E Mudra Loan – 40 কোটি দেশবাসীকে স্বপ্নপূরণের জন্য 10 লক্ষ টাকা দেওয়া হবে। বড় ঘোষণা মোদী সরকারের।

ব্যাংক লোনের কথা তো আমরা সকলেই জানি। কিন্তু সেখানে সময় বেশি লেগে যায়। এবারে E Mudra Loan এর মাধ্যমে দেশবাসীর স্বপ্নপূরণের জন্য খুব শীঘ্রই টাকা পাওয়া যাবে। তাছাড়া সব পরিস্থিতিতে লোন পাওয়ার ও নিশ্চয়তা থাকে না। কিন্তু কোন কারনে ইমারজেন্সি টাকার দরকার হলে কি করবেন? কোথা থেকে পাবেন? চিন্তা নেই, সহায় রয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

E Mudra Loan Online Apply Process.

দেশের যে কোন ব্যক্তি আপদকালীন পরিস্থিতিতে হবে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের (10 Lakh E Mudra Loan) সুবিধা। ঘরে বসে অনলাইনে এই লোনের (Online Loan) জন্য আপনি আবেদন করতে পারবেন। মাত্র ৫ মিনিটের মধ্যে আপনার একাউন্টে টাকা ঢুকে যাবে। একেবারে সহজ শর্তে এবং স্বল্প সুদে উপলব্ধ এই ঋণ। এখনো পর্যন্ত দেশের কোটি কোটি জনগণ এর উপকার পেয়েছেন। চাইলে এবার পেতে পারেন আপনিও। কিভাবে আবেদন করতে হবে এজন্য? জেনে নিন।

Advertisement

PM E Mudra Loan Yojana 2024 Online Apply

MUDRA যোজনার পুরো নাম (Micro Unit Development and Refinancing) Yojana. নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সালে এটি শুরু করেন। কি এই প্রকল্প? জেনে নেওয়া যাক। যারা বর্তমানে নিজের ব্যবসা শুরু করতে আগ্রহী অথবা আগের ব্যবসাকে আরও উন্নত করতে চান কিন্তু হাতে পর্যাপ্ত মূলধন নেই, তাদের জন্যই এই ই মুদ্রা লোন প্রকল্প।

যখন কাজ শুরু করার জন্য এমার্জেন্সি টাকা দরকার কিন্তু কোথাও তা পাচ্ছেন না, তখন এই প্রকল্প আপনাকে ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাপোর্ট দেবে। সেই কারণে এটি এই ধরনের ব্যবসায়ীদের ‘লাস্ট মাইল ফিনান্সার’ হিসেবেও পরিচিত। এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা E Mudra Loan Yojana আওতায় সুবিধা লাভ করেছেন দেশের প্রচুর বেকার যুবক যুবতী।

সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে দেশের আরও ৪০ কোটি মানুষকে সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আপনি যদি ব্যবসা (Business) করার স্বপ্ন দেখে থাকেন এবং আপনার আর্থিক অবস্থাও যদি সচ্ছল না হয় তাহলে এই ঋণের সুবিধা পাবেন আপনিও। আর আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবেই আপনারা আবেদন করবেন এই E Mudra Loan প্রকল্পে।

Advertisement

How Much Loan Can You Get In E Mudra Loan?

১. PM E Mudra Loan Yojana তে শিশু ঋণের আওতায় ৫০ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে আবেদনকারীদের।
২. কিশোর ঋণের আওতায় ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে।
৩. তরুণ ঋণের মাধ্যমে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকবে।

E Mudra Loan Interest Rate 2024

বিভিন্ন ব্যাংকে মুদ্রা যোজনা (Mudra Yojana) সুদের হার আলাদা আলাদা হয়। তবে গড়পরতায় বলা যেতে পারে এর সুদ ৯ থেকে ১২ শতাংশ বার্ষিক হারের মধ্যে হয়ে থাকে। যদি আপনার সিবিল স্কোর বেশি থাকে তবে আপনি আরও কম সুদে এখান থেকে ঋণ পাবেন। এছাড়াও আপনার যদি স্টেট ব্যাংকে একাউন্ট থাকে তবে সুদের হারে আরো কিছু সুবিধা পাবেন।

How To Apply For E Mudra Loan Online

১. স্টেট ব্যাংকে একাউন্ট (SBI Bank Account) থাকলে অনলাইনে মুদ্রা লোন পেতে পারেন আপনি। এজন্য প্রথমে ওয়েবসাইট ভিজিট করুন।
২. E Mudra Loan অপশনে ক্লিক করে নির্দিষ্ট সেকশনে প্রবেশ করুন।
৩. এরপর মুদ্রা লোন পাওয়ার জন্য ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিলাপ করুন।

৪. হয়ে গেলে Save And Next বাটনে ক্লিক করে পরের পেজে চলে আসুন।
৫. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
৬. সমস্ত প্রক্রিয়া শেষ। Submit ক্লিক করে আবেদন পাঠিয়ে দিন। লোনের টাকা এরপর আপনার একাউন্টে ঢুকলে ফোনে মেসেজ যাবে।

E Mudra Loan Offline Apply Process

অফলাইনে যে কোনো পাবলিক সেক্টর ব্যাংক থেকে আপনি মুদ্রা লোন পেতে পারেন। সেজন্য প্রথমেই চলে যেতে হবে আপনার যে ব্যাংকে একাউন্ট আছে সেই ব্যাংকের শাখায় গিয়ে মুদ্রা লোনের আবেদন পত্র ফিলাপ করতে হবে। এর সঙ্গে কেওয়াইসি নথিপত্র, ব্যবসার নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে। সব কিছু হয়ে গেলে তারা আপনাকে একটি একনলেজমেন্ট স্লিপ দেবে। এরপর E Mudra Loan টাকা আপনি পেলে এসএমএস মারফত জানিয়ে দেওয়া হবে।

বন্ধন ব্যাংকের লোন (Bandhan Bank Loan interest rate)

E Mudra Loan Apply Documents

1. Passport Photo.
2. KYC Documents (Aadhaar Card, EPIC, PAN Card, Driving Licence, Passport).
3. Caste Certificate.
4. Business Adress Proof.

মাসিক আয় মাত্র 5000 টাকা হলেও কোটিপতি হওয়া সম্ভব। ব্যাংক ঋণ নিয়ে ধনী হবার গোপন সুত্র জেনে নিন।

5. Business Income Proof.
6. Bank Passbook First Page Xerox.
7. 1 Year Bank Statement.
8. 1 Year Income Tax Return (ITR).
9. Other Documents Needed by Bank.
Written by Nabadip Saha.

30 হাজার টাকা থাকলে বন্ধ হবে সেভিংস একাউন্ট? RBI এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment