Advertisement
Work From Home
Advertisement

স্থায়ী Work From Home এর দারুন সুযোগ।

সারা দেশে বেকার সমস্যা একটি জাতীয় সমস্যা। আর তার মধ্যেই Work From Home কর্মসংস্থানের এক বিপ্লব সৃষ্টি করেছে। আর এই মুহুর্তে ঘে বসে কাজের একটি স্থায়ী ভবিষ্যৎ ও সম্ভাবনা তৈরী হয়েছে।

Advertisement

Work from Home এই শব্দটির সঙ্গে এখন আমরা সকলেই পরিচিত হয়ে গিয়েছি। এই পদ্ধতিতে এই মুহূর্তে দেশজুড়ে বিভিন্ন ধরনের আয়ের পথ তৈরি হয়েছে। এতদিন শুধুমাত্র জানা যেত, কর্মস্থলে গিয়ে কাজ করে উপার্জন করতে হয়। কিন্তু অতিমারি পরবর্তী সময়ে কোনো জায়গায় বা অফিসে না গিয়েও বাড়িতে বসেই যে উপার্জন করা সম্ভব সেই বিষয়টি ধীরে ধীরে মানুষ জানতে পারে। আর এই পদ্ধতিটি একমাত্র যে প্রযুক্তির ওপর নির্ভর করে সেটি হল ইন্টারনেট কানেকশন (Internet Connection).

Advertisement

প্রযুক্তির অগ্রগতির দৌলতে হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকলেই ল্যাপটপ, মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বাড়িতে বসে বিভিন্ন পদ্ধতিতে উপার্জন (Earn Money Online Work from Home) করা সম্ভব। তবে তার জন্য যে ইন্টারনেট কানেকশন প্রয়োজন সেটি যেন দ্রুতগতিসম্পন্ন হয়। যাতে কাজ করতে কোনো সমস্যা তৈরি না হয়।

Advertisement

এক্ষেত্রে ফাইবার ইন্টারনেট কানেকশন (Fibre Internet Connection) পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। Jio ফাইবার কানেকশনের ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে রয়েছে। জিওর এই ফাইবার ইন্টারনেট কানেকশন যদি থাকে তাহলে বাড়িতে বসে নিশ্চিন্তে উপার্জন করা সম্ভব। এবার দেখে নেওয়া যাক, কিভাবে ফাইবার কানেকশন ব্যবহার করে উপার্জন করা যেতে পারে।

মাত্র 2 হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা পরিকল্পনা, মাসিক আয় 30 হাজার

Youtube Monetization:
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় Youtube এমনই একটি প্লাটফর্ম যেখানে প্রচুর মানুষ কাজের মাধ্যমে টাকা উপার্জন করতে পারছেন। একদিকে নিজের প্রতিভাকে মেলে ধরতে পারছেন, অন্যদিকে তার সঙ্গে বাড়িতে বসেই টাকা উপার্জন করা সম্ভব হচ্ছে। তবে এর জন্য প্রয়োজন একটি মোবাইল এবং হাই স্পিড ইন্টারনেট কানেকশন। সে ক্ষেত্রে সব সময় মোবাইলের ইন্টারনেটের প্রতি ভরসা করা যায় না। এই কাজ করতে গেলে সেখানে ফাইবার ইন্টারনেট কানেকশন সবচেয়ে উপযোগী।

EK24 News

Work from Home Online Survey:
অনলাইনে বিভিন্ন কোম্পানির হয়ে সমীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। এখন অনেকেই এই ধরনের অনলাইন সংস্থায় সার্ভের কাজ করে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা আয় করতে পারছেন। ফলে অনলাইন সার্ভে করে Work from Home এর মাধ্যমে যথেষ্ট পরিমাণে টাকা উপার্জন করা সম্ভব। তবে হাই স্পিড ইন্টারনেট কানেকশন এক্ষেত্রে প্রয়োজন রয়েছে।

Advertisement

JK লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ – পঞ্চম থেকে স্নাতকোত্তর, আবেদন করলেই নগদ 40000 টাকা

Video দেখে আয়:
দিনের পর দিন প্রযুক্তি যত এগিয়েছে ততই নতুন নতুন পথ খুলে গিয়েছে উপার্জনের ক্ষেত্রে। এখন শুধুমাত্র অনলাইনে ভিডিও দেখেই উপার্জন করা সম্ভব। এমন বহু ওয়েবসাইট রয়েছে যারা শুধু তাদের ভিডিও দেখে উপার্জন করার পথ বলে দেয়। তবে এই কাজ করতে হলে হাই স্পিড ইন্টারনেট কানেকশন প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে বাড়িতে বসেই Fibre ইন্টারনেট কানেকশনের সংযোগে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করে প্রতি মাসেই একটা মোটা টাকা উপার্জন করা যেতে পারে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
15 thoughts on “Work From Home – কম্পিউটার জানলেই, মাত্র 1500 টাকার মেশিন লাগিয়ে বাড়িতে বসে মাসে 30,000 টাকা আয় করুন।”
    1. Yes, you are right. I am using Android Mobile with 4G internet connection. I know computer use so, they may give full information about work from home link/source.

  1. Advertisement
  2. Advertisement
  3. I want to make me involve with this work .I have jio fibre connection and smart mobile phone also.Now let me know how I will be associate with this work .How how ????
    Which type of machine to be bought @ rs.1500/ .
    The work in details also to be informed .I need this type of work immediately. Pl help me, advise me .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement