Advertisement
WB HS Exam 2022 new routine
Advertisement

HS Exam 2022 : পরীক্ষার নয়া রুটিনে পার্থক্য, মিলছে না পরীক্ষক ও পরীক্ষার্থীদের সূচি।

অতিমারীর আবহে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2022) হোম সেন্টারেই আয়োজন করা হয়েছে। পরীক্ষার আগে সময় সূচি বদল নিয়ে পরীক্ষার্থীদের অভিভাবককে সকলের মনেই দুশ্চিন্তা ছিল। এরপর প্রকাশিত হয় নয়া সূচী।

Advertisement

কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2022) শুরুর আগে সময়সূচির বদল ঘটানো হলেও মিললো না পরীক্ষার্থী এবং পরীক্ষকের সূচি। তবে কি নতুন রুটিন প্রকাশ করলেও শিক্ষা সংসদ ভুলে গিয়েছে সেই রুটিন? এই মুহূর্তে পরীক্ষার রুটিন নিয়ে বিভ্রান্তি চরমে উঠেছে।

Advertisement

গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছিল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গতবছর পরীক্ষা নেওয়া যায়নি তাই এই বছর পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই নেওয়া হয়েছে পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। যে জেইই মেইন (JEE Main) এবং রাজ্যের ২ কেন্দ্রের উপনির্বাচনের জেরে বদলানো হয়েছিল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি।

Advertisement

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ১৬ এপ্রিল এবং ২২ এপ্রিল এবছরের উচ্চমাধ্যমিকের নতুন রুটিনের সঙ্গে পরীক্ষার্থী এবং পরীক্ষাকে সূচি মিলল না। আগামী ১৬ এপ্রিল উচ্চমাধ্যমিকের ইতিহাস, অংক, এনথ্রপলজি, সাইকোলজি এবং এগ্রোনোমি পরীক্ষা। এছাড়াও গত বাইশে এপ্রিল নিউট্রিশন, ফিজিক্স, এডুকেশন, একাউন্টান্সির পরীক্ষা থাকছে।

আরও পড়ুন, BSNL Recharge Plan 2022 – বিএসএনএলের ধামাকা অফার! মাত্র ১৬ টাকায় সারামাস

প্রসঙ্গত ১৬ এপ্রিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা (HS Exam 2022) থাকলেও ঐদিন প্রধান পরীক্ষকের সঙ্গে অন্যান্য পরীক্ষকের একটি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐদিন পরীক্ষকরা যদি নিজেদের সূচি মেলান তবে প্রায় ৬২ হাজার পরীক্ষকের সঙ্গে প্রধান পরীক্ষকও উপস্থিত হতে পারবেন না পরীক্ষা কেন্দ্রগুলিতে।

EK24 News

অর্থাৎ এইমুহুর্তে পরীক্ষার রুটিন বদলাতে হবে নতুবা বৈঠকের দিন বদলাতে হবে (HS Exam 2022)। একই দিনে দুটো কার্যক্রম কার্যত অসম্ভব। আর নতুন কোনও নির্দেশিকা না আশায় চরম বিপাকে পড়েছেন প্রধান শিক্ষকেরা। কারন তারা না থাকলে পরীক্ষা হবে কি করে?

Advertisement

আরও পড়ুন, মাধ্যমিকের খাতা দেখে বেহুশ শিক্ষক, পাস করার জন্য একি লিখেছে দেখুন।

এছাড়া ২২ এপ্রিল পরীক্ষকদের পরীক্ষার উত্তরপত্রে প্রথম কিস্তি জমা দিতে বলা হয়েছিল। ওই দিন যেহেতু উচ্চমাধ্যমিকের পরীক্ষা (HS Exam 2022) রয়েছে, এ নিয়ে বিতর্ক উঠলে শিক্ষা সংসদের একজন আধিকারিক সংবাদমাধ্যমের কাছে বক্তব্যে জানান, পরীক্ষা থাকার কারণে পরীক্ষকদের সূচিতে সেই দিনগুলির বদল ঘটানো হবে।

