পুজোর মধ্যেই সকলের জন্য সুখবর, আজ থেকে একাউন্টে টাকা দেওয়া শুরু হলো PM Awas Yojana List 2022 প্রকল্পের। কার কারা সুবিধা পাবেন, নতুন করে টাকা কারা পাচ্ছেন, এই সমস্ত তথ্য জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।
মাথার উপরে ছাদ তৈরি করে দেওয়াই সরকারি এই প্রকল্পের উদ্দেশ্য। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো নিজের একটি বাসস্থান। আর সেই লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। যে সমস্ত দেশবাসী এখনো পর্যন্ত গৃহহীন বা পাকা বাড়ি নেই, টাকার অভাবে নিজের বাসস্থান নির্মাণ করতে পারছেন না, তাদের সেই সুবিধা করে দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের পাকা বাড়ি নির্মাণ করার জন্য আর্থিক সহযোগিতা করা হচ্ছে।
কেন্দ্রের পক্ষ থেকে যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana List 2022) গৃহহীনদের পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করা হচ্ছে, ঠিক তেমনিভাবে রাজ্য সরকারের পক্ষ থেকেও রাজ্যের বাসিন্দাদের বাসস্থানের জন্য টাকা দিয়ে সহযোগিতা করা হচ্ছে। তবে এখানে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েই বিস্তারিত জানানো হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এবং শহর, দুই ক্ষেত্রেই গৃহহীনদের পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। যারা এই পিএম আবাস যোজনায় গৃহ নির্মাণের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই খবরটি গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যেই PM Awas Yojana -তে যারা পাকা বাড়ি পেতে চলেছেন অর্থাৎ যাদের বাড়ি তৈরির জন্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হবে, তাদের নামের তালিকা (PM Awas Yojana List 2022) প্রকাশ করা হয়েছে।
দশমীর পরদিন থেকে কারেন্ট বিল, গ্যাস, ব্যাংক, পেট্রোল সহ মোট 10 টি নিয়ম বদলে যাচ্ছে, বিপদ এড়াতে
যদি আপনিও পি এম আবাস যোজনায় আবেদন করে থাকেন তাহলে আপনিও দেখে নিন যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে আপনার নাম (PM Awas Yojana List 2022) রয়েছে কিনা। কিভাবে এই তালিকা দেখবেন সেই পদ্ধতি জেনে নেওয়া যাক।
PM Awas Yojana List 2022 কিভাবে দেখবেন
১) প্রথমে পিএম আবাস যোজনার Official Website https://pmayg.nic.in-এ যেতে হবে।
২) এরপর মেনুতে ক্লিক করলে Awassoft অপশন আসবে।
৩) সেই অপশনে ক্লিক করলে Report অপশন আসবে।
৪) Report অপশনে ক্লিক করলে একটি নতুন পেজ আসবে। সেখানে H-তে ক্লিক করতে হবে।
৫) এরপর Beneficiary Details for Verification অপশন আসবে। সেখানে ক্লিক করতে হবে।
৬) Selection Filter অপশনে ক্লিক করলে সমস্ত রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম দেখা যাবে। আপনার নির্দিষ্ট রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম সিলেক্ট করুন।
৭) যে সালের অনুদানপ্রাপকদের তালিকা (PM Awas Yojana List 2022) দেখতে চান সেটিতে ক্লিক করুন।
বাড়ছে পুজোর ছুটি। স্কুল খুলবে ভাইফোঁটার পরদিন। কিন্তু কাদের ক’দিন, জেনে নিন।
৮) এই Scheme-এর যে সমস্ত অপশন রয়েছে সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ অপশনটিতে সিলেক্ট করতে হবে।
৯) এরপর ক্যাপচা কোড পূরণ করে Submit করলেই PM Awas Yojana-র গ্রামীণ এলাকার তালিকা খুলে যাবে।
১০) এবার সেই লিস্টে দেখুন আপনার নাম রয়েছে কিনা।
যদি পিএম আবাস যোজনার গ্রামীন লিস্টে (PM Awas Yojana List 2022) আপনার নাম থাকে, তাহলে আপনি খুব শীঘ্রই অনুদানের টাকা পেতে চলেছেন। সে ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে পিএম আবাস যোজনার নির্দিষ্ট টাকা পাঠিয়ে দেওয়া হবে। আর যদি নাম না থাকে তাহলে অপেক্ষা করুন।
Written by Rajib Ghosh.
