Advertisement
wbchse hs exam 2023 routine
Advertisement

HS Exam 2023: পরবর্তী বছরেও কি হোম সেন্টারেই উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে, জানাল পর্ষদ

অতিমারির আবহেই এ বছর পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে উচ্চমাধ্যমিক পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে (HS Exam 2023)। যেহেতু আগের বছর ভালোভাবে নেওয়া যায়নি পরীক্ষা। তবে এ বছর পরীক্ষা হোম সেন্টারে নেওয়া হলেও, পরের বছরও কি একইভাবে হোম সেন্টারেই নেওয়া হবে পরীক্ষা? জানাল উচ্চমাধ্যমিক সংসদ সভাপতি।

Advertisement

গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। সংক্রমণ বিধি মেনে হোম সেন্টারকেই পরীক্ষাকেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে পরের বছরও (HS Exam 2023) কি হোম সেন্টারেই নেওয়া হবে পরীক্ষা?

Advertisement

এমন প্রশ্ন মাথা চাড়া দিয়েছে বহু অভিভাবক থেকে শুরু করে পড়ুয়াদের মনে। তাই এ প্রশ্নের উত্তর জানিয়ে পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। HS Exam 2023

Advertisement

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে
১) পরীক্ষার খাতায় পরীক্ষককে অশ্রদ্ধকর কথা বা বাক্য লেখা যাবে না। তা না হলে বাতিল হয়ে যাবে পরীক্ষার খাতা।
২) পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। মোবাইল আছে কিনা তা দেখে দেওয়া হবে পরীক্ষার প্রশ্নপত্র।

৩) পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা বা সকাল ১১ টা নাগাদ পরীক্ষার্থীরা শৌচাগারে যাওয়ার অনুমতি পাবেন। তবে উত্তরপত্র জমা রেখে যেতে হবে।
৪) কোনও পরীক্ষার্থী দুপুর ১২ টা ৪৫ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৪৫ মিনিটের আগে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র থেকে বেরনোর অনুমতি পাবেন না।

EK24 News

পরের বছর কি হোম সেন্টারেই নেওয়া হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা
উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এবছর হোম সেন্টারে পরীক্ষা হওয়ার দরুন বেশ অনেকটাই খরচ বেড়েছে। আগে এবছরের পরীক্ষা হোক। HS Exam 2023

Advertisement

২০২২ সালের পরীক্ষা যদি যথাযথভাবে সম্পন্ন হয়, হোম সেন্টার করে কতটা লাভ হল, কতটা ক্ষতি হল, সেটা দেখে আবার ২০২৩ সালে সিদ্ধান্ত নেওয়া হবে (HS Exam 2023)। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরীক্ষা হবে নির্ধারিত সময়েই, অর্থাৎ মার্চের প্রথম দিকে। এবার পরিস্থিতির কারনে সব কিছু পিছিয়ে গেছে।

খরচ বেশী হওয়ার কারন কি এই বিষয়ে ও জানা গেছে উত্তর। অতিমারীর কারনে পরীক্ষা সেন্টারের সংখ্যা বাড়ানো হয়েছে। গ্রামের প্রত্যন্ত এলাকায় ও সকাল ৯টার মধ্যে পৌঁছে দিতে হচ্ছে প্রশ্নপত্র। প্রতিবারের তুলনায় নিজের স্কুলে পরীক্ষা বলে, ডবল ডবল করে আলাদা প্রশ্ন রাখতে হচ্ছে।

উচ্চ মাধ্যমিকে খাতা বাতিলের আশংকা বহু পরীক্ষার্থীর, কি কারণে দেখুন।

প্রশ্ন ফাঁস হলে শেষ মুহূর্তে বদলে দেওয়া হবে প্রশ্ন। আর এই সব বিষয় চিন্তা করে বরাদ্দ অনেকটাই বেশী রাখতে হয়েছে। তবে অতিমারী প্রভাব কমে গেলে গতানুগতিক নিয়মেই যে অন্য স্কুলে পরীক্ষা হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছেন সংসদ সভাপতি।

Advertisement

আপনাদের এই বিষয়ে (HS Exam 2023) কি মত? নিচে কমেন্ট করে জানাবেন। এবারের প্রশ্ন কেমন হচ্ছে, নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর উচ্চ মাধ্যমিকের সাজেশন পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
Written By Manika Basak

উচ্চ মাধ্যমিকের সাজেশন পেতে ক্লিক করুন

Advertisement
Advertisement
6 thoughts on “HS Exam 2023 – আগামী বছরেও নিজের স্কুলে উচ্চ মাধ্যমিক? সময়সূচী ও বড় ঘোষণা সংসদের Breaking News।”
  1. নিজের স্কুলে অর্থাৎ হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে টুকলিফাই করার প্রবণতা ছাত্র ছাত্রী দের মধ্যে বেশি পরিমাণে দেখা যায়।। এছাড়া স্কুলের শিক্ষক দের দ্বারা পরীক্ষার বহু বিকল্প ধর্মীয় প্রশ্ন ও ছোট প্রশ্নের উত্তর বলে দেওয়ার একটা সম্ভাবনা থাকে।। তাই আমার মতে- উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের কোনো স্কুলে হওয়ার উচিত।। হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে বেশিরভাগ ছাত্র ছাত্রী মনোযোগ দিয়ে পড়াশোনা করবে না।। তাই আমার অনুরোধ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেন অন্য কোনো স্কুলে হয়।।

    1. Teachers ra j sototar sikha sara bochor dia as6an exam ar din sata nichoii bodlaba na …..
      Tai nijar schoole jano 2023 ar Hs hoi satai pray korbooo

    2. (1) 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুরো সিলেবাস হোক।। (2) 2023 সালে বাইরের কোনো বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হোক।। (3) আগামী বছর অর্থাৎ 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের মাঝামাঝি সময়ে শুরু হোক।।।🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement