HS Exam Result 2022 : উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে বড় আপডেট।
একজন পরীক্ষার্থীর কাছে মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Exam Result 2022) সমান গুরুত্ব পেয়ে থাকে। চলতি বছরের ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে চলেছিল গত ২৭ এপ্রিল পর্যন্ত। আগামী ১০ জুন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এই ওয়েবসাইটে কমেন্টের মাধ্যমে অনেক পাঠকই জানতে চেয়েছিলেন এবছরও কি সকল পরীক্ষার্থীকে পাশ করানো হবে? সেই প্রশ্নের উত্তর এই প্রতিবেদনের মাধ্যমে দেওয়া হবে।
এবছর অতিমারীর আবহে করোনাবিধি মেনে হোম সেন্টারেই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবুও পরীক্ষার্থী থেকে শিক্ষক সকলের জন্যই নির্দিষ্ট বিধিনিষেধ তৈরি করা হয়েছিল। সাথে অতিরিক্ত গরমে পরীক্ষার্থীরা যাতে অসুস্থ না হয়ে পরে তার জন্য পরীক্ষাকেন্দ্রে ORS এবং পানীয় জল রাখার ব্যবস্থা করা হয়েছিল। HS Exam Result 2022
মোটের ওপর সুষ্ঠুভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হলেও অতিমারীর আবহে পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়াও অফলাইনে পরীক্ষা নেওয়া হলেও অনলাইনে ক্লাস করানো হয়েছে, তাই অনেকের মনে প্রশ্ন থেকে গিয়েছে এবারও কি ১০০ শতাংশ পরীক্ষার্থীকেই পাশ করানো হবে? HS Exam Result 2022
প্রসঙ্গত, মোট ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থীর নাম এবছর নথিভুক্ত করা হয়েছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় প্রকাশ হতে চলেছে ফলাফল। আগামী ১০ জুন সকাল ১১ টার সময় রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সকাল ১১ : ৩০ নাগাদ পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন। HS Exam Result 2022
এবছর কি সকলকে পাশ করানো হবে?
উল্লেখ্য, গত বছর হাই-মাদ্রাসার ১০০ শতাংশ পরীক্ষার্থীকেই পাশ করানো হয়েছিল। চলতি বছরে গত ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু গত ৩০ মে এই পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা গেছে, পাশের হার ৮৭.০২ শতাংশ। HS Exam Result 2022
অর্থাৎ সকল পরীক্ষার্থীকে পাশ করানো হয়নি। আর এবছর মাধ্যমিকে ও পাশের হার ৮৬%. বিশ্বস্ত সূত্রে খবর, চলতি বছরে উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৫ শতাংশ থেকে ৯০ শতাংশের কাছাকাছি থাকতে পারে। যদিও ফলাফল প্রকাশের পর তা আরো স্পষ্টভাবে জানা যাবে। HS Exam Result 2022
হাতে মাত্র ২ দিন। তারপরই প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। আপনাদের কি মনে হয় যে, এবছর করোনা আবহে পরীক্ষা নেওয়ার কারণে সকল পরীক্ষার্থীকেই পাশ করানো দরকার? এ বিষয়ে নিজস্ব মতামত থাকলে এই ওয়েবসাইটের কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাতে পারেন।
শিক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখা যাবে সেই সম্পর্কিত খবর জানতে হলে চোখ রাখুন এই ওয়েবসাইটে।
Written by Manika Basak
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন
উচচমাধ্যমিক এ সবাইকে পাশ করানো হোক।
Amader korona bola thik vbbe Porte parini… Tai bola h.s a ato kom dayer Kono mne hoi na .. amader akta vobisot ache sate bujla na… Ato kom payache suicide korbo Ami r jonoo apnara dayi
গত কাল স্কুল এবং ক্লাস ঠিক মতো না হওয়ার কারনে। অনেক পড়ুয়া demotive হয়ে পড়ে ছিল। তাই এই বছরো নিয়মতো ভাবে পাস করা হোক🙏
School এ ঠিকমতো ক্লাস করা হয়নি অনলাইনে করোনা আবহের জন্য আমিও একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার ছাত্রী অতএব সবাই কে পাশ করানো হক 🙏🏻
সবাই কে পাশ করা দরকার কারন করোনা মহামারী এর জন্য কেউ ভালো করে পড়তে পারেনি তাই সবাই কে পাশ করা দরকার
অতিমারি কারনে স্কুল ঠিক হয নিই ৷ যখন স্কুল কুলেছে ছাত্রছাত্রী রা পরার সময পাই নিয়ে স্কুল খুলার পরই পরিক্ষা
ছাত্র ছাত্রিরা ১ মাস সময পয়েছে তার মধ্য
সিলেবাস শেষ করা প্রায় অসম্ভবই
আমার মনে হয়ে ১ বছর পাশ করে দেয়াটা শ্রেয়