নয় তারা। আর তাই এবার প্রায় সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল ফোন (Jio Free Mobile Phone) Mobile Phone দিতে চলেছে দেশবাসীকে। দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্রায় সমস্ত সংস্থার তরফেই একাধিক অফার দেওয়া হয়।
টিভি, ফ্রিজ, ল্যাপটপ, স্মার্টফোন, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট সহ সব জিনিসের উপর এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অফার দিয়ে থাকে সমস্ত কোম্পানিগুলো। শুধুমাত্র যে সংস্থার পক্ষ থেকে অফার দেওয়া হয় তা নয়, বিভিন্ন ই-কমার্স সাইট E-COMMERCE Site, যেমন Amazon, Flipkart- এর মত বৃহৎ মাপের ই-কমার্স সাইটগুলো গ্রাহকদের উদ্দেশ্যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের অফার দিয়েছে।
Jio Free Mobile Phone ধামাকা অফার!
পাশাপাশি কোনো জিনিসের বাজার না ছাড়ার লক্ষ্যে এবার সরাসরি মোবাইল ফোন সম্পূর্ণ বিনামূল্যে (Jio Free Mobile Phone) প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিতে চলে চলেছে রিলায়েন্স Reliance মোবাইল রিচার্জ এর ক্ষেত্রে একের পর এক চমক দিয়ে টেলিকম বাজারকে প্রায় নিজেদের দখলে নিয়ে নিয়েছে রিলায়েন্স জিও। এবার মোবাইল ফোন উৎপাদন করেও সেই বাজারকেও ছাড়তে চাইছে না তারা। আর তাই এই মুহূর্তে যদি আপনার মোবাইল ফোন কেনার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই একবার রিলায়েন্স জিওর এই 4G Phone সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারেন। কারণ সম্পূর্ণ বিনামূল্যেই প্রায় পেতে চলেছেন এই মোবাইল ফোন।
Jio Free Mobile Phone এর এই স্মার্টফোন নিতে গেলে ১৯৯৯ টাকার প্ল্যান কিনতে হবে। এই প্ল্যানের অধীনে জিও ফোনের সঙ্গে ২ বছরের ভ্যালিডিটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এছাড়াও জিওর এই ফোরজি ফোনে Unlimited Calling- এর সুবিধা পাবেন গ্রাহকরা। যেকোনো নেটওয়ার্কের ক্ষেত্রেই কলিং করতে পারবেন। ২ বছরের জন্য এই প্ল্যানের অধীনে ৪৮ GB Data পাওয়া যাবে। Jio Apps-এর Free Subscription পাওয়া যাবে।
আরেকটি Jio Free Mobile Phone প্ল্যান নিয়ে এসেছে রিলায়েন্স জিও। সেখানে প্ল্যানের দাম আরো সস্তা। মাত্র ১৪৯৯ টাকায় একটি ফোরজি ফোন পাবেন গ্রাহকেরা। এই প্ল্যানের অধীনে ১ বছরের জন্য বিনামূল্যে ভ্যালিডিটি পাওয়া যাবে। সেক্ষেত্রে ২৪ GB Data পাবেন গ্রাহকেরা। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং এর ফেসিলিটি। Jio Apps-এর Free Subscription.
কেন্দ্র সরকারের এই প্রকল্পে 8000 টাকা দিচ্ছে, বাংলার মানুষ কিভাবে নাম লেখাবেন জেনে নিন।
এবার জেনে নেওয়া যাক, Jio-র এই 4G Phone-এর Configuration কিরকম:
জিওর এই ফোরজি ফোনে পাচ্ছেন ২.৪ ইঞ্চির QVGA Display, তার সঙ্গে পাচ্ছেন Flashlight এবং FM Radio শুধু তাই নয়, পাচ্ছেন ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার এবং 4Way Navigation জিওর এই 4G Phone থেকে Whatsapp, Facebook এবং Youtube এর মত Social Media এবং অ্যাপগুলিও ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। ডিজিটাল দুনিয়ায় কোনো গ্রাহক চাইলে ডিটক্স ব্যবহার করতে পারবেন।
৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রিলায়েন্স জিওর তরফে এই Jio Free Mobile Phone 4G ফোন দেওয়া হচ্ছে প্রায় বিনামূল্যে।
Written by Rajib Ghosh.
grand offer for India .
This is jio network problem,it’s not good
Jio Mobile
Free jio mobile
Jio free mbl phone
Good service in Jio network
Abdul Hamid sardar Good service in Jio network my is happy
জিও নেটওয়ার্ক আগের থেকে অনেক খারাপ পরিস্থিতি,