Advertisement
WB HS Exam Result 2022
Advertisement

HS Exam Result – এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা।

রাজ্য তথা সারা দেশে চলছে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা (HS Exam Result)। আর পরীক্ষা চলাকালীন পড়ুয়াদের জন্য দারুন ঘোষণা করলো সরকার। এবারের উচ্চ মাধ্যমিকে যে সমস্ত পরীক্ষার্থী পাশ করবে, সকলের জন্য এই সুবিধা।

Advertisement

পড়ুয়াদের উচ্চ শিক্ষার কথা ভেবে এবার নব পথে পাড়ি দিল ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’ (UGC)। এই নতুন পথের সূচনা পড়ুয়াদের জীবনে ও শিক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায় বলা যেতে পারে (HS Exam Result)।

Advertisement

অতিমারির কারণে বিগত দু বছরে ব্যাহত হয়েছে পড়াশোনা এবং তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ছাত্রছাত্রী। কারণ সবার পক্ষে অনলাইনে পড়া সম্ভব হয়নি। সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় এবার আগের পরে ফিরে আসছে শিক্ষা ব্যবস্থা ও। HS Exam Result

Advertisement

উচ্চ শিক্ষার কথা ভেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দুটি কোর্স একসাথে করার অনুমতি দিলেন পড়ুয়াদের। তবে মানতে হবে কিছু শর্ত তবেই তারা এই সুযোগটি পাবে। বিগত বছরে এই বিষয় নিয়ে কিছু কথা শোনা গেলেও তা প্রকাশ্যে আনতে চায়নি বিশ্ববিদ্যালয়ের কমিশন। কারণ এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু টা সময় চান।

আরও পড়ুন, HS Exam 2022 : পরীক্ষার মাঝপথেই নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

গত ১২ই এপ্রিল সব ধোঁয়াশা কাটিয়ে এবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন এই ব্যাপারে (UGC New Rules)।
একই সঙ্গে দুটি কোর্স অর্থাৎ ডিগ্রি এবং সার্টিফিকেটের কোর্স করতে পারবে পড়ুয়ারা। ইউজিসি-র চেয়ারম্যান জগদীশ কুমার মঙ্গলবার এ সংক্রান্ত ঘোষণা করে বলেন, ‘‘দুটি পাঠক্রমের ক্ষেত্রেই সংশ্লিষ্ট পড়ুয়া দু’টি নিয়মিত ক্লাস, একটি নিয়মিত এবং একটি অনলাইন ক্লাস বা দু’টি অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনার সুযোগ পাবেন’’ (UGC New Rules)।

EK24 News

বিশ্ববিদ্যালযয়ের কর্ণধার জানান যে, একই বিষয়ের ওপর দুটি কোর্স করা যাবে না। দুটি বিষয় ভিন্ন হওয়া বাধ্যতামূলক। এবং একই সঙ্গে UGC অনুমোদিত দুটি কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে হবে ( UGC New Rules)। সুতরাং এবারের পরীক্ষায় পাশ (HS Exam Result) করলেই এই সুযোগ পাবে পড়ুয়ারা। এই বিষয়ে আপনার কি মত, নিচে কমেন্ট করে জানাতে পারেন।

Advertisement

উচ্চ মাধ্যমিকের সকল বিষয়ের সাজেশন পেতে এখানে ক্লিক করুন

Advertisement
Advertisement
3 thoughts on “HS Exam Result – এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পাশ করলেই পাবে জোড়া উপহার, বড় ঘোষণা সরকারের।”
  1. খুবই সুন্দর প্রকল্প প্রকাশ করেছে UGC। এর ফলে আমাদের মতো ছাত্রছাত্রীরা পড়াশোনায় আরো বেশি আগ্ৰহী হবে।

  2. আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই উচ্চ শিক্ষা দপ্তর ও সরকারকে। এতদিনে বোধোদয় হয়েছে আমাদের শিক্ষা দপ্তরের । এই শিক্ষা নীতি ছাত্র ছাত্রীদের ভীষণ ভালো হবে কিন্তু একটা বিষয় কম রয়ে গেছে। সর্তে বলা হয়েছে যে সপ্তাহে দুটি General Course এর ক্লাস কলেজে করতে হবে এবং দুটি যে কোন Certificate Course এর ক্লাস করতে হবে । বাকি তিন দিন ছাত্র ছাত্রীরা কি করবেন। আমার মনে হয় বাকি তিন দিন কোনো এক টা হালকা চাকরি করার শর্তারোপ করে দিতেন তাহলে আরও ভালো হত। ছাত্র ছাত্রীরা যে যেখান কলেজে ভর্তি হন না কেন, পার্শ্ববর্তী এলাকায় তাদের যোগ্যতা ও আগ্ৰহ অনুযায়ী সপ্তাহে তিন দিনের চাকরিতে যোগ দানের প্রমান তিন মাসের মধ্যে কলেজে জমা দিবে হবে। এখানে ছাত্র ছাত্রীদের চাকরি পাওয়ার ব্যাপারে কলেজের ভূমিকা থাকবে সবার উপরে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement