বিদ্যুৎ বিল নিয়ে চিন্তার অবসান, বিল ও কম আসবে আর লাইন দিয়ে আর বিল জমা দিতে হবে না, আসতে চলেছে নয়া ব্যবস্থা।
দিন দিন ইলেক্ট্রনিক্স সরঞ্জামের ব্যাবহার যেমন বাড়ছে, সেই সাথে লাফিয়ে বাড়ছে বিদ্যুৎ বিল (Electricity Bill Payment) এর টাকার অঙ্ক। অন্যদিকে অনেকের বাড়িতেই সকলেই কর্মরত থাকায়, বাড়ি বন্ধ পেয়ে মিটার দেখতে পারেন না বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। আর এই দুই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিলো সরকার।
বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য লাইন দিয়ে আর বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে দাঁড়াতে হবে না। দেশজুড়ে এক অত্যাধুনিক পদ্ধতি নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে প্রতিটি বাড়িতে বা সংস্থায় গিয়ে বিদ্যুতের মিটার রিডিং দেখার জন্য যে অফিস থেকে কর্মীদের যেতে হতো সেই পদ্ধতি আর থাকবে না।
অর্থাৎ ইলেকট্রিসিটি অফিস থেকে কোনো কর্মীকে আর কারো বাড়িতে গিয়ে বিদ্যুৎ বিল তৈরি করার জন্য মিটার রিডিং দেখতে হবে না। কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে বিদ্যুতের বিলের জন্য এই অত্যাধুনিক পদ্ধতি শুরু করার পরামর্শ দিয়েছে।
প্রথমেই একাধিক রাজ্য সরকার দিওয়ালীর পরই পরীক্ষামুলক ভাবে এই পদ্ধতি চালু করছে। সেখানে বিদ্যুতের বিল তৈরি করার জন্য এই নতুন প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সারা রাজ্য জুড়ে 4G ইলেকট্রিক মিটার বসাতে চলেছে সরকার। এই 4G Electricity Meter অনেকটা স্মার্টফোনের মতই কাজ করবে।
আজ থেকে রাজ্যের সকল মহিলাকে সরকারি প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, কারা কারা পাচ্ছেন, দেখুন।
সকলেই বিদ্যুৎ বিল এই মিটারে দেখতে পাবেন। অফিসে লাইন দিয়ে বিদ্যুৎ বিল জমা দিতে হবে না। কাউকে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের বিল সংগ্রহ করতে হবে না। যেভাবে স্মার্টফোন রিচার্জ করা হয়, 4G Electricity মিটারে সেই ধরনের সমস্ত সুযোগ সুবিধা থাকায় বিদ্যুতের বিল জমা দেওয়া অনেক সহজ হতে চলেছে।
4G ইলেকট্রিক মিটার স্মার্টফোনের মতই কাজ করবে। ১ জুলাই থেকে একাধিক রাজ্যে এই 4G Meter বসানোর কাজ শুরু হয়েছে। সারাদেশেই এই 4G ইলেকট্রিক মিটার বসানোর নিদান দিয়েছে কেন্দ্র।
বিদ্যুৎ চুরির ঘটনা আকছার দেখা যায়। যার ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এই পদ্ধতি শুরু হওয়ার পরে যদি কেউ চুরি করে, তবে সাথে সাথে ধরা পড়ে যাবে।
অক্টোবরে রান্নার গ্যাস পাবেন না আগের দামে, গ্যাস পেতে হলে নতুন নিয়মে জেনে নিন।
অন্যদিকে এই উন্নত মিটারে রেজিস্টান্ট পাওয়ার কম হওয়ায় পাওয়ার কঞ্জামসন কমবে, যার ফলে বিদ্যুতের অপচয় কমবে, আর বিল ও কম আসবে। আর মাসে মাসে বিল হওয়ায় ইউনিট চার্জ কমে যাবে। আর বিল ও কম আসবে। এই পদ্ধতিতে কি গ্রাহকের ভালো হবে? আপনার মুল্যবান মতামত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Rajib Ghosh.
Very Good.
Yes
How i collected this Metter from where in Siliguri . Please confirm me .
Ai concept ta ki Ambanir ??? Mone toh ho66e Tai. Digital er lalos dekhiye sadharan manush k harassment karono ho66e ader niti. Aaj k 200 taka recharge tar pore Hobe masik 1000 taka recharge. Just like …….Free jio ajj k 239 Jio , Status ——Compulsory nahole Sim closed. No Incoming no Out going . Janata Taliya .
Highly accepted for digital India
দয়া করে মিনিমাম রেট টা রাখবেন
আপনি জানেন আগে ২৬০০টাকা জমা দিতে হবে তবে মিটার দেবে।
Very good proposal.
বলুন কয়েক জন লোকের চাকরি খাবেন। কিছু লোক খেটে খাচ্ছিলো, সৎ পথে, সেটা হজম হচ্ছেনা। আমার বাড়ি তে কোনো ভাবেই লাগাতে দেবোনা। লোক আসুক, মিটার দেখুক প্রতি মাসে, নতুন লোক নিয়োগ হোক। কিছু সংসার বেঁচে যাবে।
প্রথমে আপনারা এই ভাবে বলবেন তার পর জিও ধন ধনা ধন এর মত হবে।
28 দিনে মাস। প্রতি দিন 1.5 জিবি 1 জিবি চালাইলেল নেট শেষ।কিভাবে যে 1.5 জিবি যায় কেউ হিসাবেই পায়না।
চুরি করে করে আদানি,আম্বানি আরব পতি থেকে ডলার পতি।এটাই করতে চলেছে।আপনার আমার দেখতে দেখতে আর বলতে বলতেই শেষ। তাই মিটার লাগানোর আগে সবাই ভাববেন আর হাজার হাজার বেকার ছেলের কাজ হারাবে।
Super
Very good decisions for middle class family.
When start in West Bengal?
Very good project
No doubt, very good process, but my question is, without attending at my house, how the electric office will read the meter-reading?
There will be link with metre and electric office.
জারা কাজ করতো তাদের কী হবে?
Darun initiative… monthly bill asata bhalo
Good idea ami ata somorthon korchi..
Thank you centre government
DADA MOBILE ER MOTOI BOKA BANABE PROTHOME KOM PORE BASHE. TAKA THAKLE Light JALAN NAA THAKLE LODSEDING. PASER BARI LIGHT ON APNER LIGHT OFF.
Excellent step to adapt modern technology.Lets see what happen in practical field.
Inovation and we.
By smart phone technology
YES IT IS VERY USEFUL AND POCKET FRIENDLY
Jio sim free te sob diye chilo mone ache.r akhon kamon lagche.same hobe
তিন মাসের বিলের slab প্রথাটা যে উঠে যাবে তাতে আমরা নিশ্চিত , কিন্তু সরকার যাতে minimum rate নেয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ এখানে কোনও competition নেই।
Very good idea, khub taratari karun please,tahale churi ta bandha hobe,bill o Combe
This is a great decision but the process will lead in the increase of jobless candidate people who came for the reading and those who collected the bill at the electric office will be left with no job I hope they will get other post in the same office
The post of meter reader will be abolished i.e. the scope of next generation will be decreased.
বাহ দারুন ব্যবস্থা
খুব শীঘ্রই হোক
সৎ ভাবে বিদুৎ ব্যবহার করে ও যাদের বিল মাসে ২০০ টাকা খরচ হয় না তাদের জন্য কি ব্যবস্থা?
Since wbseb will send monthly bill the bill will be less than ¹/3 of quarterly bill ONLY IF THEY DO NOT IMPOSE HIGHER RATE PER UNIT.
Kshounish Chandra Choudhury
9932520309
How i collected this Metter from where in Diamond Harbour Please confirm me .এইটা অনেক দিন আগে থেকে দেওয়া দরকার ছিল, যারা মিটার না দেখে বিল করে তাদের না থাকায় ভালো
Very very nice and useful. It is great.
অবশ্যই ভালো।তবে যদি চালু হয়।দীর্ঘমেয়াদি গড়িমসিতে শুধু একগাদা বিল কালেক্ট করে বিদ্যুত সন্স্থা।
Hocking bondho hok. Emon onek bari ache jader brite takar komti nai. Kintu tader nesha hocking korar.
Aisober jono barti charge amader moto sadharon manusher upor ase pore.
New project jodi sotti chalu hoy tahole sadhran manusher khub vlo hoy. 8
যদি দেখা যায় ওয়ান মাস ওয়ান বিল তাহলে বিদ্যুৎ বিল এর ইউনিট রেট কম হবে। কিন্তুু এখানে আমার কথা হল সরকার যদি এই কাজ সম্পুর্ন করার পর মোবাইলের সিমের মতো recharge এর মতো বিদ্যুৎ বিল রেট বারিয়ে দেয় তাহলে কোন পরিবর্তন হল না । তাই সেদিকেও যেন নজর থাকে। আর তা না হলে কোন ই লাভ নাই।
This is very high for poor people … Because this is for prepaid system .
And many lac people engagement thik reading billing job so govt no declared that worker who were abojorved …..
Otherwise so lac of emplyed shellbe unemployed if this project is run….
Garib manuser mathi hat
খুব ভাল হবে
I very much appreciate the effort by the govt. in this direction, since it is very much a digital transformation.
Good project
as fast as project must be completed
good project
jekhane pre paid meter legeche tara aaj ke paresan aache or bari te 100 unite mas chale jeto akhan 10 theke 15 dine ses haye jachhe ei bhabebey sabai ke lutbe takhan ar kichu balte parben na.
এটা সরকারের আর একটা ধাপ্পাবাজি….
পরে বিল বেশি আসলে বলবে রিডিং আমরা নেয়নি…
আমি তো 4 বছর ধরে ঘুরছি…. 15 দিনে 15 হাজার টাকা বিল এসেছে, এখন বলছে রিডিং নেয়া আমাদের কাজ না….
Bidyut bill thik thak jate newa hoi keo jate thoke na ba jeteo na ar keo jate bidyut chori korte pare na sitta amar Bharat dhoritri sarkarer kase minati
অবশ্যই ভালো।তবে যদি চালু হয়।দীর্ঘমেয়াদি গড়িমসিতে শুধু একগাদা বিল কালেক্ট করে বিদ্যুত সন্স্থা।
অবশ্যই ভালো।যদি চালু হয়।দীর্ঘমেয়াদি গড়িমসিতে প্রচুর বিল কালেক্ট করে বিদ্যুত সংস্থা।পি কে বেরা
Very good project
Very good
যে সুবিধার কথা গুলো বলা হয়েছে। সেগুলো যেমন ঠিক আবার কিছু বিষয় আছে রির্চাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ লাইন অটোমেটিক কাট হয়ে যাবে। আরো অনেক আরো অসুবিধা হবে। সেটা ব্যবহার করলেই বুঝতে পারবে। যেখানে সুবিধা আছে সেখানে অসুবিধা থাকবে এটাই স্বাভাবিক।
A creative proposal is always good & appreciated when it works properly as it was described & this one regarding electric supply is too good of a project !
Nice project indeed waiting eagerly for the start but many more miles to go as there is many a slip between the cup and lip but what is waiting for those who come to collect meter reading from door to door ? Now its going to be like phelo Kari makho tel.
I agree with this project. It is very useful for the consumers.
Thanks
শুধু সুবিধা গুলো দেখানো হয়েছে। এইভাবে সাধারণ মানুষ কে বোকা বানাতে সুবিধা হবে। বিদ্যুৎ মানব জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলুন তো কিভাবে মোবাইল রিচার্জ টা বাড়িয়ে দিয়েছে, এখন কি আমরা নিজেদের মতো করে রিচার্জ করতে পারি। এখন সময় আছে এই প্রকল্প টা না হতে দেওয়া। এখন মাসে ২০০ টাকা রিচার্জ করবেন বিদ্যুৎ পাবেন ভালো কথা। স্মার্ট মিটার সবাই বাড়ি বসে গেলে ফোনের মতো একটা ইচ্ছা মতো টাকা আপনার থেকে নিতে থাকবে, আর এটাই হলো মূল প্ল্যান প্রচুর টাকা লুটে নেবে সরকার মনোনীত কম্পানি। স্মার্ট মিটার বসানো আটকান তা নইলে বড়ো বিপদ।
4 জি মিটার আর ও সমস্য বাড়বে
কারণ এটিপ্রিফেড মিটার
রিচার্জ শেষ বিদ্যুত বিচ্ছিন্ন
200টাকা সারা অসম্ভব
নির্ধারিত তারিখ ও আর ও পনেরদিন সময় আর পাবে না সাধারণ মানুষ
4G meters will increase the problem
Because it is a predefined meter
Power cut off after recharge
200 rupees is impossible
Common people will no longer get the fixed date and fifteen days time
Again there will be no recruitment and many people will be jobless. Good thinking but result bad.
হা ভালো হবে সাধারন মানুষ এর জন্য এই ব্যবস্থা।
It is very very helpful for all citizen,how I can apply for 4G mister,I am from durgapur pin=713206
প্রতি মাসে মিটার রিডিং হলে ভালো হবে। এটা তারা তারি হলে খুবই ভালো হবে।
Good/Thanks