Advertisement
টিভি দেখা ফ্রি (Watch TV without set top box)
Advertisement

টিভি দেখার জন্য আর সেট টপ বক্স বা Set Top Box লাগবে না। মাসে মাসে আর ৫০০, ৬০০ টাকা রিচার্জ করার ও ঝামেলা নেই। রিমোটের এক ক্লিকেই দূরদর্শনে ২০০ টি চ্যানেল দেখা যাবে। টেলিভিশনের ক্ষেত্রে এই বিরাট পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে উপকৃত হবেন প্রায় ৪০ কোটি মানুষ।

Advertisement

টিভি দেখতে আর লাগবে না Set Top Box.

ইন্টারনেটের যুগেও এখনো পর্যন্ত দেশজুড়ে টেলিভিশন এন্টারটেইনমেন্টের একটা ভালো জায়গা জুড়ে রয়েছে। শুধু এন্টারটেইনমেন্ট নয়, নিউজ, স্পোর্টস থেকে শুরু করে শিক্ষামূলক, ভ্রমণ, সিনেমা, নাটক, গান, ছোটদের জন্য নির্ধারিত বিনোদনমূলক চ্যানেল, সমস্ত কিছুই টেলিভিশনের মাধ্যমে এখনো মানুষ নিয়মিত উপভোগ করে থাকেন। প্রযুক্তির অগ্রগতিতে হাতের মুঠোয় সারা বিশ্ব চলে আসলেও টেলিভিশন Television এখনো অনেকেই নিয়মিত দেখেন। ফলে দীর্ঘ সময় আগে থেকে মানুষের জীবনের সঙ্গে জুড়ে যাওয়া এই টেলিভিশনের ক্ষেত্রে সরকারের তরফে বারবার মানুষের কাছে খুব সহজলভ্য ভাবে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা শুরু করা হয়েছে।

Advertisement

আর সেই কারণেই কেন্দ্রীয় সরকার টিভি দেখার ক্ষেত্রে মানুষকে নতুন যে সুবিধা দিতে চলেছে তাতে Set Top Box ছাড়াই রিমোটের এক ক্লিকে ২০০ টি চ্যানেল নিজের টেলিভিশন সেটে পেয়ে যাবেন দর্শকরা।
এই বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, টেলিভিশনের সমস্ত চ্যানেল দেখার জন্য আর সেট টপ বক্স এর প্রয়োজন পড়বে না। যদি টেলিভিশনের মধ্যে একটি বিল্ট ইন স্যাটেলাইট টিউনার Built-in Satellite Tuner লাগানো থাকে, তাহলে রিমোটের এক ক্লিকেই ২০০ টি চ্যানেল সহজেই দেখা যাবে। তার জন্য আলাদা করে Set Top Box লাগবে না। কেন্দ্রীয় সরকার এটি চালু করার জন্য প্রচেষ্টা শুরু করেছে।

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আরো জানান, আমার দপ্তর থেকে এই বিষয়ে নতুন করে এই প্রচেষ্টা শুরু করা হয়েছে। বহু বিনোদনমূলক চ্যানেলের সম্প্রসারণ ফ্রি ডিশ ছাড়াই যাতে চলতে পারে তা বাড়ানো হয়েছে। এর ফলে দর্শকরাও যথেষ্ট আকর্ষিত হয়েছেন। সেই কারণেই আগামী দিনে Set Top Box ছাড়া যাতে দর্শকরা টেলিভিশনে সমস্ত ধরনের বিনোদনমূলক চ্যানেল Television Entertainment Channel দেখতে পারেন, সে ক্ষেত্রে সরকার নতুন উদ্যোগ নেওয়ার চেষ্টা শুরু করেছে।

Earn Money Online from YouTube and Facebook Page (অনলাইনে টাকা রোজগার)

টেলিভিশন নির্মাতারা যদি বিল্ট ইন স্যাটেলাইট টিউনার (Built-in Satellite Tuner) টিভির মধ্যে অন্তর্নিহিত ভাবে লাগিয়ে দেন, তাহলে আর সেট টপ বক্সের প্রয়োজন পড়বে না। সাধারণভাবেই রিমোটে ক্লিক করে ২০০ টি পর্যন্ত চ্যানেল দেখতে পাবেন দর্শকরা। এর ফলে সাধারণ দর্শকরা দেশের যেকোনো এলাকায় উপকৃত হবেন। এই বিষয়ে গত বছরের ডিসেম্বরে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছিলেন অনুরাগ ঠাকুর। তিনি এই বিষয়ে চিঠি দিয়ে জানান, কেন্দ্রীয় আইটি মন্ত্রী টেলিভিশন নির্মাতাদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে জানাক, যাতে টেলিভিশন নির্মাতারা বিল্ট ইন স্যাটেলাইট টিউনার টেলিভিশনের মধ্যে লাগিয়ে দেন। আর তাহলেই দর্শকদের Set Top Box এর প্রয়োজন পড়বে না।

EK24 News

ব্যবসা করার নতুন আইডিয়া মাত্র 1 বছরেই লাখ লাখ টাকা আয় হবে।

টেলিভিশন নির্মাতাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রী এই নির্দেশিকা জারি করলে তবেই এটি চূড়ান্ত হবে। ব‍্যুরো অফ ইন্ডাস্ট্রিয়াল স্ট‍্যান্ডার্ডস Bureau of Industrial Standards দ্বারা নিয়মগুলি পালনের জন্য সরকারের তরফে নির্দেশিকা জারি করলেই টেলিভিশনের ক্ষেত্রে বিল্ট ইন স্যাটেলাইট টিউনার লাগিয়ে দেবে টেলিভিশন নির্মাতারা। আর তার ফলে দেশবাসী Set Top Box ছাড়া ২০০ টি চ্যানেল সাধারণভাবেই দেখতে পারবেন।

Advertisement

স্বাস্থ্য সাথী কার্ডের নতুন লিস্ট, কে কে পেলেন, আর কি কি সুবিধা পাবেন?

তবে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ আরও জানিয়েছেন, Set Top Box নিয়ে এখনো পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। বিষয়টি আলোচনার স্তরে রয়েছে। যদি সরকারের তরফে টেলিভিশন নির্মাতাদের স্যাটেলাইট লাগানোর ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়, তবেই এটি আগামী দিনে চালু হয়ে যাবে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement