Advertisement
HS Education suggestion 2022 PDF Free Download
Advertisement

WB HS Education Suggestion 2022 PDF Free Download – উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন ২০২২ PDF

WB HS Education Suggestion 2022 PDF Free Download – উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন ২০২২ PDF ডাউনলোড উত্তর সহ। এক ক্লিকেই ডাউনলোড করুন।

Advertisement

Part-A (Marks-40)

HS Education suggestion 2022
1) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :                                 1×4=4
(a) সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো।/ ভারতবর্ষে সাক্ষরতা প্রসারের বিভিন্ন সমস্যাগুলি আলোচনা কর।
(b) ভারতবর্ষে সাক্ষরতা কর্মসূচিকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? / বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো? / বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো।
(c) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো।”

Advertisement

2) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :                                     1×4=4
(a) মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্য কে কার্যকর করতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। জাতীয় শিক্ষানীতি ১৯৮৬-এর মূল সুপারিশগুলি আলোচনা করো।
(b) রামমূর্তি কমিটির সুপারিশগুলি আলোচনা কর / শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার লেখো। HS Education suggestion 2022
(c) শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লেখো।
(d) “কর্মের জন্য শিক্ষা”-এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা কর।

Advertisement

3) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :                            8x 2 = 16
(a) ক্ষমতা কাকে বলে? থাস্টোনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো।/ বুদ্ধি কাকে বলে? সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো।
(b) সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ণ করো।/ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ণ ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো। HS Education suggestion 2022
(c) গড়ের (Mean) সংঙ্গা দাও। নীচের পরিসংখ্যা বন্টনটির মধ্যম মান নির্ণয় করো :

শ্রেণি ব্যবধান5-910-1415-1920-2425-2930-3435-3940-44
পরিসংখ্য (f)346108531

(d) কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা কর। 4+4
(e) 1986 খ্রিষ্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে, ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ ও ‘নবোদয় বিদ্যালয়’ গঠণের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে? 4+4/ “জ্ঞান অর্জনের শিক্ষা” এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর।                                                8 x 2 = 16
HS Education suggestion 2022

EK24 News

(4) যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও :
(a) শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কী? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো।/ সক্রিয় অনুবর্তনের বৈশিষ্টগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ণ করো।
(b) “মুদালিয়র কমিশনের মতে” মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে ‘সপ্তপ্রবাহ’ ধারণাটি বর্ণনা করো।
HS Education suggestion 2022

Advertisement

(c) পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিনমণের ভূমিকা ব্যাখ্যা কর/ বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। 4+4
(d) কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে ‘প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম’ বিষয়ে আলোচনা কর। / বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো।
(e) গ্রামীন বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশগুলি আলোচনা করো।

2) নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×16 = 16
(1) আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উঃ- আগ্রহ হল বিকাশধৰ্মী।
(2) স্পিয়ারম্যানের ‘g’ এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি? উঃ- তরলবুদ্ধি।হার্স্টনের বহু উপদান তত্ত্বে ‘S’ বলতে কী বোঝানো হয়েছে?
(3) স্কিনার কোন দুটি শ্রেণির আচরণের কথা বলেছেন। উঃ অপারেন্ট ও রেসপন্ডেন্ট আচরণ।

(4) প্রচেষ্টা ও ভুলের কৌশল এর প্রবক্তা কে? উঃ- আমেরিকান মনোবিদ ই-এল-থর্ণডাইক।
(5) কাকে বলে লেখো- পাজল বক্স/অপারেন্ট/গেস্টান্ট মতবাদ / অপানুবর্তন
(6) বর্ণডাইকের দেওয়া ব্যবহারের অথবা ফললাভের সূত্রটি লেখো।
(7) রাশি বিজ্ঞানে শ্রেণি ব্যবধান বলতে কী বোঝ? / হিস্টেগ্রাম ও পরিসংখ্যা বহুভূজের একটি পার্থক্য লেখো।
EK24 News HS Education suggestion 2022

Advertisement

আরো পড়ুন, গরমের ছুটিতে উচ্চমাধ্যমিকের রুটিন নিয়ে ফের বিভ্রান্তি

(8) পুরো নাম লেখে- UGC/NCRHE/SUPW/DIET / SCERT /NLM / IGNOU/DTP/ICT/ITI/IIT / CPU/ALU / CABE / AICTE /ICDS/VCE/SSA।
(9) স্কুল গুচ্ছ বা জোট কী? / স্ব-শাসিত কলেজের সুপারিশ কোন্ কমিশনে উল্লেখ করা হয়েছে। উত্তর- জাতীয় শিক্ষানীতিতে।
(10) 1986 খ্রীষ্টাব্দে গঠিত শিক্ষানীতির নাম কী? জাতীয় শিক্ষানীতি।

(11) কাকে বলে লেখো- দূরশিক্ষা / অ-প্রথাগতশিক্ষা / ‘e’ learning / ই-লাইব্রেরী /বয়স্ক শিক্ষা / POA / সক্রিয় আচরণ/ বৃত্তিমূলক শিক্ষা।
(12) শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কী? উঃ জ্যাক ডেলর্স/ হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো।
(13) ROM ও RAM মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তরঃ RAM হল অস্থায়ী মেমোরি, অন্যদিকে ROM হল স্থায়ী মেমোরি।
EK24 News HS Education suggestion 2022

(14) কম্পিউটারের স্মৃতি কপ্রকার ও কী কী? উত্তর–দুপ্রকার স্থায়ী ও অস্থায়ী স্মৃতি।
(15) ‘ট্রেজার উইদিন’ কথার অর্থ কী? উঃ অন্তর্নিহিত সম্পদ।/ রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়? উঃ- ১৯৯০ খ্রিঃ
(16) গ্রামীন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় গ্রামীন বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল উঃ-২ বছরের / গ্রামীন বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কটি স্তরের কথা বলা হয়েছে? উঃ– ৪টি স্তরে।
HS Education suggestion 2022

Advertisement

সম্পূর্ণ সাজেশন পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

বিএসএনএল এর মারকাটারি অফার! মাত্র ৪৯ টাকায় পাবেন ডেটা থেকে কলিং সবকিছু।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement