Advertisement
Lottery Winning Tips (লটারি জেতার উপায়_)
Advertisement

লটারির টিকিটের কোন নম্বরটি নিলে কোটিপতি হবেন, জেনে নিন সহজ কিছু টিপস।

লটারি জিততে কে না চায়? কিন্তু জেতার কথা মনে আসলেই তো হবে না। তার জন্য দরকার কৌশল। শুধুমাত্র নিয়ম মেনে বাজারে, দোকানে গিয়ে Lottery টিকিট কাটলেই হবে না। টিকিট কাটার ক্ষেত্রে কিছু টিপস প্রয়োগ করার প্রয়োজন রয়েছে। অনেক সময় দেখা যায়, কোনো ব্যক্তি নিয়মিত মাসের পর মাস, বছরের পর বছর লটারি টিকিট কেটেই যাচ্ছেন। কিন্তু একবারের জন্যও পুরস্কার জিততে পারেননি। আবার কোনো ব্যক্তি একবার বা দুইবার টিকিট কাটার পরেই মোটা অংকের পুরস্কার জিতে গিয়েছেন।

Advertisement

ফলে Lottery এর টিকিট এক অর্থে ভাগ্যের খেলা। কার কপালে কি লেখা আছে, কেউ বলতে পারে না। তবুও লটারি টিকিট কাটার আগে কিছু কৌশল প্রয়োগ করা যেতেই পারে। হয়তো এই টিপস প্রয়োগ করে কষ্টের জীবনে একটু আনন্দ ফিরে আসতে পারে। সাধারণ কাজকর্ম বা ছোটখাটো ব্যবসা করে কোনো রকমে দিন চালিয়ে নেওয়া যায়। কিন্তু বিলাসিতা বা ইচ্ছামতো একটু ভালোভাবে বেঁচে থাকার পথ খুঁজে পাওয়া যায় না। তাই প্রতিটি মানুষ সেই চিন্তা ভাবনা থেকেই lottery টিকিট কাটতে থাকেন নিয়মিত। এবার দেখে নেওয়া যাক, কোন টিপসগুলি প্রয়োগ করলে Lottery টিকিটে পুরস্কার লাগতে পারে।

Advertisement

Lottery Tips in Bangla:

লটারির টিকিট কাটার আগে পূর্বের ৭ দিনের লটারি টিকিটে পুরস্কার জেতার তথ্যগুলি একবার খুঁটিয়ে দেখুন। তাহলে লটারি টিকিট কাটার সময় একটা প্রাথমিক ধারণা আপনার তৈরি হয়ে যাবে।
আগের লটারি টিকিটে যে নম্বর জেতা হয়েছে সেদিকে একটু লক্ষ্য রাখুন। টিকিট কেনার সময় মিডিল নাম্বারটি একটু বেছে নিন। মিডিল নাম্বার বেছে নেওয়ার সাথে সাথে বিপরীত নম্বরটিকেও একবার মিলিয়ে দেখে নিন।

Advertisement

মিডিল নাম্বারের শেষের দুইটি সংখ্যাকে নির্দিষ্ট রেখে পরের ১০ ঘর টিকিট কেটে ফেলুন। এই পদ্ধতিতে টিকিট কাটলে অনেক সময় পুরস্কার জেতা সম্ভব হয় বলে জানা গিয়েছে।
কোন দোকান থেকে বা কোন লটারি বিক্রেতার কাছে থেকে টিকিট কাটছেন সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। যে কাউন্টারে টিকিট বেশি থাকে সেখান থেকেই কাটা উচিত। কারণ সেখানে আপনার পছন্দ করার সুযোগ বেশি থাকে।

হাতে কিছু টাকা থাকলে, একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া জেনে নিন, মাসে কমকরে লাখ টাকা

আগের খেলায় যে মিডিল নাম্বারে পুরস্কার পাওয়া গিয়েছে তার বিপরীত নম্বরটি নিন। শেষের নম্বরটি সামনে এবং শেষের নম্বর এর বিপরীত সংখ্যাকে ধরে নিয়ে শেষ করুন।
আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, প্রতিটি মানুষের কাছেই কিছু নম্বর শুভ বলে মনে করা হয়। তার মধ্যে নিজের জন্মদিন, বিবাহ বার্ষিকী, সন্তানের জন্মদিন থাকতে পারে।

EK24 News

এই 3 টি ব্যাংকের গ্রাহকদের ভাগ্য খুলে গেল একাউন্ট থাকলে আর্থিক ক্ষতি তো নয়ই বরং পাবেন 9.42% সুদ।

সতর্কতাঃ
এই নম্বরগুলি বেছে নেওয়ার সাথে সাথে লটারি জেতার জন্য কিছু কৌশল যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে টিকিটে পুরস্কার জেতার সম্ভাবনা বেড়ে যায়। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে, Lottery সম্পূর্ণ ভাগ্যের খেলা। এখানে কোনো কৌশল বা টিপস প্রয়োগ করে কখনোই নিশ্চিতভাবে পুরস্কার জেতা যায় না।

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement