Advertisement
ব্যাংক একাউন্ট থেকে টাকা তোলা (Aeps Aadhar card Cash Withdrawal)
Advertisement

ঘরে বসেই শুধুমাত্র আধার নম্বর দিয়ে ব্যাংক একাউন্ট থেকে টাকা লেনদেন করুন।

ব্যাংক একাউন্ট থেকে টাকা লেনদেন করার জন্য এখন আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না। একেবারে বাড়িতে বসেই এক ব্যাংক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া যায়। শুধু তাই নয়, যেকোনো ধরনের টাকার লেনদেন সম্পূর্ণ বাড়িতে বসেই নিরাপদে করে ফেলা সম্ভব হয়।

Advertisement

Google Pay, PhonePe এর মাধ্যমে ইদানিং সমস্ত মানুষই প্রায় পেমেন্ট করে থাকেন। তবে এবার Google Pay, PhonePe এর মতো পেমেন্ট সিস্টেমকে টেক্কা দিতে সরকারি একটি সংস্থা ময়দানে চলে এসেছে। আর যেহেতু সরকারি সংস্থা এই নতুন পেমেন্ট সিস্টেম নিয়ে এসেছে, ফলে সেখানে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত পেমেন্ট করা যায়। পদ্ধতিটি হল আপনার আধার কার্ডের মাধ্যমে সম্পূর্ণ নিরাপদে এবং ঝুঁকিমুক্ত পদ্ধতিতে বাড়িতে বসে এই টাকার লেনদেন করা সম্ভব।

Advertisement

তার জন্য ব্যাংক একাউন্ট Number এবং IFSC কোড মনে রাখার কোনো দরকার নেই। শুধুমাত্র নিজের আধার নম্বরটি (Adhaar Number) মনে রাখলেই হবে। আধার নম্বরের সাহায্যে ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক, অনলাইনে জিনিসপত্র কেনা থেকে শুরু করে অন্যের একাউন্টে যেকোনো কারণে টাকা পাঠানো, সমস্ত কাজই করা সম্ভব। ফলে এই পদ্ধতিতে অধিকাংশ মানুষই পেমেন্ট করতে চাইবেন। এই পদ্ধতির নাম হলো AePS Payment System.

Advertisement

এবার জেনে নেওয়া যাক AePS আসলে কি:
AePS কথার অর্থ হলো Adhaar enabled Payment System
Google Pay, PhonePe এর মত এই AePS UPI ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা। তবে এখানে শুধু Adhaar Number Authentic UPI হিসেবে বিবেচিত হয়।
National Payment Corporation of India AePS নিয়ে এসেছে।
স্মার্ট ফোন থেকে UPI- এর মাধ্যমে AePS ব্যবহার করা যায়।
তাছাড়া ATM, E-Corner, Kiosk থেকেও এই পদ্ধতিতে টাকা পয়সা লেনদেন করা যায়।
AePS একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম।

প্রতাড়নার অভিযোগে, ইন্ডিয়ান ব্যাঙ্ক কে বড় অংকের জরিমানা করলো রিজার্ভ ব্যাঙ্ক। গ্রাহকদের টাকার কি হবে?

এবার প্রথমেই মনে রাখতে হবে, এই AePS সিস্টেমের সুবিধা নিতে হলে ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। কোথাও টাকা পাঠানোর প্রয়োজন হলে নিজের আধার নম্বর মনে রাখলেই হবে। তার পাশাপাশি যে ব্যাংকে আপনার একাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটিও প্রয়োজন। ১২ সংখ্যার এই আধার নম্বর Unique Identification Number তাই তার সাহায্যেই ব্যাংক একাউন্টে টাকা লেনদেনের মতো সমস্ত কাজই করা সম্ভব। NPCI এই নতুন UPI ভিত্তিক AePS পেমেন্ট প্লাটফর্ম নিয়ে এসেছে।

EK24 News

খুচরো সমস্যা মেটাতে, এবং 100 ও 200 টাকার নোট নিয়ে বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাংকের, না জানলে বিপদে পড়বেন।

আধার কার্ড সব সময় সাথে রাখার কোনো দরকার নেই। শুধু আধার নম্বরটি মনে রাখলেই হবে। তবে যার একাউন্টে টাকা পাঠাবেন তার যদি ব্যাংক একাউন্ট এর সঙ্গে আধার লিঙ্ক না থাকে তাহলে এই পদ্ধতিতে টাকা লেনদেন করা যাবে না। কাউকে অনলাইনে টাকা পাঠাতে হলে তারও এই AePS একাউন্ট থাকতে হবে। যেহেতু সরকারি সংস্থা AePS তাই টাকা লেনদেনের ক্ষেত্রে সুরক্ষা এবং সাফল্য যথেষ্টই। আধার নম্বর দিয়ে টাকা লেনদেন প্রক্রিয়া করা হয় তাই সেক্ষেত্রে ফুল ত্রুটি বা প্রতারণা হয় না বললেই চলে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement