Advertisement
JEE Main Result 2022
Advertisement

দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রকাশ করা হলJEE Main Result 2022 Session 1 এর রেজাল্ট, কিভাবে দেখবেন রেজাল্ট? জেনে নিন.

গত ২৪ জুন শুরু হয়েছিল জেইই মেইন (JEE Main Result 2022) পরীক্ষা। পরীক্ষা চলেছিল গত ২৯ জুন পর্যন্ত। ন্যাশনাল টেস্টিং এজেন্সির বা এনটিএ এই পরীক্ষার আয়োজন করে থাকে। কিন্তু এ বছরের জেইই মেইন পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে? এ নিয়ে এতদিন পরীক্ষার্থীদের মনে একটা চাপা ভয় ছিল। সেই জল্পনার অবসান ঘটলো।

Advertisement

এনটিএ -এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল (JEE Main Result 2022) প্রকাশ নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে খবর, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সকালে এনটিএ -এর তরফ থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় শীর্ষস্থান অধিকারীদেরও তালিকা প্রকাশ করা হয়েছে, যারা ১০০ শতাংশ নম্বর পেয়েছে। তালিকায় প্রথম ১৪ জনের মধ্যে ১০ জন ছাত্র জেনারেল ক্যাটাগরীর, OBC NCL বিভাগের ২ জন ছাত্র ও সাধারণ EWS বিভাগের ২ জন ছাত্র।

Advertisement

কিভাবে JEE Main Result 2022 এর সেশন ১ এর ফলাফল দেখবেন?

১) ন্যাশনাল টেস্টিং এজেন্সির অর্থাৎ এনটিএ এর অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইটটি-
jeemain.nta.nic.in

Advertisement

২) নতুন হোমপেজে ‘JEE Main 2022 Result’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে। সাথে দিতে হবে গুরুত্বপূর্ণ তথ্য।
৩) তথ্য সঠিকভাবে দেওয়ার পর লগইন করতে হবে।
৪) স্ক্রিনে জেইই মেইনের সেশন ১ এর রেজাল্ট দেখা যাবে। ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করা ভালো।
JEE Main Result 2022

প্রসঙ্গত, এবছর জেইই মেইনের সেশন ১ এর পরীক্ষার জন্য মোট প্রায় ৯ লক্ষ জন প্রার্থী নিবন্ধন করেছিল। ভারতের বাইরে ১৭ টি শহরের ৫৮৮ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাটি পরিচালিত হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ‘আনসার কি’ প্রকাশ করা হয় NTA এর তরফে। সাধারণভাবে প্রায় সকল পরীক্ষার্থী মনে করেছিলেন গত সপ্তাহেই প্রকাশ করা হবে ফলাফল (JEE Main Result 2022)। কিন্তু আজ ফলাফল প্রকাশ করা হয়।

EK24 News

প্রতিদিন মাত্র 2.14 টাকায় মিলছে ফ্রি কলিং, 3 GB ডেটা এবং 300 টি SMS অফার।

ইতিমধ্যেই JEE Main Result 2022 session 2-এর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন লিঙ্ক প্রকাশ করা হয়েছে। গত শনিবার পর্যন্ত সেই লিংকে আবেদনের সময় ছিল। সেইমতো চলতি বছরের আগামী ২১ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষা সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Advertisement

60% নম্বর পেলেই পড়াশোনার জন্য 50 হাজার টাকা স্কলারশিপ পাবেন, অনলাইনে আবেদন করুন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement