Advertisement
wb hs history suggestion free pdf download
Advertisement

HS History Suggestion 2022 : উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ভালো নম্বর পেতে চান, রইল শেষ মুহূর্তের টিপস।

অতিমারীর জেরে একদিকে অফলাইনে করানো যায়নি ক্লাস, তার ওপর উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS History Suggestion 2022)। এ বছর হোম সেন্টারেই নেওয়া হবে পরীক্ষা। তাই পরীক্ষার প্রশ্ন, রেজাল্ট কিরকম হবে সে নিয়ে একটা চাপা উদ্বেগ রয়ে গেছে পরীক্ষার্থীদের মনে। আপনিও যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকেন, আজকে এই লেখার মাধ্যমে জানতে পারবেন ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ন প্রশ্ন সম্পর্কে, যেগুলো পড়লে অবশ্যই ভালো নম্বর পাওয়া যাবে।

Advertisement

উল্লেখ্য, প্রতিবারের মতন এবারও ২০ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ৮০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার আগে প্র্যাকটিস সেটের (HS History Suggestion 2022) প্রশ্নের উত্তর পড়ার মাধ্যমে পরীক্ষার্থীরা প্রস্তুত হতে পারেন। মাধ্যমিকের পর বিষয় বাছাইয়ের ক্ষেত্রে আর্টসের বিভিন্ন বিষয় বেছে নিলেও, ইতিহাস আজও অনেক পড়ুয়ার কাছেই কঠিন একটা সাবজেক্ট।

Advertisement

বাংলা, ইংরেজি শেষ। সামনে রয়েছে দীর্ঘ ছুটি। আর এই সময়টাকেই কাজে লাগিয়েই প্রতি বিষয়ে ১০ থেকে ১৫ নম্বর বেশি তুলতে পারবে। পরীক্ষার রুটিন অনুসারে ১৬ এপ্রিল হবে ইতিহাস পরীক্ষা । এবার দেখে নেওয়া যাক

Advertisement

ইতিহাসে বেশি নম্বর (HS History Suggestion 2022) পেতে হলে কি কি করতে হবে।
ইতিহাসের সিলেবাস (HS History Suggestion 2022) –
এ বছর উচ্চমাধ্যমিকে ইতিহাসে যে সকল চ্যাপ্টারগুলি রয়েছে সেগুলি হলো –

১ অধ্যায়- অতীত স্মরণ
৩ অধ্যায়- ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতিঃ নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য
৪ অধ্যায়- সম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া
৫ অধ্যায়- ঔপনিবেশিক ভারতের শাসন
৬ অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ

EK24 News

বাকি অধ্যায়গুলি এ বছরের সিলেবাসে নেই।
প্রশ্ন এবং নম্বরের বিভাজন (HS History Suggestion 2022) –
লিখিত পরীক্ষায় মোট ৮০ নম্বরের মধ্যে ২৪ নম্বর থাকবে মাল্টিপেল চয়েস কোয়েসচেন বা MCQ। এই প্রশ্নের জন্য রাখা হবে না ‘অথবা’ বা ‘বিকল্প’ অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নই (HS History Suggestion 2022) বাধ্যতামূলক। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ নম্বর করে।

Advertisement

পরবর্তী বিভাগে ১৬টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। সবকটিই অল্প বাক্যে উত্তর দিতে হবে। যার নাম SAQ। এখানেও প্রতিটি প্রশ্নের মান ১ রাখা হবে। HS History Suggestion 2022

রচনাধর্মী প্রশ্নের জন্য থাকবে বাকি ৪০ নম্বর। পরীক্ষার্থীদের মোট পাঁচটি প্রশ্ন অর্থাৎ ৮ নম্বরের প্রশ্নগুলির উত্তর দিতে হবে (HS History Suggestion 2022)। এই বিভাগের প্রশ্নের ক্ষেত্রে ‘অথবা’ থাকবে। প্রথম তিনটি চ্যাপ্টার অর্থাৎ অতীত স্মরণ, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া থেকে ৪ টি প্রশ্নের মধ্যে থেকে ৩ টি প্রশ্নের উত্তর করতে হবে। আর ঔপনিবেশিক ভারতের শাসন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ এই দুটির চ্যাপ্টার থেকে ৩ টি প্রশ্নের মধ্যে থেকে ২ টি প্রশ্ন লিখতে হবে।