সুতরাং সংসদের দেওয়া নির্দেশিকা এবং পরীক্ষার নয়া রুটিনের পার্থক্য রয়েছে। এবার কি হবে? রুটিন বদলাবে, নাকি মিটিঙ্গের দিন বদলাবে? প্রশ্ন উঠতে শুরু করেছে। আর পরীক্ষা নিয়ে বার বার বাধা পরীক্ষার্থীদের মানসিক অবস্থা আরও খারাপ হচ্ছে। এই ব্যাপারে আপনার কি মতামত? নিচে কমেন্ট করে জানাতে পারেন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।

উচ্চ মাধ্যমিকের সাজেশন পিডিএফ পেতে এখানে ক্লিক করুন

Advertisement
Advertisement
39 thoughts on “HS Exam 2022 – উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার রুটিন নিয়ে আবার খারাপ খবর, আবার বদলাবে পরীক্ষার রুটিন New Routine?”
      1. এখান থেকেই শিক্ষার প্রতি সরকারের মনোভাব স্পষ্ট বোঝা যায়।

  1. হ্যা হ্যা এইভাবে 10 বার রুটিন পাল্টাক, আর সেই প্রভাব টা পড়ুক স্টুডেন্ট দের ওপর ..
    মানে আমাদের সাথে কি ইয়ার্কি হচ্ছে নাকি ?
    এই নিয়ে অলরেডী 3 বার রুটিন পাল্টানো হয়ে গেছে । নিজেরা ভুল ভ্রান্তি করছে , আর মানসিক অবসাদে ভুগছি আমরা স্টুডেন্ট রা …😡

    1. একদম ঠিক কথা বললেন আপনে।তাদের জন্য আমাদের অনেক কষ্ট এভাবে বার বার রুটিন বদলাতে থাকে তাহলে আমাদের কি হবে।

      1. এখান থেকেই শিক্ষার প্রতি সরকারের মনোভাব স্পষ্ট বোঝা যায়।

      2. এটা উচ্চ মাধ্যমিক বোর্ডের দেখা উচিৎ একটা পরীক্ষা নিয়ে ছেলে খেলা চলছে। এটা বন্ধ হওয়া দরকার।

      1. আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়া হক। রুটিন পাল্টানো হোক । কিনবা নাই হক।

    2. হুম্ একদম ঠিক কথা এরা আমাদের সাথে যা কিছু না কিছু করেই যাচ্ছে,আমাদের অস্তিত্ব বোধ বলে কিছুই নেই আমাদের এরা সেটাই ভাবে ।
      ফাজলামি লাগিয়ে রেখেছে এরা স্টুডেন্টদের সাথে যখন যেটা তখন সেটা করছে ।আমি পাসেথাকলে ওদেরকে প্রথমে চাপকিয়ে লাল করতাম । তারপর যা হতো দেখা যেত ।নাটক শুরু করে দিয়েছে স্টুডেন্টদের সাথে ওরা আমাদের কোনো অস্তিত্ব বোধ নেই কোনো ।সালা চোর চোদা সরকার।থুথু দেওয়া উচিত সালা দের মুখে ।

  2. Advertisement
  3. Atobar routine paltalo tao shanti hoyni ….r akbar palte dekhuk har gor venge rastay fele diye asbo…parle petanor jonyo chanda tulbo

    1. একদম ঠিক কথা বললেন আপনি। বার বার রুটিন বদলাতে থাকে তাহলে আমাদের কি হবে? এসব তো একদম 2021এর মেট্রিক এর মত হচ্ছে । এসব ড্রামা করতে করতে পরে আমাদেরকে 12th year classe ও সময় কম দেওয়া হবে। আর জেরকম এই বারের পরিস্তিতি ঠিক তেমনি পরিস্তিতি দারাবে 2023এ।

      1. আর সবাই কে যে ফেল করানো হবে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। দয়া করিয়া আমাদের পাস করানোর ব্যবস্থা নিনি!

  4. ছেলে খেলা তো এটা….. এমনি ও পশ্চিমবঙ্গ সরকার চাকরি দেয় না। তার উপর এবার পড়াশোনা টাও বন্ধ করে দিক, ঝামেলা মিটে যাবে… সবাই মিলে ছোপ ভাজবো…. আর মুখ্যমন্ত্রী আর ওই এক নম্বর এর মাতাল চিরঞ্জিত ভট্টাচার্য কে গেলাবো….

  5. Advertisement
  6. একদম ঠিক কথা বললেন আপনি। বার বার রুটিন বদলাতে থাকে তাহলে আমাদের কি হবে? এসব তো একদম 2021এর মেট্রিক এর মত হচ্ছে । এসব ড্রামা করতে করতে পরে আমাদেরকে 12th year classe ও সময় কম দেওয়া হবে। আর জেরকম এই বারের পরিস্তিতি ঠিক তেমনি পরিস্তিতি দারাবে 2023এ।

    1. Arokom krle exam newar e dorkar chilo na age theke e cancel kre dito .ato natok korar toh kono dorkar porto na . Akhon exam strt hoegeche r akhon joto natok . Amder future er kono dam e nei . Tai eai bhbe mentally pressurize kra hocche exam nia.

  7. হুঁ এরা তো students নিয়ে খেলা করছে। নিজেরা ভুল করবে আর তা ফল পাবো আমরা এদের কাজ নেই তো তাই মনে করছে student ar কাজ নেই । কী আর করা যাবে ওরা যা মনে করে করুক। আমাদের তো এক্সাম দিতে হবে। তাই হোক আমরা নাই পুরো 22 সাল টা দরে এক্সাম দেবো।

  8. Advertisement
  9. Visoni kharap hobe….jodi porikkhar din bodlai……emnitei 2 bar routine bodlanote visonvabe manosik chap bereche……

    1. আমার স্ট্রিম কমার্স তাই আমাদের রুটিন টা বদলালে ভালই হবে। পর পর একভাবে কি করে exam debo । এক রাতের পর আবার 10 টা থেকে এক্সাম। সম্ভব না । 2 বছর স্কুল না গিয়ে আমাদের জীবনের রুটিন পাল্টে গেছে । তাই আমি মনে করি কমার্স এর রুটিন বদলাক

  10. সবার আগে তো পরীক্ষার দিনই পরিবর্তন করা হবে কারণ এ রাজ্যে অন্যান্য সব কিছুর আগে,পড়াশোনা পরীক্ষা এসব তো না হলেও চলবে। সে তাতে ছাত্র ছাত্রীরা থাকে না অশিক্ষিত।

  11. আমাদের ক্লাস 11 এর এক্সাম টা যেহেতু উচ্চ মাধ্যমিক এর সাথেই হয়।তাই দেরি না করে আমাদের এক্সাম টা শেষ করার দিলেই ভালো ,মানে বৈঠক বা প্রথম কিস্তির খাতা জমা দেওয়ার তারিখ পরিবর্তন করা হোক। এইভাবে বেশি সময় পেলে ছাত্রছাত্রীদের মনোযোগ নষ্ট হবে। এবং বিরক্তি লাগবে ক্লাস 11 এর স্টুডেন্ট দের , কারণ তাঁদের ক্লাস 12 এর পড়া শুরু করতে পারছে না অধিকাংশই।

  12. Advertisement
    1. Aroko krle exam na newar e dorkar chilo na age theke e cancel kre dito ato natok korar toh kono dorkar chilo na . Akhon exam strt hoegeche r akhon joto natok . Amder future er kono dam e nei . Tai eai bhbe mentality pressurize kra hocche amader exam nia.

  13. পরীক্ষা কী আদেও হবে ঠিক করে বলে দেন।।তাহলে পড়বো।।এই ভাবে আমাদের সাথে কেনো খেলা করা হচ্ছে।।

  14. Advertisement
  15. Miting er date bodlano holk amader HS examta taratari hole bhalo hoi eto din pore pore exam dite bhalo lag6ena

  16. Advertisement
  17. দয়া করে আমাদের মানসিক অবস্থাটা বুঝুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement