বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন আন্দোলনের মাত্রা আরও এক ধাপ বাড়ানোর সিদ্ধান্ত নিল। রাজ্য সরকারের তরফে কোনো বার্তা না পাওয়ায় যৌথ সংগ্রামী মঞ্চের নেতৃত্বে যে সরকারি কর্মচারী সংগঠনের অবস্থান-বিক্ষোভ চলছে কলকাতার শহীদ মিনার চত্বরে, সেই অবস্থান বিক্ষোভ অষ্টম দিনে পড়েছে।
বকেয়া ডিএ এর দাবীতে অনশনঃ
৮দিন হয়ে যাওয়ার পরও রাজ্য সরকারের তরফে কোনো ইতিবাচক বার্তা না পাওয়ায় যৌথ সংগ্রামী মঞ্চ ঘোষণা করেছে, আগামী শনিবার তারা ২৪ ঘন্টার প্রতীকী অনশনে সামিল হতে চলেছেন। শনিবার দুপুর ১টা থেকে এই প্রতীকী অনশন Intensified Hunger Strike শুরু হবে চলবে রবিবার দুপুর ১টা পর্যন্ত।এছাড়াও বকেয়া ডিএর দাবিতে এবং কেন্দ্রীয় হারে DA পাওয়ার লক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিতে চলেছে যৌথ সংগ্রামী মঞ্চ।
রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠনের উদ্যোগে তৈরি এই যৌথ সংগ্রামী মঞ্চ ইতিমধ্যে রাস্তায় নেমে আন্দোলন (Movement) শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী এর আগে তারা কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনার চত্বর পর্যন্ত মিছিল সংগঠিত করে। তারপর সেই শহীদ মিনার চত্বরেই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করে।
এই মিছিল এবং বিক্ষোভ নিয়ে সরকারের তরফে অনুমতি পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল। সেই সময় সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চের তরফে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেখানেই হাইকোর্টের বিচারপতি মিছিল এবং বিক্ষোভ করার অনুমতি দেন। তারপর থেকেই চলছে বিক্ষোভ।
তবে এই বিক্ষোভ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ওখানে রাজ্য সরকারি কর্মচারীরা সেই অর্থে নেই। রয়েছে কিছু সিপিএমের কর্মী এবং সমর্থকরা। তারাই রাজনৈতিক স্বার্থে এই বকেয়া ডিএ এর দাবিতে এই আন্দোলন শুরু করেছে। এক্ষেত্রে সরকারের কোনো অসুবিধা নেই। ঠিক সময় মত সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে।
গত ২০ মে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়। কিন্তু রাজ্য সরকারের তরফে হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট Special Leave Petition দাখিল করা হয়। সেই মামলার শুনানি এখনো পর্যন্ত শীর্ষ আদালতে শুরু হয়নি। গত জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুনানি হওয়ার কথা থাকলেও হলফনামায় ত্রুটির কারণে শুনানি পিছিয়ে দেন বিচারপতিরা।
স্কুলে শিক্ষকদের শাস্তি দেওয়া অপরাধ নয়, মধুর শাসন পড়ুয়াদের চরিত্র গঠন করে,
আগামী ১৫ই মার্চ সুপ্রিম কোর্টেই মামলার শুনানি হতে পারে। একদিকে আইনি লড়াই চলছে, তার মধ্যেই রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে যৌথ সংগ্রামী মঞ্চ। সরকারি কর্মচারী সংগঠনের দাবি, তারা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৩ শতাংশ হারে DA পান। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৮% হারে DA পান। সেক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডি এর ফারাক ৩৫%.
দীর্ঘদিন ধরেই বকেয়া ডি এর দাবিতে আন্দোলন চালাচ্ছে তারা। এবার তাই আরো একধাপ এগিয়ে শনিবার ২৪ ঘন্টার প্রতীকী অনশন এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রীকে চিঠি দিতে চলেছে যৌথ সংগ্রামী মঞ্চ। এবার দেখার বিষয়, এত পদক্ষেপ নেওয়ার পরেও বকেয়া ডি এ প্রসঙ্গে কোনো ইতিবাচক বার্তা দেখা যায় কিনা। দুপুরে আপডেট আসছে।
Written by Rajib Ghosh.