আমার বাড়ি নাই । আছে কাঁচা বাড়ি।
আমার বাড়ি নেই আছে কাঁচা বাড়ি
Amar Paka Barie nei Barie ki pabo ami. Pala valo hoi.
Amar Bari
Amar bari ni
Amar oo bari nai
Latin o nai
Amar village durgapur wb paschim medini pur pin no 721133
আমার বাড়ি নেই কাচা মাটির বাড়ি আছে
আমার কাঁচা বাড়ি পাকা বাড়ি নাই আমার বাড়ির ব্যবস্থা দাবিতে রাজ্য সরকার।
Matir Bari
Good
[email protected]
Khamar rameswarpur
Pradhanmantri aawas Yojana list talika
আমার লিস্টে নাম নেই এবং আমার বাড়ি আসেনি আমার কাঁচা মাটির বাড়ি আমাকে বাড়ি পাওয়ার জন্য আপনাদের সাহায্যের দরকার আশা করছি আমি বাড়ি পাওয়ার অতি সিগ্রহি
Amar kacha bari amra gorip akta bari bin
আমার লিস্টে নাম নেই এবং
আমার বাড়ি আসেনি আমার
কাঁচা মাটির বাড়ি আমাকে বাড়ি পাওয়ার জন্য আপনাদের সাহায্যের দরকার আশা করছি
আমি বাড়ি পাওয়ার অতি সিগ্ৰহি
আমার ১০০ বছর পুরনো মাটির কাঁচা বাড়ি খড়ের চাল আছে… যদি সরকারিভাবে পূর্ণ তদন্ত করিয়া আমাকে একটি পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয় আমি সরকারের কাছে চির কৃতজ্ঞ থাকব।
আমার বাড়ি নাই।অছে কাঁচা বাড়ি
আমার বাড়ি নাই আমার বাড়ি চাই
আমার কাঁচা বাড়ি
আমার এখোন বাড়ি সিতাশোল ,জেলা, পশ্চিম মেদিনীপুর, পোস্ট,রানি মাধোবপুর,থানা, চন্দ্রকোনা,পিন কোড 721242
আমার নাম, আনোয়ার আলি সেখ
Amar village durgapur wb dist paschim medini pur pin no 721133
আমার ঘর নাই একটু চেষ্টা করুন
Amar bari nai
আমার কোনো বাড়ি নেই মাটির একটি ঘর সেটাও বসবাস যোগ্য নয় সেটাও আবার আগুনে পুড়ে গিয়েছিল যদিও পুড়ে যাওয়া ঘরে থাকি আমি কি ঘর পাবনা
আমার বাড়ি নেই কাচা মাটির বাড়ি গ্ৰাম-সুলতান পুর,
পো:-বিলাতী সুলতানা পুর,। পন কোড-731236
জেলা-বীরভূম
থানা -ইলামবাজার
ব্লোক-ইলামবাজার
বীলাতী গ্ৰাম প্রোঞ্চায়েত
আমার বাড়ি ভালো নাই কাচা বাড়ি আমি এক জন তপশিল ac আমাকে বাড়ি দেবে না
সেক মান আলি বীরভুম অন্তর্গত দুবরাজ পুর গোপাল পুর বাসিন্দা আমাদের বারি নেয় তাই বারি দরকার অনুরোধ রয়লো
Gar ka lis me mera name nahi ayahe.koi koi koi to ek ki jaga me do bar gor mil Raha he.meri kiyu nahi ayahe.
Mera gar to bembhu ka he,please help me with the pmayg.nic.in
আমাদের বাড়ি মাটির। আমাদের একটা বাড়ি দিন।
Me kacha beri chelo sa taw bhanga gacheya
Me kacha beri chelo sa taw bhanga gacheya
Amr kache kono bari nei
Amr kache kono bari nei
Amar Bari nai . Ami ki gorib bole Bari pabona.
Ami khub gorib kintu Bari paini ken? Goriver ki sarkar khoj nei na?
Amer kacha bari ami sarker thake kono sahajo pai ni
Amer kacha bari nai ami sarker thake kono sahajo pai ni
Amer kacha bari , ami sarker thake kono sahajo pai ni