এবার জানা যাক পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন সম্পর্কে (HS History Suggestion 2022) –
১) অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো।
২) ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো।
৩) বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো।

Advertisement

৪) নানকিং ও তিয়েনসিনের সন্ধির শর্তগুলো আলোচনা করো।
৫) মিউজিয়াম বা জাদুঘরের কার্যাবলী অথবা মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো।
৬) রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল এবং গান্ধিজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন?
HS History Suggestion 2022 Download

৭) ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য এবং ফলাফল আলোচনা করো।
৮) ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ চন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো।
৯) ১৯৪৬ সালে নৌ বিদ্রোহের কারণ এবং তাত্পর্য আলোচনা করো।

১০) সৈয়দ আহমেদের নেতৃত্বে আলীগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
১১) ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো।
১২) ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত আন্দোলনের কারণ আলোচনা করো।

Advertisement

১৩) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি গুলি সম্পর্কে আলোচনা করো।
১৪) সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো।
১৫) সমাজ এবং শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা কতটা আলোচনা করো।

আরও পড়ুন, কেমন হলো আজকের ইংরাজী পরীক্ষা

১৬) জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের প্রেক্ষাপট আলোচনা করো এবং গুরুত্ব আলোচনা করো।
১৭) পেশাদারী ইতিহাস সম্পর্কে কী বোঝো? অপেশাদার এবং পেশাদার ইতিহাসের মধ্যে পার্থক্য আলোচনা করো।
১৮) হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করো।

১৯) ৪ মে আন্দোলনের কারণ এবং ফলাফল সম্পর্কে বল।
২০) পঞ্চাশের মন্বন্তরের কারণ এবং ফলাফল সম্পর্কে বল।
২১) মর্লে-মিন্টো (১৯০৯) শাসন সংস্কার আইন সম্পর্কে বল।
HS History Suggestion 2022

Advertisement

২২) মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার (১৯১৯) আইন বলতে কী বোঝো?
২৩) চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি সম্পর্কে বর্ণনা করো।
২৪) পিটের ভারত শাসন আইন (১৯৩৫) সম্পর্কে আলোচনা করো।
২৫) ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাত্পর্য সম্পর্কে এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ কেমন ছিল তা বর্ণনা করো।

এই প্রশ্নগুলি ইতিহাসের একটি প্রশ্ন সেট হিসেবে দেওয়া হল, এই প্রশ্নগুলির মধ্যে অনেকগুলিই পরীক্ষায় আসতেই পারে। তাই অনেকটাই যখন সময় রয়েছে, তখন সবকয়টি প্রশ্নই পড়ে নাও এবং পরবর্তী আর্টিকেলে ইতিহাসের সম্পূর্ন সাজেশন পিডিএফ আকারে দেওয়া হবে, সঙ্গে থাকুন এবং আপনাদের কোনও মতামত কিংবা প্রশ্ন থাকলে তা নিচে কমেন্টে জানাতে পারেন।

উচ্চ মাধ্যমিক সাজেশন পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Advertisement
Advertisement
9 thoughts on “HS History Suggestion 2022 : উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় বেশি নম্বর পেতে এই রচনাধর্মী প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ PDF Free Download।”
  1. আগের মতো pdf আকারে দিলে ভালো হতো। বাংলা ও ইংরেজি তে ভালো মানের কমন পাওয়া গেছে। এই ভাবে আমাদের পাশে থাকুন।

  2. Advertisement
  3. History, philosophy, political science, Environmental studies .. Ai subject gulir pdf den please🙏🙏.. Ar Exam er besi somoy nei please🙏🙏

  4. Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement