Advertisement
How to win Dream 11 winning tips and tricks
Advertisement

ড্রিম 11 বা Dream 11 হলো ভারতের অন্যতম বড় ফ্যান্টাসি অনলাইন ক্রিকেট গেম। এই খেলার মূল লক্ষ্য হলো, ভার্চুয়াল টিম তৈরী করে সেই টিম কে জিতিয়ে সবার চেয়ে বেশি পয়েন্ট অর্জন করা। এই খেলায় টাকা বিনিয়োগের প্রয়োজন রয়েছে, এবং সেটা সম্পর্কে নিশ্চিত হয়ে, নিজ দায়িত্বে বিনিয়োগ করবেন। কারন এতে লাভ এর সাথে সাথে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এখানেলাখ লাখ প্লেয়ারের সাথে প্রতিজোগিতার মাধ্যমে আপনাকে বিজয়ি হতে হবে। তাই জেতার কৌশল সম্পর্কে না স্টাডি করে এই খেলা মানে বোকামো করা।

Advertisement

এক নজরে

Advertisement

Dream 11 এ বিনিয়োগ ও পুরষ্কার মূল্যঃ

Dream 11 অ্যাপ ইন্সটল করলে কিছু ক্রেডিট পাওয়া যায়। এতে আপনি বিগিনার্স হিসেবে কিছু ম্যাচ খেলে দেখতে পারেন। তবে মেগা কন্টেস্ট এ অংশগ্রহণ করতে হলে আপনাকে ৫৯ টাকা, ২০ টাকা, ২৯ টাকা কমপক্ষে বিনিয়োগ করতে হবে। এই মেগা কন্টেস্টে যত ট্ম অংশগ্রহণ করে তার ৫০% কোনও না কোনও প্রাইজ পায়। অর্থাৎ আপনার কোনও না কোনও পুরষ্কার পাওয়ার চান্স ৫০%। আপনি বিজেতা হলে ২০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত পেতে পারেন।

Advertisement

Dream 11 জেতার সহজ উপায়ঃ

প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে, এই খেলায় ভাগ্য যতটা প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন আপনার ক্রিকেট ও যে টিম এক্র খেলা হবে, কিম্বা কোন ভেনুতে খেলা, কাদের বিরুদ্ধে খেলা, টিম প্লেয়ারদের দক্ষতা সম্পর্কে। আপনি যে টিম সিলেক্ট করবেন, তাদের সবাই স্কোয়াডে চান্স পাবে কিনা, সেটাও বোঝা জরুরী। তাই কোন প্লেয়ার ফর্মে রয়েছে সেটাও জানতে হবে। এই জন্য আপনাকে কয়েকটি উপায় জেনে রাখা জরুরী।

১) যে টিম আপনি সিলেক্ট করবেন, সেই টিম এর প্রত্যেকটি প্লেয়ার এর স্ট্রাটেজী, ফর্ম সম্মন্ধে জানতে হবে। আগের ম্যাচে কেমন খেলেছে, জানতে হবে।
২) যে দলের বিরুদ্ধে খেলা, তাদের সম্পর্কেও জানতে হবে। তাদের আগের ম্যাচে কে কেমন খেলেছে, সেটা জানতে হবে।
৩) কোন ভেনু তে খেলা হচ্ছে, সেখানের পিচ কেমন হবে। সেই পিচে কোন প্লেয়ার কে ক্যাপ্টেন সিলেক্ট করবেসেগুলো সম্পর্কে স্টাডি করতে হবে।

EK24 News
Lottery Winning Tips (লটারি জেতার উপায়_)

৪) একাধিক প্রিডিকশন সাইট রয়েছে, সেগুলো দেখতে হবে, সেখানে অনেকেই বিভিন্ন তথ্য দিয়ে থাকেন, এতে আপনার টিম সিলেক্ট করতে সুবিধা হবে।
৫) এই তথ্য পেতে বিভিন্ন ওয়েবসাইট, বেটিং সহায়ক সাইট, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ রয়েছে, যেখানে ম্যাচ শুরুর আগে বিভিন্ন ভবিষ্যৎবাণী করে থাকে,এগুলো আপনাকে ভালো টিম তইরীতে সাহায্য করবে।

Advertisement

Dream 11 টিম বাছাইয়ের আগে কি হিসেব করবেন?

১) কোন দল টসে জিততে পারে?
২) প্রথম ব্যাটিং দল কত রান করতে পারে এবং কত উইকেট হারাতে পারে?
৩) কে কে প্রথমে ব্যাটিং এ আসবে, কে প্রথম বল করবে?
৪) কোন প্লেয়ার বেশি ফর্মে রয়েছে?

প্যান আধার লিঙ্ক (Pan Card Aadhaar Card Link)

৫) পিচ ব্যাটিং না বলিং সহায়ক?
৬) প্রতিপক্ষ বেশি রান করলে ব্যাকআপ প্লল্যান কি আছে?
৭) তাড়াতাড়ি আউট হলে কোন মিডল অর্ডার দায়িত্ব নিতে পারে?
৮) বেশি রান হলে অধিনায়ক ব্যাটসম্যান বানান আর উইকেট বেশি পড়লে অধিনায়ক বোলার।

রাজ্য সরকারের নতুন প্রকল্প, আবেদন করলেই অ্যাকাউন্টে ঢুকবে নগদ 5000 টাকা।

সতর্কতাঃ

Advertisement

১) কখনোই প্রথমে বড় গেম খেলবেন না। কয়েকটি ফ্রি গেম খেলে, নিজে বোঝার চেষ্টা করুন। তারপর ২০ থেকে ৩০ টাকা বিনিয়োগ করতে পারেন। আগে নিজেকে যাচাই করুন।
২) ক্রিকেট ও প্লেয়ার দের সম্পর্কে ধারনা না থাকলে এই খেলা আপনার জন্য নয়।
মনে রাখবেন এতে অর্থ হারানোর ঝুকি রয়েছে। এবং এই খেলা নেশায় পরিনত করতে পারে।
৩) আর খেলতে চাইলে হিসেব করে টিম সিলেক্ট করুন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement